Monday, May 13, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গকৃষিনালা দখল করে নির্মাণকাজের অভিযোগ, ক্ষোভ এলাকায়

কৃষিনালা দখল করে নির্মাণকাজের অভিযোগ, ক্ষোভ এলাকায়

নকশালবাড়ি: ফের নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা মুড়িবস্তিতে জাতীয় সড়কের পাশে কৃষিনালা দখল করে চলছে নির্মাণকাজ। এই সেচনালা দখলের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন বাসিন্দারা। ইতিমধ্যে নকশালবাড়ি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরকে বাসিন্দারা নির্মাণকাজ বন্ধের জন্য লিখিত অভিযোগ জানিয়েছেন। কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি ভূমি দপ্তর। কেন ওই নির্মাণ নিয়ে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই নিয়েও উঠেছে প্রশ্ন। যদিও নকশালবাড়ি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক বিপ্লব হালদার জানান, মুড়িবস্তির কাছে কৃষিনালা দখলের অভিযোগ জমা পড়েছে। অফিস খুললেই ব্যবস্থা নেওয়া হবে।

গতবছর জুন মাসে হাতিঘিসার মুড়িবস্তিতে রাস্তা দখল নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিবাদ দেখা দিয়েছিল। এই ঘটনায় মুড়িবস্তির প্রায় ৫০টি বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেইসময় বিজয়নগর চা বাগানের বাসিন্দারা ব্লক ও পুলিশ প্রশাসনের কাছে রাস্তা দখলমুক্ত করার দাবি তুলেছিলেন। কিন্তু রাস্তা দখলমুক্ত করা না হলেও ওই এলাকায় কৃষিনালা দখল শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দা মহম্মদ আশরাফ, সীতা লাকড়া, রঞ্জিত ওরাওঁদের অভিযোগ, হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের মুড়িবস্তির কাছে বিজয়নগর মোড়ে কৃষিনালা দখল করে সাত থেকে আটটি দোকানঘর নির্মাণের কাজ চলছে। যা নিয়ে এলাকায় ফের ক্ষোভ বাড়ছে। কৃষিনালা দখলমুক্ত করার জন্য প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকার এই কৃষিনালা দিয়ে হাতিঘিসার একাধিক সংসদে কৃষিকাজ হয়। বর্ষাকালে এই নালা দিয়ে জল কৃষিজমিতে পৌঁছায়। কিন্তু এশিয়ান হাইওয়ের পাশে অবস্থিত এই নালার উপর জমি মাফিয়াদের টার্গেট দীর্ঘদিন ধরে। গত কয়েক বছর ধরে এই নালার উপর একাধিক বাড়িঘর, দোকানপাট নির্মাণ করা হয়েছে। ওই নির্মাণগুলির জন্য এলাকার জলনিকাশি ব্যবস্থা ব্যাহত হয় বলে বহুবার অভিযোগ জানান বাসিন্দারা। কিন্তু প্রশাসন কোনওবারেই কোনও পদক্ষেপ করেনি।

যদিও নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আসরফ আনসারি জানান, কৃষিনালার এক পাশে এশিয়ান হাইওয়ে টু এবং অপর পাশে রয়েছে রেললাইনের জায়গা। মাঝখান দিয়ে চলে গেছে কৃষিনালা। এই কৃষিনালাতে ভুয়ো খতিয়ান বানিয়ে বাম আমলে জমি বিক্রি করা হয়েছে। এখন কৃষিনালা বন্ধ হয়ে গেলে এলাকায় আবার বিক্ষোভ শুরু হতে পারে। তাই তাঁরা প্রশাসনকে বলেছেন দ্রুত ব্যবস্থা নিতে।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Firecracker Explosion | শিবকাশিতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত বেড়ে ৮

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তামিলনাড়ুর শিবকাশিতে আতশবাজি কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। শিবকাশি যা ভারতের আতশবাজি বানানোর মূলকেন্দ্র হিসাবে বিবেচিত হয়...

CV Ananda Bose | শ্লীলতাহানি কাণ্ডে রাজভবনের ৪ কর্মীকে তলব পুলিশের, তদন্ত নাপসন্দ, মুখ্যসচিবকে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজভবনের অন্দরে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনে কর্মরত এক অস্থায়ী মহিলা কর্মী। এই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যে বিভিন্ন...

Rekha Patra | ‘রোহিঙ্গারা হামলা করছে…’, রেখা পাত্রর মুখে সন্দেশখালি নিয়ে বিস্ফোরক দাবি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালির অশান্তি নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। রেখার অভিযোগ, ‘রোহিঙ্গারা সন্দেশখালিতে গিয়ে হামলা করছে। একজনের...

Acid Attack | স্ত্রী’কে অ্যাসিড ছুড়লেন স্বামী, লক্ষ্যভ্রষ্ট হয়ে জখম ছেলে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্ত্রী-র সঙ্গে বিবাদের জেরে অ্যাসিড ছুড়েছিলেন স্বামী। কিন্তু স্ত্রী বেঁচে গেলেও সেই অ্যাসিডে পুড়ে গিয়ে গুরুতর জখম হল ছেলে। ঘটনাটি...

IPL-2024 | ৫ উইকেটে রাজস্থানকে হারিয়ে প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখল চেন্নাই  

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৫ উইকেটে রাজস্থানকে হারিয়ে আইপিএলের প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখল চেন্নাই। এদিন প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস ৫ উইকেট...

Most Popular