রাজ্য

কাজ ফেলে পালিয়েছে ঠিকাদার! তিন কোটির রাস্তায় পড়ে শুধু বালি-পাথর

নকশালবাড়িঃ ছয় বছর ধরে রাস্তার উপর পড়ে রয়েছে শুধু বালি ও পাথর। কথা ছিল পাকা করার। কিন্তু হয়নি। বরাদ্দ ছিল দুই কোটি ৯১ লক্ষ টাকা। সেই টাকা দিয়ে চার কিলোমিটার রাস্তায় শুধু বালি ও পাথর ফেলে রাখা হয়েছে। ভাঙা রাস্তায় হড়কাচ্ছে বাইক, সাইকেল। রাস্তার মাঝে তৈরি হয়েছে বিশাল গর্ত। বৃষ্টি হলেই জল জমে থাকছে সেই গর্তে। বর্ষার আগেই রাস্তা পাকা করার দাবি জানিয়েছেন বেলগাছি চা বাগানের বাসিন্দারা।

এলাকাটি নকশালবাড়ি ব্লকের আওতায় পড়লেও পরে জিটিএ’র অন্তর্ভুক্ত হয়। কিন্তু বেলগাছি চা বাগানের অধিকাংশ বাসিন্দা এখনও নকশালবাড়ি ব্লকের অন্তর্ভুক্ত। চার কিলোমিটার বেহাল রাস্তাটি ব্যবহার করেন নকশালবাড়ির বাসিন্দারাও। সালে জিটিএ মিরিক ইঞ্জিনিয়ারিং ডিভিশন বেলগাছি চা বাগান থেকে চেঙ্গা বস্তি পর্যন্ত চার কিলোমিটার রাস্তাটি মেরামত করে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, রাস্তা মেরামতের নামে শুধু রাস্তায় পাথর ও বালি ফেলে রাখা হয়েছে। রাস্তার কাজ সম্পূর্ণ না করেই এজেন্সি পালিয়ে যায়। কোটি টাকার রাস্তায় দুর্নীতি হয়েছে।

এলাকার স্থানীয় পঞ্চায়েত সদস্যা বারাইতি নাগাসিয়ার কথায়, ‘ছয় বছর আগে এই রাস্তা তৈরিতে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। যার ফলে রাস্তার কাজটি সম্পূর্ণ হয়নি। এর ফল ভুগতে হচ্ছে এখানকার মানুষকে। এবিষয়ে মিরিকের বিডিও শ্রেয়সী মাইতির বক্তব্য, জিটিএ রাস্তার কাজ শুরু করেছিল। কাজ কেন সম্পূর্ণ করতে পারেনি সেটা তারাই বলতে পারবে। জিটিএ মুখপাত্র এসপি শর্মা বলেন, ‘রাস্তাটি নিয়ে এখনও কোনও অভিযোগ আমার কাছে আসেনি। তবে সেখানে রাস্তার কাজ কেন সম্পূর্ণ হয়নি, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেব।’

জিটিএ থেকে বেলগাছি চা বাগানের লিচি লাইনে রাস্তার কাজের একটি বোর্ডও লাগানো রয়েছে। গত ছয় বছর ধরে রাস্তার এমন বেহাল দশা হয়ে থাকলেও কেউ রাস্তা পাকা করার বিষয়ে কর্ণপাত করেনি। চা বাগানেরবাসিন্দাদের পাশাপাশি নকশালবাড়ি, মিরিকের অধিকাংশ বাসিন্দাই ব্যবসার তাগিদে রাস্তাটি ব্যবহার করেন।

পর্যটনের ক্ষেত্রেও এই রাস্তাটির গুরুত্ব রয়েছে। এই রাস্তা ধরে পর্যটকদের একাংশ লোহাগড়, পুটুং, টিংলিং যান। নকশালবাড়ি থেকে প্রতি সপ্তাহে ব্যবসায়ীরা এই রাস্তা ধরেই মালপত্র নিয়ে যাতায়াত করেন। এদের সংখ্যা প্রায় দুশো। তাঁরাও রাস্তাটির বেহাল দশা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। সুকুমার সিংহ নামক নকশালবাড়ির এক সবজি বিক্রেতা বলেন, ‘এই রাস্তা ধরেই গাড়ি করে সবজি নিয়ে লোহাগড়ের হাটে যাই। রাস্তার যা পরিস্থিতি তাতে যে কোনও সময় বড় বিপদ ঘটে যেতে পারে।’ একই বক্তব্য চেঙ্গাবস্তির বাসিন্দা। কৃষ্ণা লোহারেরও। আরেক বাসিন্দা রোহিত নাগাসিয়া বলেন, ছয় বছর ধরে এমন অবস্থা। আমাদের দিকে দেখার কেউ নেই। নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ বলেন, রাস্তাটির জিটিএ এলাকায় পড়লেও নকশালবাড়ির অধিকাংশ বাসিন্দা এই রাস্তাটি ব্যবহার করেন। রাস্তাটি দ্রুত পাকা করতে সভাধিপতির মাধ্যমে জিটিএকে আবেদন জানানো হবে।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

HS Result 2024 | অভাবের সঙ্গে লড়ে উচ্চমাধ্যমিকে ৯৬ শতাংশ নম্বর, এসডিও হতে চায় দিনহাটার দীপঙ্কর

সিতাই: সংসারের অভাব কাটিয়ে উচ্চমাধ্যমিকে(HS Result 2024) ভালো ফল করল কৃষকের ছেলে দীপঙ্কর শর্মা। কলা…

33 mins ago

Sandeshkhali case | জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের বিরুদ্ধে মামলা করতে চায় তৃণমূল, কিন্তু কেন?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালিতে একের পর এক ভিডিও ভাইরাল হতেই কিছুটা হলেও বেসামাল গেরুয়া…

47 mins ago

Terrorist arrested | জম্মু-কাশ্মীরের বন্দিপোরায় যৌথ অভিযানে গ্রেপ্তার জঙ্গি

বন্দিপোরা: জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১ জঙ্গি। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে,…

54 mins ago

Allu Arjun | নির্বাচনের আগে আইনি জটিলতায় আল্লু অর্জুন, কী করলেন অভিনেতা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চতুর্থ দফা নির্বাচনের আগে আইনি জটিলতায় পড়লেন দক্ষিণি তারকা আল্লু অর্জুন(Allu…

1 hour ago

Arvind Kejriwal | ইন্ডিয়া জোট জিতলেই বিনামূল্যে বিদ্যুৎ-শিক্ষা-চিকিৎসা! জেলমুক্ত হতেই ১০ গ্যারান্টি কেজরিওয়ালের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) ২১ দিনের অন্তর্বর্তী জামিনের নির্দেশ…

1 hour ago

Mamata Banerjee | রাজ্যপালকে পদত্যাগ করাননি, মোদিকে কটাক্ষ করে সন্দেশখালি নিয়েও বিঁধলেন মমতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছে রাজভবনেরই…

2 hours ago

This website uses cookies.