উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসএসসি মামলা (SSC Recruitment Case) নিয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। তাতে তিনি খুশি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রায়ের প্রেক্ষিতে তিনি আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন সুপ্রিম কোর্টকে। নিজের এক্স হ্যান্ডলে এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী লেখেন, ‘সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশি এবং মানসিকভাবে তৃপ্ত। সামগ্রিকভাবে শিক্ষক সমাজকে জানাই আমার অভিনন্দন এবং মাননীয় সুপ্রিম কোর্টকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা।’
🙏
I am really very happy and mentally relaxed on receipt of justice at the highest Court of the land. Congratulations to the entire teaching fraternity and my humble regards to the Hon’ble Supreme Court of India.🙏
সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশী এবং…— Mamata Banerjee (@MamataOfficial) May 7, 2024
সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। তিনি বলেন, ‘বাংলার ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং রাজ্য সরকারকে উৎখাত করতে এক সপ্তাহ আগে বোমা ছুড়েছিল বিজেপি। সুপ্রিম কোর্ট বিজেপির ছোড়া সেই বোমা নিষ্ক্রিয় করে দিয়েছে। সত্যের জয় হল।’
দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। আপাতত সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জানিয়েছেন, এখনই চাকরি বাতিল করা হচ্ছে না। যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয়, তা হলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। তবে এই নির্দেশ চূড়ান্ত নয়। এই স্থগিতাদেশ অন্তর্বর্তীকালীন। ১৬ জুলাই এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। তবে সুপ্রিম কোর্টের এই নির্দেশকে ‘সত্যের জয়’ বলে ব্যাখ্যা করতে চাইছে তৃণমূল। যদিও বিরোধী বিজেপি জানিয়েছে, এসএসসি স্বীকার করেছে ৮,৩২৪ জনের অবৈধ নিয়োগ হয়েছে। তা নিয়েই বিস্তারিত রিপোর্ট চায় সুপ্রিম কোর্ট। তাই সাময়িক স্থগিতাদেশ হয়েছে। এতে চাকরি চোরদের আনন্দের কিছু নেই।