রাজ্য

Leopard | গরমে চিতাবাঘের খাবারের মেনু বদল, গোরুর বদলে মুরগির মাংস-ওআরএস

মাদারিহাট: চারিদিকে প্রবল তাপপ্রবাহ। নিয়মিত তাপমাত্রা নতুন নতুন রেকর্ড গড়ছে। গরমে শরীর সুস্থ রাখতে কী খাবেন, কী খাবেন না তা নিয়েও চলছে বিস্তর আলোচনা। গোটা রাজ্যের পাশাপাশি গরমের আঁচ এসে পড়েছে দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রেও। এখানে বর্তমানে ২২টি চিতাবাঘ রয়েছে। গরমে তারাও সামান্য কাহিল হয়ে পড়ছে।

শরীর সুস্থ রাখতে এই চিতাবাঘদের খাবারের দিকে এবার বিশেষ নজর দেওয়া হল। এতদিন তাদের দেওয়া হত গোরুর মাংস। এবার বদল আনা হয়েছে মেনুতে। চিতাবাঘদের দেওয়া হচ্ছে মুরগির মাংস। এমনকি তাদের যাতে ডায়ারিয়া না হয়, সেইজন্য দেওয়া হচ্ছে ওআরএস।

হঠাৎ মেনুতে বদল? জলদাপাড়ার প্রাণী চিকিৎসক উৎপল শর্মা জানালেন, গোরুর মাংস অত্যন্ত গরম। সেইজন্য চিতাবাঘদের খাবার মেনু থেকে গোরুর মাংস আপাতত বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে দেওয়া হচ্ছে মাথাপিছু তিন কেজি করে মুরগির মাংস। জলের সঙ্গে দিনে দু’বার মিশিয়ে দেওয়া হচ্ছে ওআরএস। বৃহস্পতিবার অবশ্য নিয়ম মেনে চিতাবাঘদের উপোসে রাখা হয়।

এদিকে মুরগির মাংস পেয়ে খুশি মিঠুন, মনারা। মিঠুন এখানকার সবচেয়ে বয়স্ক চিতাবাঘ। মনা কনিষ্ঠতম। এদের রক্ষক হিসেবে রয়েছেন অভিজ্ঞ বিট অফিসার পার্থসারথি সিনহা। পার্থ এবং উৎপলের যত্নে এখানকার চিতাবাঘগুলি বার্ধক্যেও তরতাজা রয়েছে। এর আগে এখানে রাজা নামের একটি চিতাবাঘ ২৬ বছর বয়সে মারা যায়। একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের ক্ষেত্রে এই বয়সে মৃত্যু মানে একজন মানুষের শতবর্ষ পার। মিঠুনের বয়স বার্ধক্যের কোটায়, তবুও চিতাবাঘটি এখনও তরতাজা।

দক্ষিণ খয়েরবাড়ির এই জঙ্গলের পরিবেশ বন্যপ্রাণীদের বসবাসের অনুকূল। গোটা এনক্লোজারটি ঘিরে রয়েছে শাল, সেগুন, মেহগনি, শিরীষ ইত্যাদি গাছ। এই এনক্লোজারের কোল ঘেঁষে বয়ে গিয়েছে বুড়িতোর্ষা নদী। এই উপাদানগুলি তীব্র গরমেও খানিকটা রক্ষাকবচের কাজ করছে বলে জানালেন পার্থ। গরমের আঁচ থেকে কিছুটা হলেও রক্ষা পাচ্ছে এখানকার চিতাবাঘগুলি।

এদিকে এই নর্থ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রটিকে মিনি চিড়িয়াখানা হিসেবে গড়ে তোলার কাজ অনেকটা এগিয়েছে বলে জানালেন কেন্দ্রীয় বনমন্ত্রকের পশ্চিমবঙ্গের মুখ্যসচিব সৌরভ চৌধুরী। আগামী জুন মাসের মাঝামাঝি একটি মাস্টার প্ল্যান জমা করা হবে রাজ্যের কাছে। রাজ্য অনুমোদন দিলে তারপর তা কেন্দ্রীয় সরকারের কাছে যাবে।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Gang Rape | চাকরির টোপ! মাদক খাইয়ে তরুণীকে গণধর্ষণ সোশ্যাল মিডিয়ার ‘বন্ধু’দের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্যাংকে চাকরির টোপ দিয়ে এক তরুণীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠল…

2 mins ago

‘মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান মানেন না’, কোচবিহারে এসে বললেন রবিশংকর প্রসাদ   কোচবিহার: লোকসভা নির্বাচনের ফল…

14 mins ago

Eid al-Adha | উৎসাহ ও শ্রদ্ধার সঙ্গে ইদ-উল-আযহা পালিত উত্তরবঙ্গে

উত্তরবঙ্গ ব্যুরো: বৃষ্টি উপেক্ষা করেই উৎসাহ ও শ্রদ্ধার সঙ্গে উত্তরবঙ্গের জেলায় জেলায় পালিত হল ইদ-উল-আযহা…

20 mins ago

Train Accident | আচমকাই প্রবল ঝাঁকুনি! ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেক্স: ভয়াবহ ট্রেন দুর্ঘটনার (Train accident) সাক্ষী উত্তরবঙ্গ। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে…

30 mins ago

Train Accident | বাইকে চেপেই দুর্ঘটনাস্থলে পৌঁছোলেন রেলমন্ত্রী, আসছেন সুকান্ত-রাজ্যপাল-মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শিলিগুড়ির ফাঁসিদেওয়াতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত (Train Accident) হতেই এলাকায় ভিআইপিদের আনাগোনা…

1 hour ago

Elephant Attack | হাতির হানা বড়দিঘি চা বাগানে, ভাঙল দোকান-বাড়ি

চালসা: মেটেলি ব্লকের হাতির হানা অব্যাহত। রবিবার রাতে বড়দিঘি চা বাগানের টিলাবাড়ি ডিভিশনের ওজন লাইনে…

1 hour ago

This website uses cookies.