Monday, May 6, 2024
Homeরাজ্যদক্ষিণবঙ্গচিটফান্ড মামলায় ৪০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, সংস্থার মালিক গ্রেপ্তার রূপনারায়ণপুরে

চিটফান্ড মামলায় ৪০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, সংস্থার মালিক গ্রেপ্তার রূপনারায়ণপুরে

আসানসোল: চিটফান্ডকাণ্ডে প্রায় ৪০০ কোটি টাকা প্রতারণা মামলায় অন্যতম অভিযুক্ত দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিল আসানসোলের রূপনারায়ণপুরে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করল হুগলির চুঁচুড়া থানার পুলিশ। কিভাবে এত বড় একজন প্রতারক রূপনারায়ণপুরে এসে বাড়ি ভাড়া নিলেন এবং এলাকার পাশে মাঠে একটি কারখানাও গড়ে তুললেন, তা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সুব্রত দাস (৫৭)। সেবির অভিযোগের ভিত্তিতে তার নামে সমন নিয়ে গত মঙ্গলবার চুঁচুড়া পুলিশের সালানপুর থানা ও রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ একযোগে বাড়িতে ও কারখানায় হানা দেয়। কিন্তু তার খোঁজ মেলেনি। প্রতিমুহূর্তে তাকে ট্র্যাক করে শেষ পর্যন্ত রূপনারায়ণপুর ফাঁড়ির ওসির নেতৃত্বে ধরা পড়ার পর তাকে চুঁচুড়া পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

অভিযোগ, চিটফান্ডের ব্যবসা করে মূলত হুগলি জেলার মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা টাকা তুলেছিল সুব্রত দাস ও তার সহযোগীরা। তার স্ত্রী সহ আর তিনজন এই কোম্পানির অন্যতম প্রধান কর্তা। ২০১৫ সালে তাদের বিরুদ্ধে সেবির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের পরই নিজেদের এলাকা ছেড়ে পালিয়ে গা ঢাকা দেয় তারা। সেই সময় সুব্রতবাবু, তার স্ত্রী ও মেয়েকে নিয়ে পালিয়ে চলে আসেন রূপনারায়ণপুরে। সেখানে তিনি হিন্দুস্তান কেবলস রোডের ওপরে একটি মনসা মন্দির সংলগ্ন বাড়িতে ভাড়া নেন। ধীরে ধীরে পরিচিতি বাড়িয়ে তিনি পিঠাকেয়ারির ৭২ নম্বর বুথে ভোটার তালিকায় নিজেদের নাম তোলেন। নির্বাচনে এখান থেকে তিনি ভোটও দেন। ঝাড়খণ্ড সংলগ্ন সালানপুর ব্লকে এনটিপিসি মাঠের কাছেই গড়ে তোলেন তার আলমারি এবং গ্রিল তৈরির কারখানা। আর সেই কারখানায় কাঁচামাল সরবরাহ করতেন স্থানীয় ছোট ব্যবসায়ীরাও। সেবির দায়ের করা ২০১৫ সালের অভিযোগ নিয়ে চুঁচুড়া পুলিশ তৎপর হয়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Farooq Abdullah | ‘পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা আছে’, কেন এমন বললেন ফারুক?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ করে নেওয়ার কথা বিজেপি নেতারা প্রায়ই বলে থাকেন। সম্প্রতি এক নির্বাচনি সভায় দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ...

East Bengal | নতুন মরসুমে শক্তিশালী দল গড়তে চায় ইস্টবেঙ্গল, বৃহস্পতিবারের বৈঠকে নজর সমর্থকদের

0
কলকাতা: নতুন মরসুমে শক্তিশালী দল গড়ার লক্ষ্য নিয়েছে ইস্টবেঙ্গল, এমনই খবর দলের অন্দরের। এবারের আইএসএলে ৯ নম্বরে শেষ করেছে লাল-হলুদ। জয় পেয়েছে মাত্র ৬টিতে।...

MJN Medical College | নার্সকে মারধরের ঘটনায় এমজেএন মেডিকেলে বিক্ষোভ

0
কোচবিহার: এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের (MJN Medical College) এক নার্সকে মারধরের ঘটনার প্রতিবাদে সরব ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন (West Bengal Nurses Association)। সোমবার...
man suicide for depression

Suicide | স্ত্রী ছেড়ে যাওয়ায় মানসিক অবসাদ, আত্মঘাতী যুবক!

0
করণদিঘি: বিয়ের ছয় মাসের মধ্যে আত্মঘাতী(Suicide) হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে করণদিঘি(Karandighi) থানার রসাখোয়া ১ গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা পৌটি গ্রামে। মৃত যুবকের...

নথিপত্র খতিয়ে দেখতে গিয়ে উদ্ধার চোরাই স্কুটার, গ্রেপ্তার ১

0
শিলিগুড়ি: নথিপত্র পরীক্ষা করতে গিয়ে চোরাই স্কুটারের হদিস মিলল। সোমবার সকালে শিলিগুড়ির চেকপোস্ট এলাকায় একটি স্কুটারকে থামিয়ে তাঁর নথিপত্র পরীক্ষা করতে যান এক পুলিশকর্মী।...

Most Popular