Sunday, May 5, 2024
HomeBreaking Newsভোট শান্তিতে করতে সম্মিলিত প্রয়াস দরকার: রাজ্যপাল

ভোট শান্তিতে করতে সম্মিলিত প্রয়াস দরকার: রাজ্যপাল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোট শান্তিতে করতে সম্মিলিত প্রয়াস দরকার। কিছু জায়গায় অনভিপ্রেত ঘটনা ঘটেছে, তা দুর্ভাগ্যজনক। রাজ্যপাল হিসেবে যৌথ প্রয়াস নিশ্চিত করব। শুক্রবার তপ্ত ভাঙড়ে গিয়ে এমনটাই বললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপাল জানান, কয়েকটি এলাকায় দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। স্থানীয়দের সঙ্গে কথা হয়েছে। তথ্য সংগ্রহ করা হচ্ছে। সবটা খতিয়ে দেখা হবে। বম্বিংয়ের ঘটনা ঘটেছে। গণতন্ত্রের স্বার্থে শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে। সাংবিধানিক ভাবে হিংসাকে নির্মূল করতে হবে। হিংসা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।

এদিন সকাল ১০টা নাগাদ রাজভবন থেকে বেরিয়ে ভাঙড়ে পৌঁছে বিজয়গঞ্জ বাজার এলাকা ঘুরে দেখেন রাজ্যপাল। মনোনয়নকে কেন্দ্র করে এই এলাকায় ছড়িয়েছিল অশান্তি। এদিন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর বিডিও অফিসে যান। সরাসরি বিডিওর সঙ্গে কথা বলেন। স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় উঠে আসে সওকত মোল্লা প্রসঙ্গও। রাজ্যপাল নিজের আধিকারিকদের প্রশ্ন করেন, ‘সওকত মোল্লা কে?’ তাঁকে জানানো হয়, সওকত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙড়ের পর্যবেক্ষক। ভাঙড় কলেজে এদিন আইএসএফ কর্মীদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আইএসএফ কর্মীরা। রাজ্যপালকে অভিযোগ জানাতে কলেজের বাইরে জমায়েত হয়েছিলেন তাঁরা।

রাজ্যপালের ভাঙড় সফরকে ‘সাধুবাদ’ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, ‘রাজ্যপাল যে ভাবে ভাঙড়ে গেলেন, তাঁকে ধন্যবাদ জানাই। রাজ্যপালকে নিশ্চিত করতে হবে যে, বাংলায় নির্ভয়ে ভোটে অংশ নিতে পারবেন সকলে। ’ এদিকে গতকালের ঘটনার পর এদিন ভাঙড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড। উদ্ধার হয়েছে ব্যাগ ভর্তি বোমাও।

প্রসঙ্গত, পঞ্চায়েতের মনোনয়নকে ঘিরে কয়েকদিন ধরেই অগ্নিগর্ভ পরিস্থিতি ভাঙড়ে। চলছে বোমা, গুলি। বিরোধীদের মনোনয়ন দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। গতকাল এক আইএসএফ কর্মীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। থমথমে রয়েছে এলাকা। এদিন সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় পৌঁছেছেন রাজ্যপাল।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Bajrang Punia | প্যারিস অলিম্পিকের আগে বড় ধাক্কা! কুস্তিগির পুনিয়াকে আচমকা নির্বাসিত করল নাডা...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্যারিস অলিম্পিকের আগে বড় ধাক্কা! হরিয়ানার ফ্রিস্টাইল কুস্তিগির বজরং পুনিয়াকে নির্বাসিত করল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা। ঠিক কী...

একই গ্রামের দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

0
সামসী: ঘর ছেড়ে বাইরে কাজে গিয়ে মৃত্যু হল একই রতুয়া-২ ব্লকের চাতর গ্রামের ২ পরিযায়ী শ্রমিকের। মণিরুল হক নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে মুম্বইয়ে।...

Kickboxing | বাবা রাজমিস্ত্রী, কিকবক্সিংয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় সোনা জিতল দুই সন্তান

0
বেলাকোবা : বাবা পেশায় রাজমিস্ত্রী। সেই পরিবারেরই ছেলে ও মেয়ে দু’জনেই রাজ্য জুনিয়র কিকবক্সিং প্রতিযোগিতায় সোনার পদক জিতে আনল। গত ৪ ও ৫ মে...

Cough syrup smuggling | সাইকেলের যন্ত্রাংশের আড়ালে কাফসিরাপ পাচারের চেষ্টা! বানচাল করল পুলিশ ও...

0
শিলিগুড়ি: গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাফসিরাফ উদ্ধার করল পুলিশ। সঙ্গে ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তারও করে নিউ জলপাইগুড়ি থানার...

Siliguri | কখনও রাস্তায় শুয়ে পড়ছেন, কখনও হুমকি দিচ্ছেন! রিকশাওয়ালাকে সামলাতে নাজেহাল ট্রাফিক

0
শিলিগুড়ি: ভেনাস মোড়ে  রবিবারের সকালে কার্যত তাণ্ডব করতে দেখা গেল এক রিকশা চালককে। কখনও তাঁকে দেখা যায় ভেনাস মোড়ের এই মাথা থেকে সেই মাথায়...

Most Popular