রাজ্য

চিটফান্ড মামলায় ৪০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, সংস্থার মালিক গ্রেপ্তার রূপনারায়ণপুরে

আসানসোল: চিটফান্ডকাণ্ডে প্রায় ৪০০ কোটি টাকা প্রতারণা মামলায় অন্যতম অভিযুক্ত দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিল আসানসোলের রূপনারায়ণপুরে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করল হুগলির চুঁচুড়া থানার পুলিশ। কিভাবে এত বড় একজন প্রতারক রূপনারায়ণপুরে এসে বাড়ি ভাড়া নিলেন এবং এলাকার পাশে মাঠে একটি কারখানাও গড়ে তুললেন, তা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সুব্রত দাস (৫৭)। সেবির অভিযোগের ভিত্তিতে তার নামে সমন নিয়ে গত মঙ্গলবার চুঁচুড়া পুলিশের সালানপুর থানা ও রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ একযোগে বাড়িতে ও কারখানায় হানা দেয়। কিন্তু তার খোঁজ মেলেনি। প্রতিমুহূর্তে তাকে ট্র্যাক করে শেষ পর্যন্ত রূপনারায়ণপুর ফাঁড়ির ওসির নেতৃত্বে ধরা পড়ার পর তাকে চুঁচুড়া পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

অভিযোগ, চিটফান্ডের ব্যবসা করে মূলত হুগলি জেলার মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা টাকা তুলেছিল সুব্রত দাস ও তার সহযোগীরা। তার স্ত্রী সহ আর তিনজন এই কোম্পানির অন্যতম প্রধান কর্তা। ২০১৫ সালে তাদের বিরুদ্ধে সেবির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের পরই নিজেদের এলাকা ছেড়ে পালিয়ে গা ঢাকা দেয় তারা। সেই সময় সুব্রতবাবু, তার স্ত্রী ও মেয়েকে নিয়ে পালিয়ে চলে আসেন রূপনারায়ণপুরে। সেখানে তিনি হিন্দুস্তান কেবলস রোডের ওপরে একটি মনসা মন্দির সংলগ্ন বাড়িতে ভাড়া নেন। ধীরে ধীরে পরিচিতি বাড়িয়ে তিনি পিঠাকেয়ারির ৭২ নম্বর বুথে ভোটার তালিকায় নিজেদের নাম তোলেন। নির্বাচনে এখান থেকে তিনি ভোটও দেন। ঝাড়খণ্ড সংলগ্ন সালানপুর ব্লকে এনটিপিসি মাঠের কাছেই গড়ে তোলেন তার আলমারি এবং গ্রিল তৈরির কারখানা। আর সেই কারখানায় কাঁচামাল সরবরাহ করতেন স্থানীয় ছোট ব্যবসায়ীরাও। সেবির দায়ের করা ২০১৫ সালের অভিযোগ নিয়ে চুঁচুড়া পুলিশ তৎপর হয়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Lok Sabha Election | সহকর্মীদের সঙ্গে বচসা! ভোটের ডিউটিতে এসেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুলিশকর্মী

বৈষ্ণবনগর: লোকসভা ভোটের ডিউটিতে এসে মদ্যপ অবস্থায় সহকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল…

3 mins ago

Jalpaiguri | সম্বল মাত্র ১৫০০ টাকা, অভিনয়ের নেশায় কলকাতায় পাড়ি দুই নাবালিকার

জলপাইগুড়ি: অভিনয় করার নেশায় দুই অ্যাথলিট পাড়ি দিয়েছিল কলকাতায়। প্রথমে টালিপাড়া। তারপর সল্টলেক সেক্টর ফাইভে।…

6 mins ago

Malda | ভাঙনে কেড়েছে ঘর, আগুনে ছাই পরিচয়পত্রও! ভোটদান নিয়ে সংশয়ে বলরামপুর

শেখ পান্না, রতুয়া: বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভিটেমাটি হারিয়েছে মালদার (Malda) বলরামপুর (Balrampur) গ্রামের প্রায় ৬০টি পরিবার৷…

19 mins ago

Student Stabbed | অস্ট্রেলিয়ায় ভারতীয় ছাত্রকে ছুরি দিয়ে কুপিয়ে খুন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ায় ভারতীয় ছাত্রকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। মেলবোর্নের ওরমন্ডে…

20 mins ago

Illegal business | ভুটানে সস্তা জ্বালানি, সীমান্ত পেরিয়ে রমরমিয়ে চলছে অবৈধ কারবার

বানারহাট: ভুটানে সস্তা পেট্রোল-ডিজেল। ভুটানের সেই সস্তার তেল সীমান্ত পেরিয়ে নিয়ে এসে ভারত-ভুটান সীমান্তের বিভিন্ন…

38 mins ago

Lok Sabha Election 2024 | রাত পোহালেই ভোট, পোলিং এজেন্ট দেওয়ার প্রস্তুতি মালদায়

বৈষ্ণবনগর: কংগ্রেস, বিজেপি, তৃণমূল ইতিমধ্যেই দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে নিজেদের রাজনৈতিক প্রচার শেষ করেছে। সোমবার…

41 mins ago

This website uses cookies.