পতিরাম: ফেসবুকের (Facebook) মাধ্যমে কয়েকদিনের পরিচয়। এরপর বিভিন্ন প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে অপহরণের (Kidnapping)) অভিযোগ ওঠে বিহারের (Bihar) এক যুবকের বিরুদ্ধে। অভিযান চালিয়ে অবশেষে তেলেঙ্গানা (Telengana) থেকে ওই কলেজ ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল পতিরাম থানার পুলিশ (Patiram police)। উদ্ধার হওয়া কলেজ ছাত্রী এবং ধৃত যুবককে নিয়ে পুলিশের বিশেষ টিম মঙ্গলবার তেলেঙ্গানা থেকে পতিরাম থানায় এসে পৌঁছায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পতিরাম থানার অধীন একটি প্রত্যন্ত গ্রামের ওই ছাত্রী কলেজের প্রথম বর্ষে পাঠরতা। তাঁর সঙ্গে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয় বিহারের ওই যুবক মোবারকের। অল্প কয়েকদিনের পরিচয়ে যুবক ওই ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেয় বলে অভিযোগ। এরপর সপ্তাহ দুয়েক আগে যুবক পতিরামে এসে ওই ছাত্রীকে অপহরণ করে তেলেঙ্গানায় (Telengana) নিয়ে যায় বলে অভিযোগ। ছাত্রীর বাবা পতিরাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ অভিযানে নেমে মোবাইল লোকেশন ট্র্যাক করে অভিযুক্ত যুবক ও কলেজ ছাত্রীর খোঁজ পায়। সেখানে স্থানীয় পুলিশের সহযোগিতায় অপহৃত কলেজ ছাত্রীকে (College girl abducted) উদ্ধার করা হয়। পাশাপাশি অভিযুক্ত যুবককে গ্রেপ্তার (Arrest) করে পুলিশ।
পতিরাম থানার ওসি সৎকার স্যাংবো জানান, কলেজ ছাত্রীকে অপহরণের ঘটনায় বিহারের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ওই ছাত্রীকে উদ্ধার করে পতিরাম থানায় নিয়ে আসা হয়েছে। ধৃতকে বালুরঘাট আদালতে পেশ করা হয়েছে।