চোপড়াঃ সদর চোপড়ার (Chopra) ওভারব্রিজে উপর গার্ডওয়াল (Overbridge guardwall)ঘেঁষে বর্ষার সময়কার ফাটল এখনও মেরামত না করাতে ক্ষোভ বাড়ছে এলাকায়। স্থানীয়দের অভিযোগ প্রতিবছর বর্ষায় ওভার ব্রিজের উপরে ফোর লেনের গার্ড ওয়াল ঘেঁষে দু’পাশে ফাটল ধরে। মেরামত ও করা হয়। কিন্তু এবার শিলিগুড়ি অভিমুখী রুটে ফাটলের অংশ মেরামত করা হয়নি। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা গর্ত যেভাবে বাড়ছে, তাতে যে কোনও সময় বিপদ ঘটতে পারে।
চোপড়া গ্রাম পঞ্চায়েত প্রধান জিয়ারুল রহমান বলেন, ব্লক প্রশাসনের মাধ্যমে সমস্যার কথা জাতীয় সড়ক কর্তপক্ষের নজরে আনা হয়েছে। বিডিও সমীর মণ্ডল বলেন, জাতীয় সড়কের সমস্যার বিষয়টি জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে। চোপড়া থানার ট্রাফিক ওসি অম্বু মণ্ডল বলেন, মঙ্গলবার বিষয়টি জাতীয় সড়ক কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। বুধবার ফাটল মেরামতের জন্য লোক পাঠানোর কথা রয়েছে।