Wednesday, June 26, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গসেফটি গিয়ার ছাড়াই বহুতল নির্মাণের কাজ, ঝুঁকিতে শ্রমিকরা

সেফটি গিয়ার ছাড়াই বহুতল নির্মাণের কাজ, ঝুঁকিতে শ্রমিকরা

অনসূয়া চৌধুরী, জলপাইগুড়ি: নির্মাণকাজ করতে গিয়ে কখনও-কখনও দুর্ঘটনার কবলে পড়েন শ্রমিকরা। কারও অঙ্গহানি হয়। বেঘোরে প্রাণ হারান কেউ কেউ। তারপরেও পেটের দায়ে একপ্রকার জীবনের ঝুঁকি নিয়েই বহুতল নির্মাণের কাজে যোগ দেন তাঁরা। শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি তাই খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বেল্ট, টুপি, নেট যাবতীয় সুরক্ষা গিয়ার নিয়েই বহুতল নির্মাণের কাজ করার নিয়ম রয়েছে। কিন্তু রবিবার জলপাইগুড়ি জেলা পরিষদ দপ্তরের কাজে দেখা গেল উলটো ছবি। সেখানে বাঁশের ওপর দাঁড়িয়ে কোনওরকম সেফটি গিয়ার ছাড়াই কাজ করছেন শ্রমিকরা। শুধু জেলা পরিষদের কজেই নয়, সারা শহরে বহুতল নির্মাণের কাজে শ্রমিদের এভাবেই দেখা যাচ্ছে। কেন এ বিষয়ে কোনও হেলদোল নেই প্রশাসনের, প্রশ্ন তুলছেন শহরবাসী। কাজ করতে গিয়ে যদি কোনওরকম অঘটন ঘটে তাহলে তার দায়ভার নেবে কে? উত্তর নেই কারও কাছেই। যদিও এ বিষয়ে জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী বলেন, ‘আমাদের নজরে এলে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্মাণশ্রমিকদের নিরাপত্তা সবসময় দরকার।’

শ্রম দপ্তরের ডাইরেক্টরেট অফ ফ্যাক্টরিজ সূত্রে জানানো হয়েছে, ব্লিডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ১৯৯৬ অ্যাক্ট অনুসারে নির্মাণশ্রমিকদের সেফটি গিয়ার থাকা বাধ্যতামূলক। এছাড়াও তাঁদের বিওসিডব্লিউ রেজিস্ট্রেশন করতে হয়। কোথায় নির্মাণকাজ চলছে সেইমতো শ্রমিকদের পাশাপাশি কাজের দায়িত্বে থাকা ব্যক্তিদেরও সেফটি গিয়ার নিয়ে সচেতন করা হয়। এমনকি দপ্তরের তরফে সেখানে সরাসরি গিয়ে পর্যবেক্ষণও করা হয়। কিন্তু খোদ জেলা পরিষদ দপ্তরের কাজে এই অব্যবস্থা কেন তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। শহরের প্রবীণ নাগরিক সন্তোষ মুখোপাধ্যায়ের দাবি, ‘যাঁরা শ্রমিকদের দিয়ে কাজ করান তাঁদের বিষয়টি বোঝা উচিত। শুধু দিনের হাজিরা দিলেই হয় না। সেফটির বিষয়টি সবসময় মাথায় রাখা উচিত। মনে পড়ে না শহরে সেভাবে সেফটি গিয়ার  পরে কোনও  শ্রমিককে কাজ করতে দেখেছি কি না। দু’পয়সা রোজগারের জন্য জীবনটা হাতের মুঠোতে নিয়ে কাজ করছেন। সাধারণ মানুষ হিসেবে আমরা চাই শ্রমিকরা যেন ভালো থাকেন।’

জলপাইগুড়ি জেলা পরিষদের ওই কাজ নির্বাচনের আগে থেকে শুরু হয়েছে। এতদিনেও কি বিষয়টি কারও চোখে পড়ল না? নাকি শ্রমিকদের এভাবে কাজ করতে দেখতে সকলেই অভ্যস্ত হয়ে গিয়েছেন? এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায়কে ফোন করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমেই জানতে পারলাম। নিশ্চয়ই এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

NH-10 | প্রবল বর্ষণে লিকুভিরে ধস, ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

0
শিলিগুড়ি: ফের বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে লিকুভিরে ধস নেমেছে। যার ফলে শিলিগুড়ি থেকে কালিম্পং এবং...

Copa America 2024 | মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে চিলিকে হারাল আর্জেন্টিনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোপা আমেরিকায় চিলিকে ১-০ গোলে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার ৪-৪-২ ছকে দল সাজিয়েছিলেন আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি। অন্যদিকে, ৪-২-৩-১ ছকে দল...

Seikh Hasina | ‘জলচুক্তি নিয়ে মমতার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম’, ঢাকায় ফিরে বললেন হাসিনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দিল্লিতে মমতার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। উনি দিল্লিতে না থাকায় কথা হয়নি। গঙ্গা-তিস্তার জল বিতর্ক প্রসঙ্গে ঢাকায় ফিরে এই মন্তব্যই...

Lok Sabha | মল্লিকার্জুনের বাড়িতে বৈঠকে সুদীপ-কল্যাণ, স্পিকার পদে কংগ্রেসের সুরেশকেই সমর্থণ তৃণমূলের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সোমবার সকালে কেরলের সাংসদ কে জে সুরেশকে স্পিকার পদের জন্য প্রার্থী ঘোষণা করেছিল কংগ্রেস। জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে...

CFL 2024 | গোলের বন্যা কলকাতা ফুটবল লিগে! উয়াড়িকে ৬-০ তে উড়িয়ে দিল মহমেডান

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গোলের বন্যা বয়ে গেল কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে। উয়াড়ি অ্যাথলেটিক ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দিল সাদা-কালো ব্রিগেড। বড় ব্যবধানে জয়...

Most Popular