রাজ্য

Leopard | গরমে চিতাবাঘের খাবারের মেনু বদল, গোরুর বদলে মুরগির মাংস-ওআরএস

মাদারিহাট: চারিদিকে প্রবল তাপপ্রবাহ। নিয়মিত তাপমাত্রা নতুন নতুন রেকর্ড গড়ছে। গরমে শরীর সুস্থ রাখতে কী খাবেন, কী খাবেন না তা নিয়েও চলছে বিস্তর আলোচনা। গোটা রাজ্যের পাশাপাশি গরমের আঁচ এসে পড়েছে দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রেও। এখানে বর্তমানে ২২টি চিতাবাঘ রয়েছে। গরমে তারাও সামান্য কাহিল হয়ে পড়ছে।

শরীর সুস্থ রাখতে এই চিতাবাঘদের খাবারের দিকে এবার বিশেষ নজর দেওয়া হল। এতদিন তাদের দেওয়া হত গোরুর মাংস। এবার বদল আনা হয়েছে মেনুতে। চিতাবাঘদের দেওয়া হচ্ছে মুরগির মাংস। এমনকি তাদের যাতে ডায়ারিয়া না হয়, সেইজন্য দেওয়া হচ্ছে ওআরএস।

হঠাৎ মেনুতে বদল? জলদাপাড়ার প্রাণী চিকিৎসক উৎপল শর্মা জানালেন, গোরুর মাংস অত্যন্ত গরম। সেইজন্য চিতাবাঘদের খাবার মেনু থেকে গোরুর মাংস আপাতত বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে দেওয়া হচ্ছে মাথাপিছু তিন কেজি করে মুরগির মাংস। জলের সঙ্গে দিনে দু’বার মিশিয়ে দেওয়া হচ্ছে ওআরএস। বৃহস্পতিবার অবশ্য নিয়ম মেনে চিতাবাঘদের উপোসে রাখা হয়।

এদিকে মুরগির মাংস পেয়ে খুশি মিঠুন, মনারা। মিঠুন এখানকার সবচেয়ে বয়স্ক চিতাবাঘ। মনা কনিষ্ঠতম। এদের রক্ষক হিসেবে রয়েছেন অভিজ্ঞ বিট অফিসার পার্থসারথি সিনহা। পার্থ এবং উৎপলের যত্নে এখানকার চিতাবাঘগুলি বার্ধক্যেও তরতাজা রয়েছে। এর আগে এখানে রাজা নামের একটি চিতাবাঘ ২৬ বছর বয়সে মারা যায়। একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের ক্ষেত্রে এই বয়সে মৃত্যু মানে একজন মানুষের শতবর্ষ পার। মিঠুনের বয়স বার্ধক্যের কোটায়, তবুও চিতাবাঘটি এখনও তরতাজা।

দক্ষিণ খয়েরবাড়ির এই জঙ্গলের পরিবেশ বন্যপ্রাণীদের বসবাসের অনুকূল। গোটা এনক্লোজারটি ঘিরে রয়েছে শাল, সেগুন, মেহগনি, শিরীষ ইত্যাদি গাছ। এই এনক্লোজারের কোল ঘেঁষে বয়ে গিয়েছে বুড়িতোর্ষা নদী। এই উপাদানগুলি তীব্র গরমেও খানিকটা রক্ষাকবচের কাজ করছে বলে জানালেন পার্থ। গরমের আঁচ থেকে কিছুটা হলেও রক্ষা পাচ্ছে এখানকার চিতাবাঘগুলি।

এদিকে এই নর্থ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রটিকে মিনি চিড়িয়াখানা হিসেবে গড়ে তোলার কাজ অনেকটা এগিয়েছে বলে জানালেন কেন্দ্রীয় বনমন্ত্রকের পশ্চিমবঙ্গের মুখ্যসচিব সৌরভ চৌধুরী। আগামী জুন মাসের মাঝামাঝি একটি মাস্টার প্ল্যান জমা করা হবে রাজ্যের কাছে। রাজ্য অনুমোদন দিলে তারপর তা কেন্দ্রীয় সরকারের কাছে যাবে।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Rahul Gandhi | ‘পক্ষপাত করবেন না’, স্পিকার ওম বিড়লাকে পরামর্শ রাহুলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় বিরোধী দলনেতার আসনে রাহুল গান্ধি (Rahul Gandhi)। দায়িত্ব হাতে নিয়েই…

10 mins ago

Alipurduar | দীর্ঘদিনের দাবিপূরণ, পর্যটকদের জন্য শীঘ্রই খুলছে শতবর্ষ প্রাচীন শ্রীনাথপুর বাংলো

শামুকতলা: ৩১সি জাতীয় সড়ক ধরে মহাকাল চৌপথির দিকে যেতেই বাঁদিকে পুঁটিমারি হাইস্কুলের পাশ দিয়ে দুর্গাবাড়ি…

10 mins ago

Extra Marital Affairs | পরকীয়ায় জড়িয়ে স্ত্রী, প্রেমিকের বাড়িতে পাঠিয়ে দিলেন স্বামী

মোস্তাক মোরশেদ হোসেন, রাঙ্গালিবাজনা: সম্ভবত এমন পরিস্থিতিতেই বলা হয়, ‘আমও গেল, ছালা‌ও গেল’। স্বামী রুজির…

15 mins ago

kolkata | খাস কলকাতায় মহিলা যাত্রীকে শ্লীলতাহানি! গ্রেপ্তার অ্যাপ ক্যাব চালক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খাস কলকাতায় মহিলা যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক অ্যাপ ক্যাব চালকের…

17 mins ago

Oath Controversy | দিল্লির পথে রাজ্যপাল, বিধানসভার বাইরে বোসের অপেক্ষায় সায়ন্তিকা ও রায়াত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সায়ন্তিকা ও রায়াতের শপথ নিয়ে মিলছে না সমাধানসূত্র। একদিকে রাজভবনে (Rajbhawan)…

37 mins ago

Arunachal Pradesh | ফোন ব্যবহার করায় স্কুলের শাস্তি! পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, মিলল সুইসাইড নোট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়ম না মেনে স্কুল চত্বরে ফোন ব্যবহার করেছিল এক ছাত্র। তার…

48 mins ago

This website uses cookies.