Thursday, May 9, 2024
HomeTop Newsআকসাই চিনে মাটির নীচে সুড়ঙ্গ তৈরি করছে চিন! ধরা পড়ল উপগ্রহ চিত্রে

আকসাই চিনে মাটির নীচে সুড়ঙ্গ তৈরি করছে চিন! ধরা পড়ল উপগ্রহ চিত্রে

নয়াদিল্লি: আকসাই চিনে মাটির নীচে সুড়ঙ্গ তৈরি করছে চিন! উপগ্রহ চিত্রে ধরা পড়ল এমনই ছবি। আর তা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে।

উপগ্রহ চিত্র মোতাবেক, উত্তর লাদাখের দেপসাং উপত্য়কা থেকে ৬০ কিলোমিটার পূর্বে আকসাই চিনে নদীর পাড় ধরে চিনের পিপলস লিবারেশন আর্মি সুড়ঙ্গ খুঁড়ছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুব কাছেই এই কাজ করছে চিন।

ম্যাক্সার স্যাটেলাইট চিত্রে চিনের খননকাজ ধরা পড়েছে। সেখানে দেখা গিয়েছে, নদীর দুই পাড়েই পাথর কেটে চিন কমপক্ষে ১১টি সুড়ঙ্গ তৈরি করেছে। গত কয়েক মাস ধরে বেশ চুপিসারে এই নির্মাণকাজ চলছে। বিশেষজ্ঞদের মতে, নতুন সেনা ছাউনি ও সীমান্তে অস্ত্র ভাণ্ডার বানানোর উদ্দেশ্যেই এই সুড়ঙ্গ তৈরি করছে চিন।

১৯৬২ সাল ভারত-চিন যুদ্ধের সময় লাদাখ ঘেঁষা আকসাই চিন দখল করে শি জিনপিংয়ের দেশ। ভারত বরাবরই দাবি করে এসেছে, ওই সীমান্তবর্তী এলাকার একটা বড় অংশ চিন অবৈধভাবে দখল করে রেখেছে। ওটা ‘বিতর্কিত ভূখণ্ড’। সেই এলাকাতেই এবার চিনা তৎপরতা চোখে পড়ল।

এদিকে, সোমবার বেজিংয়ের তরফে একটি মানচিত্র প্রকাশ করা হয়। যেখানে অরুণাচল প্রদেশ ও আকসাই চিনকে নিজেদের সীমানার মধ্যে দেখিয়েছে চিন। ওই মানচিত্র প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। মঙ্গলবার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে কড়া ভাষায় চিনের পদক্ষেপের নিন্দা করা হয়।

সাউথ ব্লকের তরফে জানানো হয়েছে, চিন যে দাবি করেছে, তা পুরোপুরি ভিত্তিহীন। চিনের এইসব কাজের জন্যই সীমান্ত সমস্যার সমাধান হয় না। এই ধরনের কার্যকলাপ সীমান্ত সমস্যাকে আরও জটিল করবে।

মঙ্গলবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিদেশমন্ত্রী এস জয়শংকর বেজিংয়ের আচরণের তীব্র নিন্দা করেন। চিনের উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, “বিকৃত মানচিত্র প্রকাশ করা চিনের অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিবেশী দেশের ভূখণ্ডকেও নিজের বলে দাবি করে। ভুলভাল দাবি করলেই সেটা সত্যি হয় না। অরুণাচল ভারতেরই থাকবে।”

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Youth injured in the attack of miscreants

বন্ধুর বিয়েতে যাওয়াই কাল! দুষ্কৃতীদের হামলায় জখম যুবক

0
নকশালবাড়ি: চা বাগানে বন্ধুর বাড়িতে বিয়ে খেতে গিয়ে দুষ্কৃতীদের হামলার মুখে পড়লেন এক যুবক। অভিযোগ, পেছন দিক থেকে যুবকের মাথায় লোহার রড ঢুকিয়ে দেওয়া...

Sandeshkhali | সন্দেশখালির নির্যাতিতারা ভুয়ো? রেখা পাত্রের নয়া ভিডিও ঘিরে বিতর্ক

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আবারও ভাইরাল হল সন্দেশখালির ভিডিও (Sandeshkhali Viral Video)। ভিডিওতে দেখা যাচ্ছে, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র (BJP candidate Rekha Patra)...

Covishield | ভারতে ২ বছর ধরে বন্ধ কোভিশিল্ড! বিতর্কের মাঝে সাফাই সিরাম ইনস্টিটিউটের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোভিশিল্ডের (Covishield) পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক তুঙ্গে। এই বিতর্কের মাঝেই ভারতে টিকা প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউটের (Serum Institute of India)...

HS Result 2024 | প্রতিবন্ধকতা জয় করে উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফল, ৯২ শতাংশ পেল পায়েল

0
বালুরঘাট: প্রতিবন্ধকতা জয় করে উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফল করেছে কামারপাড়ার পায়েল পাল। বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া এলাকার বাসিন্দা পায়েল। বিশেষভাবে সক্ষম হওয়ার পরও...
Siliguri is far from merit list

Siliguri | ইংরেজিমাধ্যমে ঝোঁক বেশি, মেধাতলিকা থেকে দূরে শিলিগুড়ি

0
সাগর বাগচী, শিলিগুড়ি: মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকের মেধাতালিকাতেও জায়গা পেল না শিলিগুড়ির(Siliguri) পড়ুয়ারা। বুধবার উচ্চমাধ্যমিকের(HS) ফল প্রকাশের পর থেকে শহরের স্কুলগুলোর পড়াশোনার মান নিয়ে প্রশ্ন...

Most Popular