Exclusive

Darjeeling snowfall | ফের শৈলরানিতে তুষারপাতের সম্ভাবনা! কবে থেকে জানাল আবহাওয়া দপ্তর

সানি সরকার, শিলিগুড়ি: বৃষ্টিহীন উত্তর। হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতে ভিজছে সিকিমের উত্তর প্রান্ত।কিন্তু ‘পোড়াকপাল’ দার্জিলিং পাহাড়ের। দেখা নেই তুষারপাতের, গায়েব বৃষ্টিও। এমনকি সমতল যখন কুয়াশার চাদরে মোড়া, তখন রোদ ঝলমলে শৈলরানি। প্রাণবন্ত এমন আবহাওয়ায় ‘ঘুমন্ত বুদ্ধ’ কাঞ্চনজঙ্ঘাকে চোখের সামনে দেখতে পেয়ে উচ্ছ্বসিত পর্যটকরা, কিন্তু আক্ষেপ দূর হচ্ছে না তুষারপাতের জন্য।কপাল ভালো হলে আগামী বুধবার এই আক্ষেপ দূর হতে পারে নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। আবহাওয়ার পূর্বাভাস, নতুন সপ্তাহেই ভোল বদল ঘটবে পাহাড়ে। দার্জিলিং হবে আরও শীতল। দুয়ারে যখন পৌষ সংক্রান্তি, তখন সমতলেও অব্যাহত দমকা হাওয়া।

আবহাওয়ার গতিপ্রকৃতিতে স্পষ্ট, পশ্চিমী হাওয়া এবং কুয়াশা বিদায় নিতে পারে দু’দিনের মধ্যে। কিন্তু শীতের দাপট কমবে না এখনই। বরং কুয়াশা কেটে যাওয়ার পর ভূমধ্যসাগর থেকে আসা উত্তুরে হাওয়া শীতের খেলা জমিয়ে দেবে আরও। দিনের তাপমাত্রা তো বটেই, রাতের তাপমাত্রাও কমবে হুহু করে। আগামী তিনদিন উত্তরবঙ্গের সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পাবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আগামী সোমবার পৌষ সংক্রান্তি। সেদিন কেমন থাকতে পারে আবহাওয়া? আবহবিদরা বলছেন, ‘একেবারে হিমশীতল’।

সাধারণত কুয়াশার জন্য সূর্যতাপ বাধাপ্রাপ্ত হয়ে ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে না। ফলে দিনের তাপমাত্রারও বৃদ্ধি ঘটে না। কিন্তু উত্তুরে হাওয়ার দাপট থাকায় গত ২৪ ঘণ্টায় মালদা বাদে দিনের তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেন্টিগ্রেড পতন ঘটেছে উত্তরের সর্বত্র। আবহাওয়া দপ্তরের তথ্য অনুসারে, মঙ্গলবার মালদার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেন্টিগ্রেড। বুধবার যা বেড়ে দাঁড়ায় ২৩.৮ ডিগ্রি সেন্টিগ্রেড। পাশের শহর বালুরঘাটে অবশ্য ২.২ ডিগ্রি সেন্টিগ্রেড কমে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়ায় ২০.০ ডিগ্রিতে। শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার, কোচবিহার থেকে জলপাইগুড়ি- তাপমাত্রা পতনের ছবিটা সর্বত্র প্রায় একই। ফলে বিপর্যস্ত জনজীবন।

এরইমধ্যে রাতের তাপমাত্রার পতন যদি ঘটে, তবে শীত আরও জমাট বাঁধবে বলে মনে করছেন আবহবিদরা। বছরের শুরুর দিন থেকে শুরু হওয়া শীত এখনই যে পাততাড়ি গোটাবে না, তা আবহাওয়ার মতিগতিতেই স্পষ্ট। কেননা, দুয়ারে অপেক্ষা করছে আরও একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা।

আবহাওয়া দপ্তরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা বলছেন, ‘শীতের স্থায়িত্ব আরও কিছুদিন থাকবে। নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দার্জিলিং পাহাড়ের উঁচু এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

Mistushree Guha

Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Narendra Modi | মোদি ইশ্বরের দূত! চরম কটাক্ষ রাহুলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) নিজেকে ঈশ্বরের দূত বলেছেন।…

2 mins ago

Malda | বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে গিয়ে বিপত্তি, তলিয়ে মৃত্যু কিশোরের

চাঁচল: বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে গিয়ে বিপত্তি। তলিয়ে মৃত্যু (Drown to Death) হল ১৫…

5 mins ago

Cow Smuggling | পাচারের আগে ২৬টি গোরু উদ্ধার, গ্রেপ্তার ১

শিলিগুড়ি: কন্টেইনারে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল গোরু। পাচারের আগেই ২৬টি গোরু উদ্ধার করল নিউ জলপাইগুড়ি…

15 mins ago

Chalsa | সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজে বাধা, ঘটনায় উত্তেজনা চালসার কুর্তি পাড়ায়

চালসা: সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মাটিয়ালি বাতাবাড়ি ১ নং গ্রাম…

18 mins ago

Raiganj | দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও ভিড় কুলিক পক্ষীনিবাসে, বন্ধ থাকায় হতাশ পর্যটকরা

রায়গঞ্জ: সোমবার কুলিক পক্ষীনিবাস বন্ধ। কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেও পর্যটকদের ভিড় দেখা গেল রায়গঞ্জে(Raiganj)।…

36 mins ago

Raiganj | ঝড়-বৃষ্টিতে রাস্তায় উপড়ে পড়ল গাছ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কয়েকজন

রায়গঞ্জ: ঝড়-বৃষ্টিতে রাস্তায় উপড়ে পড়ল গাছ। সোমবার সকালে রায়গঞ্জ শহরে দুই জায়গায় পুরোনো গাছ ভেঙে…

43 mins ago

This website uses cookies.