উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) নকল করতে পারদর্শী তিনি। তাঁকে নকল করেই জনপ্রিয়তা অর্জন করেছেন। এবার লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) মোদির বিরুদ্ধেই বারাণসী (Varanasi) থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন শ্যাম রঙ্গিলা (Shyam Rangeela)। পেশায় তিনি একজন কমেডিয়ান (Comedian)। বুধবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে শ্যাম লেখেন, ‘বারাণসী থেকে লড়াই করার কথা ঘোষণার পর আপনাদের সকলের ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। শীঘ্রই বারাণসী পৌঁছে আমি মনোনয়ন ও নির্বাচন নিয়ে কথা বলব।’ এর আগেও শ্যাম লিখেছিলেন, ‘আমি বারাণসী কেন্দ্র থেকে লড়ব কারণ আজকাল কোনও নিশ্চয়তা নেই কে কখন মনোনয়ন প্রত্যাহার করে নেয়।’
সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘২০১৪ সালে আমি মোদির ভক্ত ছিলাম। তাঁকে সমর্থন জানিয়ে আমি একাধিক ভিডিও পোস্ট করেছিলাম। এমনকি রাহুল গান্ধি ও কেজরিওয়ালের বিরোধিতা করেও একাধিক ভিডিও পোস্ট করেছিলাম। ওই ভিডিও দেখে যে কেউ বলতে পারেন যে আগামী ৭০ বছর আমি শুধু বিজেপিকে ভোট দেব। কিন্তু বিগত ১০ বছরে পরিস্থিতির অনেক বদল হয়েছে…আমি নির্দল প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়ব।’ তিনি আরও জানিয়েছেন যে সুরাট, ইন্দোরের মতো ঘটনা ঘটবে না। তিনি এই সপ্তাহেই বারাণসী গিয়ে মনোনয়ন জমা দেবেন। তবে এটা অবশ্য প্রথমবার নয়, এর আগেও রাজনীতির ময়দানে নেমেছিলেন শ্যাম। ২০২২ সালে আম আদমি পার্টিতে (AAP) যোগ দেন তিনি। তবে সেই যাত্রা সুখকর হয়নি। তাই এবার নির্দল হিসেবে বারাণসীতে মোদীর বিরুদ্ধে লড়তে চান তিনি।