Monday, May 13, 2024
HomeBreaking Newsঅব্যাহত ব্যাটিং বিপর্যয়, নিয়মরক্ষার ম্যাচেও অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক হার ভারতের

অব্যাহত ব্যাটিং বিপর্যয়, নিয়মরক্ষার ম্যাচেও অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক হার ভারতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নিয়মরক্ষার তৃতীয় এক দিনের ম্যাচেও লজ্জাজনক হার ভারতের। ৩-০ ব্যবধানে অস্ট্রেলিয়ার মহিলা দলের কাছে হেরে গেল ভারতের মহিলা দল। এদিনও অব্যাহত রইল ভারতের ব্যাটিং বিপর্যয়। অজিদের কাছে ১৯০ রানে হেরে গেলেন হরমনপ্রীতরা। অজিদের করা রানের পাহাড়ে চড়তে গিয়ে ভারতের মহিলা দলের ইনিংস শেষ হয় ৩২.৪ ওভারে ১৪৮ রানে। যেখানে অস্ট্রেলিয়া করেছিল ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৮ রান।

পরপর দুটি ম্যাচ হেরে আগেই অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হাতছাড়া হয়েছে ভারতের মহিলা দলের। নিয়মরক্ষার তৃতীয় একদিনের ম্যাচ খেলতে মঙ্গলবার ওয়াংখেড়ের ২২ গজে নেমেছিল ভারত। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার ক্যাপটেন অ্যালিসা হিলি। প্রথম থেকেই ব্যাটে দাপট দেখাতে থাকেন অস্ট্রেলিয়ার ওপেনার ফোবে লিচফিল্ড। ওয়াংখেড়ের ২২ গজে ১৬টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ১২৫ বলে ১১৯ রানের ঝোড়ো ইনিংস খেললেন তিনি। অধিনায়ক অ্যালিসা হিলি করলেন ৮৫ বলে ৮২ রান। তাঁর ব্যাট থেকে এসেছে ৪টি চার এবং ৩টি ছক্কা। প্রথম উইকেটের জুটিতে তোলেন তাঁরা তোলেন ১৮৯ রান। অস্ট্রেলিয়ার অন্য ব্যাটারেরা বড় রানের ইনিংস না খেললেও হরমনপ্রীতদের বিরুদ্ধে রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ৩৩৮ রান। এদিনের ম্যাচে ভারতের সফলতম বোলার শ্রেয়াঙ্কা পটেল। তিনি ৫৭ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন। ৭০ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন আমনজ্যোৎ কৌর।

৩৩৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ধস নামে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ওপেনার তথা সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা। তিনি করেন ২৯ বলে ২৯ রান। ৫টি চার মারেন মন্ধানা। এ ছাড়া জেমাইমা রডরিগেজ ২৫, দীপ্তি অপরাজিত ২৫, রিচা ঘোষ ১৯, এবং বস্ত্রকার ১৪ রান করেছেন। ব্যর্থ অধিনায়ক হরমনপ্রীত (৩)। অস্ট্রেলিয়ার হয়ে ভাল বল করলেন জর্জিয়া ওয়্যারহ্যাম। তিনি ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন মেগান শাট, অ্যালানা কিং এবং অ্যানাবেল সাদারল্যান্ড।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

উত্তরাধিকারহীন উত্তরবঙ্গের জন্য যন্ত্রণা 

0
ছোটবেলায় একটা গর্ব ছিল সেটা মাঝে মাঝেই অনেককে বলতাম। জানিস তো সমরেশ মজুমদার আমাদের স্কুলে পড়তেন...। অনেকটা বড় হওয়ার পরেও সেটা প্রায় সুযোগ পেলেই...

বিভাজনের রাজনীতি ও আত্মধ্বংস

0
সুপর্ণ পাঠক এয়ারপোর্ট থেকে বেরিয়ে ডানদিকে ঘুরতেই শুরু কংক্রিটের কার্পেট। একদিকে হাইওয়ে আর তার পাশ ঘেঁষে হাইরাইজ। তার পর নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলতে থাকা...

Uttar Pradesh | গান্ধি ও ‘বাবা’র দ্বন্দ্বে বঞ্চিত রায়বরেলি

0
রূপায়ণ ভট্টাচার্য, রায়বরেলি:  ফিরোজ গান্ধির নামে কলেজটা একেবারে শহরের মাঝখানে। তার গায়ে ফিরোজ গান্ধি ক্যান্টিন। ওখান থেকে চার কিলোমিটার দূরে লখনউ যাওয়ার পথে ফিরোজ...

Caged leopard | চা শ্রমিকের ওপর হামলার খেসারত! খাঁচাবন্দি হয়ে জঙ্গলে গেল চিতাবাঘ  

0
বানারহাটঃ বনদপ্তরের পাতা ফাঁদে পা দিল চিতাবাঘ। গত শনিবার মোরাঘাট চা বাগানে পাতা তোলার সময় চিতাবাঘের হামলায় জখম হন বাগানের এক মহিলা শ্রমিক। এই...

Asansol vote | অভিষেককে ‘পাপ্পু’ বলে কটাক্ষ অগ্নিমিত্রা পালের, চারশো পেরোবে, আশাবাদী মেদিনীপুরের বিজেপিপ্রার্থী...

0
আসানসোলঃ সোমবার সকালে ভোট দিতে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘পাপ্পু’ বলে কটাক্ষ করলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল। এদিন...

Most Popular