Exclusive

Coochbehar News | স্যানিটারি ন্যাপকিন ও ডায়পারে ছেয়ে যাচ্ছে শহর, উদ্বিগ্ন পরিবেশকর্মীরা

বিশ্বজিৎ সাহা, মাথাভাঙ্গা: শহরের ছবিরুন্নেসা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের সামনে শীতলকুচি রোডে রাস্তার ওপর পড়ে ছিল ব্যবহার করা স্যানিটারি ন্যাপকিন। মায়ের হাত ধরে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তৃতীয় শ্রেণির ছাত্র সোহমের নজরে আসে। ‘ওটা কী?’ মাকে জিজ্ঞেস করতেই ছেলের প্রশ্নে অপ্রস্তুত মায়ের উত্তর, ‘ওটা নোংরা জিনিস দেখতে নেই’।

সোহমের মা কাকলি রায় ছেলেকে দেখতে বারণ করলেও পুরসভার সঠিক পরিকল্পনা, উদ্যোগ এবং নাগরিক সচেতনতার অভাবে মাথাভাঙ্গার রাস্তা কিংবা নদীর ধারে এমনকি নদীতেও ডায়পার, ন্যাপকিন প্রভৃতি ছুড়ে ফেলতে দেখা যায়। এই ঘটনায় উদ্বিগ্ন পরিবেশপ্রেমী এবং সচেতন মানুষজন।  মাথাভাঙ্গা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কাকলি ঘোষ বলেন, ‘আমার ওয়ার্ডে দু’-একটি বাড়ি থেকে রাস্তায় ডায়পার ও ন্যাপকিন ফেলার অভিযোগ এসেছিল। আমি সংশ্লিষ্ট বাড়িগুলিতে গিয়ে তাদের সতর্ক করে এসেছি।’

মাথাভাঙ্গা পুরসভা নির্মল পুরসভা হিসেবে ঘোষিত হলেও নদী সংলগ্ন এলাকাগুলিতে উন্মুক্ত এলাকায় শৌচকর্ম  এখনও বন্ধ করতে পারেনি পুর কর্তৃপক্ষ। সেইসঙ্গে যত্রতত্র স্যানিটারি ন্যাপকিন ও ডায়পার ফেলার এই অভ্যাস পরিবেশ এবং জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বলে মত উদ্বিগ্ন চিকিৎসকদের।

মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের ফিজিশিয়ান ডাঃ শান্ত বর্মন জানান, ‘যেখানে-সেখানে স্যানিটারি ন্যাপকিন ও ডায়পার ফেলা উন্মুক্ত শৌচকর্মে মতোই বিপজ্জনক। এর ফলে প্রচুর পরিমাণে বায়ু দূষণের সম্ভাবনা রয়েছে।’ তিনি নাগরিকদের সচেতন করে বলেছেন, এসব বর্জ্যে প্রচুর ক্ষতিকারক ব্যাকটিরিয়া ও ভাইরাস থাকে। সেসব বাতাসে বা জলের সঙ্গে মিশে পেট খারাপ থেকে শুরু করে নিউমোনিয়া, টাইফয়েড, কৃমি, মেনিনজাইটিস এমনকি টিবির মতো রোগও হতে পারে।

হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ব্যবহার্য ডায়পার ও ন্যাপকিন প্রতিনিয়ত গ্রিনজেন নামক একটি সংস্থায় যায়। তবে শহরবাসীর সচেতনতার অভাবে যত্রতত্র ডায়পার ও ন্যাপকিন পড়ে থাকতে দেখা যাচ্ছে। পুরসভা এলাকার বাসিন্দাদের এসব বিষয় নিয়ে সচেতন করার দায়িত্ব বর্তায় নির্মল সাথীদের উপর। এক্ষেত্রে তাঁরা দায়িত্ব সঠিকভাবে পালন করছে কি না, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে।

মাথাভাঙ্গা পুরসভার স্যানিটারি ইনস্পেকটর পঙ্কজ রায়ের আশ্বাস, ‘১২ ওয়ার্ডবিশিষ্ট মাথাভাঙ্গায় নির্মল সাথীর ৯ জন সদস্য রয়েছেন। তাঁদের নিয়ে বৈঠক করে জনগণকে কীভাবে সচেতন করা যায় শীঘ্রই তার একটি রূপরেখা তৈরি হবে।’

Mistushree Guha

Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Lok Sabha Election 2024 | আজ সারা দেশে পঞ্চম দফার ভোট, রাজ্যের কোন কোন আসনে লড়াই?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ দেশের ছ’টি রাজ্য ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৪৯ আসনে…

11 mins ago

Ebrahim Raisi। ইরানের প্রেসিডেন্টকে নিয়ে ভেঙে পড়ল কপ্টার, খারাপ আবহাওয়ায় বিঘ্নিত উদ্ধারকার্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজারবাইজান সীমান্ত থেকে ফেরার পথে দূর্ঘটনার কবলে পড়ল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম…

7 hours ago

Money seized | হাওয়ালা ব্যবসায়ীদের ডেরায় হানা বিহার পুলিশের, নেপাল সীমান্ত রকসলে উদ্ধার ৯৪ লক্ষ টাকা

কিশনগঞ্জঃ নির্বাচনের মাঝেই ফের লক্ষ লক্ষ দেশি-বিদেশি টাকা উদ্ধার করল বিহার পুলিশ। রবিবার এই বিপুল…

9 hours ago

Cooch Behar | অক্সফোর্ডে সাফল্য কোচবিহারের মেয়ের, খুশির হাওয়া জেলাজুড়ে

কোচবিহার: এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও সাফল্যের চিহ্ন রাখল কোচবিহার। শনিবার বিশ্বসেরা এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ…

9 hours ago

Belacoba | রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের

বেলাকোবাঃ রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগে সরব হলেন গ্রামবাসীরা। ঘটনাটি জলপাইগুড়ির সদর ব্লকের বেলাকোবা গ্রাম…

9 hours ago

Raiganj | ত্রিপুরার ব্যবসায়ী খুন কাণ্ড, রায়গঞ্জ থেকে ধৃত মূল পাণ্ডা

রায়গঞ্জ: অবশেষে ধরা পড়ল ত্রিপুরার প্রতিষ্ঠিত ব্যবসায়ী দুর্গাপ্রসন্ন দেব খুনের মূল পাণ্ডা রাকেশ বর্মন (৩৩)।…

10 hours ago

This website uses cookies.