উত্তরবঙ্গ

নাগরিক পরিষেবার জন্য ট্রাক থেকে টাকা তোলার অভিযোগ, কাঠগড়ায় সমিতি

চ্যাংরাবান্ধা: কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ট্রাক থেকে বছরের পর বছর ধরে টাকা তোলা হচ্ছে। নাগরিক পরিষেবা দেওয়ার নাম করে প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ১০০ টাকা করে এই তোলাবাজি হলেও পরিষেবার কোনও বালাই নেই। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে চ্যাংরাবান্ধা ট্রাক মালিক সমিতির বিরুদ্ধে। অন্যদিকে এই অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে সমিতি।

চ্যাংরাবান্ধা বাজারে ঢোকার যে রাস্তা, তা মেরামতির কাজ থমকে আছে। পাশাপাশি এখানকার একটা বড় সমস্যা ধুলো। এইসব নিয়ে আলোচনা করতে বুধবার রাতে দুর্গামণ্ডপ প্রাঙ্গণে একটি বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে ট্রাক মালিক সমিতির বিরুদ্ধে অভিযোগের বিষয়টি জোরালো হয়ে ওঠে।

সেখানে প্রকাশ্যে এনিয়ে সমিতির বিরুদ্ধে অভিযোগ এনে বাজার এলাকার বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য সুনির্মল গুহ বলেন, ‘এই সীমান্তে প্রতিদিন ট্রাক থেকে টাকা তোলা হচ্ছে। সমিতি এই টাকা তুলে কী করছে? এতে প্রতি বছর ৫০ লক্ষেরও বেশি টাকা উঠছে।’ তাঁর অভিযোগ, সমিতির তরফে পথবাতি, ধুলো নিয়ন্ত্রণ ইত্যাদি পরিষেবা দেওয়ার কথা বলা হলেও তা মিলছে না। সুনির্মলের অভিযোগকে সমর্থন জানিয়ে আরও কয়েকজনের বক্তব্য, ট্রাক থেকে ১০০ টাকা করে আদায় করা হচ্ছে। এনিয়ে তাঁরা আন্দোলন গড়ে তুলবেন।

অন্যদিকে ট্রাক মালিক সমিতির সম্পাদক আব্দুল সামাদের কথায়, ‘আমরা বাইরের কোনও ট্রাক থেকে টাকা নিই না। সংগঠনের সদস্যদের কাছ থেকে শুধু সদস্য ফি নেওয়া হয়। দুই-একজন সুবিধাবাদী মানুষ আমাদের নামে মিথ্যা অভিযোগ এনে বদনাম করার চেষ্টা করছেন।’

তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সহ সভাপতি লক্ষ্মীকান্ত সরকার বলেন, ‘ট্রাক থেকে টাকা তোলা হচ্ছে। প্রতিমাসে কয়েক লক্ষ টাকা আদায় হচ্ছে। কিন্তু সেই টাকার হিসেব কেউ জানতে পারছে না। এটা বন্ধ হওয়া দরকার।’

ট্রাক মালিক সমিতির সদস্য জাকির হোসেন হলেন, ‘কিছু মানুষ টাকা  তুলছেন। সেই টাকার বেশিরভাগটাই নিজেদের মধ্যে ভাগবাঁটোয়ারা করে নিচ্ছেন। অথচ আমরা শ্রমিকদের স্বার্থে কিছু করতে গেলেই নানাভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। ট্রাক থেকে টাকা তোলা বন্ধ করার দাবিতে আমরা দ্রুত আন্দোলন গড়ে তুলব।’

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

S Jaishankar | ‘সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ছাড়ুন’, চাবাহার নিয়ে আমেরিকার ‘নিষেধাজ্ঞা’র কড়া জবাব জয়শংকরের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে না দেখে সকলের সুবিধার কথা ভাবতে হবে। এবার নাম…

7 mins ago

Old Malda | হোটেলে মধুচক্রের আসরে গুলি! আহত পুরাতন মালদার তৃণমূল নেত্রীর স্বামী

পুরাতন মালদাঃ মাদক কারবার ছিলই, এবার পুরাতন মালদায় জাঁকিয়ে বসেছে মধুচক্রের আসর। এনিয়ে দীর্ঘদিন ধরে…

23 mins ago

Malda medical college & hospital | তিন বছর আগে ফুরিয়েছে মেয়াদ, লাইসেন্স ছাড়াই চলছে মালদা মেডিকেলের ব্লাড ব্যাংক

সৌরভ ঘোষ, মালদা: রক্তের সরকারি ভাণ্ডারেরই মেয়াদ উত্তীর্ণ। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের (Malda medical…

33 mins ago

Falakata | চোরের গ্যাংয়ে শামিল কলেজ ছাত্র

ফালাকাটা: জটেশ্বর লীলাবতী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র কুণাল রায়। তার বাড়ি হেদায়েতনগর এলাকায়। রবিবার রাতে…

45 mins ago

Chandu Champion | পরনে ল্যাঙট, গায়ে কাদা মেখে ছুটছে কার্তিক, প্রকাশ্যে ‘চন্দু চ্যাম্পিয়নের’ প্রথম পোস্টার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পরনে ল্যাঙট, পেশিবহুল দেহ, টপ টপ করে ঝরছে ঘাম, রুদ্ধশ্বাসে দৌড়চ্ছে…

53 mins ago

Mobile recharge packages prices hike | ভোট মিটলেই ২৫% বাড়তে পারে মোবাইল রিচার্জ প্যাকের দাম!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোট (Lok Sabha Election 2024) মিটলেই ২৫ শতাংশ বাড়ানো হতে…

53 mins ago

This website uses cookies.