উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গুরুতর সংকটের মুখে ‘ইন্ডিয়া’ জোট। তৃণমূলের পর কংগ্রেসকে দ্বিগুণ ধাক্কা দিল আম আদমি পার্টি (আপ)। আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) পঞ্জাবে এককভাবে লড়াইয়ের ঘোষণা করল ‘আপ’ (AAP)। বুধবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে ‘আপ পঞ্জাবের ১৩ টি আসনের সবকটিতেই জয়লাভ করবে।’ পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একক লড়াইয়ের সিদ্ধান্ত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ভগবন্ত সিং বলেন, ‘পঞ্জাবে আমরা এমন কিছু (কংগ্রেসের সাথে জোট) করব না। কংগ্রেসের সাথে আমাদের কিছুই নেই।’
সূত্রের খবর, আসন বন্টন নিয়ে তথাকথিত একগুঁয়ে মনোভাবই কংগ্রেসের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকৃতি জানানোর একটি অন্যতম কারণ। পশ্চিমবঙ্গে যে তৃণমূল একাই লড়বে এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানানোর পরেই এদিন সেই কথা ঘোষণা করল ‘আপ’। তৃণমুল (TMC) সুপ্রিমো এদিন বলেন, ‘আসন বন্টনের ব্যাপারে আমি কংগ্রেসকে যে প্রস্তাবই দিয়েছিলাম, সবই তাঁরা প্রত্যাখ্যান করছে। এরপর থেকেই আমি বাংলায় একা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছি।’
এবিষয়ে কর্ণাটকের বিজেপি নেতা বাসবরাজ বোম্মাই বলেছেন, ‘ইন্ডিয়া’ জোট ভেঙে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, নীতিশ কুমার, অখিলেশ কুমারের মতো নেতাদের ছাড়া, ’ইন্ডিয়া’ জোট কি? এটি কংগ্রেসের জন্য একটি বড় ধাক্কা।’