জাতীয়

আকসাই চিনে মাটির নীচে সুড়ঙ্গ তৈরি করছে চিন! ধরা পড়ল উপগ্রহ চিত্রে

নয়াদিল্লি: আকসাই চিনে মাটির নীচে সুড়ঙ্গ তৈরি করছে চিন! উপগ্রহ চিত্রে ধরা পড়ল এমনই ছবি। আর তা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে।

উপগ্রহ চিত্র মোতাবেক, উত্তর লাদাখের দেপসাং উপত্য়কা থেকে ৬০ কিলোমিটার পূর্বে আকসাই চিনে নদীর পাড় ধরে চিনের পিপলস লিবারেশন আর্মি সুড়ঙ্গ খুঁড়ছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুব কাছেই এই কাজ করছে চিন।

ম্যাক্সার স্যাটেলাইট চিত্রে চিনের খননকাজ ধরা পড়েছে। সেখানে দেখা গিয়েছে, নদীর দুই পাড়েই পাথর কেটে চিন কমপক্ষে ১১টি সুড়ঙ্গ তৈরি করেছে। গত কয়েক মাস ধরে বেশ চুপিসারে এই নির্মাণকাজ চলছে। বিশেষজ্ঞদের মতে, নতুন সেনা ছাউনি ও সীমান্তে অস্ত্র ভাণ্ডার বানানোর উদ্দেশ্যেই এই সুড়ঙ্গ তৈরি করছে চিন।

১৯৬২ সাল ভারত-চিন যুদ্ধের সময় লাদাখ ঘেঁষা আকসাই চিন দখল করে শি জিনপিংয়ের দেশ। ভারত বরাবরই দাবি করে এসেছে, ওই সীমান্তবর্তী এলাকার একটা বড় অংশ চিন অবৈধভাবে দখল করে রেখেছে। ওটা ‘বিতর্কিত ভূখণ্ড’। সেই এলাকাতেই এবার চিনা তৎপরতা চোখে পড়ল।

এদিকে, সোমবার বেজিংয়ের তরফে একটি মানচিত্র প্রকাশ করা হয়। যেখানে অরুণাচল প্রদেশ ও আকসাই চিনকে নিজেদের সীমানার মধ্যে দেখিয়েছে চিন। ওই মানচিত্র প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। মঙ্গলবার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে কড়া ভাষায় চিনের পদক্ষেপের নিন্দা করা হয়।

সাউথ ব্লকের তরফে জানানো হয়েছে, চিন যে দাবি করেছে, তা পুরোপুরি ভিত্তিহীন। চিনের এইসব কাজের জন্যই সীমান্ত সমস্যার সমাধান হয় না। এই ধরনের কার্যকলাপ সীমান্ত সমস্যাকে আরও জটিল করবে।

মঙ্গলবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিদেশমন্ত্রী এস জয়শংকর বেজিংয়ের আচরণের তীব্র নিন্দা করেন। চিনের উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, “বিকৃত মানচিত্র প্রকাশ করা চিনের অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিবেশী দেশের ভূখণ্ডকেও নিজের বলে দাবি করে। ভুলভাল দাবি করলেই সেটা সত্যি হয় না। অরুণাচল ভারতেরই থাকবে।”

Web Desk

Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Recent Posts

West bengal weather update | উত্তরে প্রাক বর্ষার বৃষ্টি, দক্ষিণবঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পঞ্চম দফার ভোট শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। ভোটের বাংলা দুর্যোগের পূর্বাভাস (West…

2 mins ago

5th phase election | বিক্ষিপ্ত অশান্তি, বাংলায় ৭ কেন্দ্রে চলছে ভোট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সোমবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ।…

22 mins ago

Lok Sabha Election 2024 | আজ সারা দেশে পঞ্চম দফার ভোট, রাজ্যের কোন কোন আসনে লড়াই?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ দেশের ছ’টি রাজ্য ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৪৯ আসনে…

2 hours ago

Ebrahim Raisi। ইরানের প্রেসিডেন্টকে নিয়ে ভেঙে পড়ল কপ্টার, খারাপ আবহাওয়ায় বিঘ্নিত উদ্ধারকার্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজারবাইজান সীমান্ত থেকে ফেরার পথে দূর্ঘটনার কবলে পড়ল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম…

9 hours ago

Money seized | হাওয়ালা ব্যবসায়ীদের ডেরায় হানা বিহার পুলিশের, নেপাল সীমান্ত রকসলে উদ্ধার ৯৪ লক্ষ টাকা

কিশনগঞ্জঃ নির্বাচনের মাঝেই ফের লক্ষ লক্ষ দেশি-বিদেশি টাকা উদ্ধার করল বিহার পুলিশ। রবিবার এই বিপুল…

11 hours ago

Cooch Behar | অক্সফোর্ডে সাফল্য কোচবিহারের মেয়ের, খুশির হাওয়া জেলাজুড়ে

কোচবিহার: এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও সাফল্যের চিহ্ন রাখল কোচবিহার। শনিবার বিশ্বসেরা এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ…

11 hours ago

This website uses cookies.