Exclusive

Cooch Behar | পাচার আটকাতে সারে নিষেধাজ্ঞা, সমস্যায় কৃষকরা

দীপেন রায়, মেখলিগঞ্জ: পাচার আটকাতে চরের জমিতে রাসায়নিক সার (Fertilizer) নিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছে না বিএসএফ। আর এতেই সমস্যায় পড়েছেন এলাকার কৃষকরা। কোচবিহার (Cooch Behar) জেলার মেখলিগঞ্জ (Mekhliganj) ব্লকের কুচলিবাড়ির ফকতের চর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, তিস্তার ওই চরের প্রতিকূল সীমান্ত দিয়ে গোরু সহ বিভিন্ন জিনিসপত্রের পাশাপাশি রাসায়নিক সারও পাচার হচ্ছে। সেই কারণে ওই এলাকায় বিএসএফের কড়াকড়ি শুরু হয়েছে। কিছুদিন ধরে তারা সেখানে রাসায়নিক সার নিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছে না। এর ফলে সমস্যায় পড়েছেন সাধারণ কৃষকরা। তাঁদের অভিেযাগ, ঠিকঠাক সার না দেওয়ায় ফসলের ক্ষতি হচ্ছে। কয়েকজন পাচারকারীর জন্য সার একেবারে বন্ধ করে দেওয়ায় তাঁরা সমস্যায় পড়েছেন। যদিও বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের এক আধিকারিকের দাবি, ‘ভুট্টা চাষের নামে চািষরা প্রচুর ইউরিয়া সার নিয়ে যায়। প্রতিকূল সীমানার সুযোগ নিয়ে সেই সার অনেকে পাচার করে দেয় বাংলাদেশে। এদিকে ভুট্টা চাষের জন্য প্রয়োজন ডিআইবি সারের। সেই সার তারা বাংলাদেশ থেকে আনছে।’ তবে সার নিয়ে যাওয়া একেবারে বন্ধ করা হয়নি বলে দাবি করেছেন ওই আধিকারিক। তিনি বলেন, ‘জমির কাগজ অনুযায়ী বিঘা প্রতি এক প্যাকেট করে রাসায়নিক সার নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।’

এদিকে কৃষকরা জানান, চরের অধিকাংশ জমিরই কাগজপত্র নেই। খাসজমি যে যতটা দখল করতে পারে সে ততটা চাষাবাদ করে। স্থানীয় এক কৃষকের বক্তব্য, ‘সামান্য কয়েকজন পাচারকারী পাচারের জন্য চাষাবাদ করে। তাদের জন্য দরিদ্র কৃষকরা সমস্যায় পড়ছেন।’

ভারতে যেখানে ইউরিয়া সারের বস্তা ৪০০ টাকা সেখানে বাংলাদেশে ১৬০০ টাকা। আবার ডিআইবি সারের ক্ষেত্রে উলটো। বাংলাদেশের তুলনায় ভারতে এর বাজার চড়া। চািষরা জানান, চরের প্রায় দুই থেকে তিন হাজার বিঘা জমিতে ভুট্টা সহ বিভিন্ন ফসলের চাষ করা হয়। বর্তমানে ভুট্টাখেতে ভরে গিয়েছে সে চর। দূর থেকে দেখলে মনে হয় এক টুকরো সবুজ দ্বীপ। সময়মতো সার না দিলে ফসলের ঘাটতির পাশাপাশি বালুময় চরে ভুট্টা বাঁচানোই কঠিন হবে বলে দাবি রবিউল ইসলাম, রশিদুল ইসলাম, ফণীন্দ্র রায়, আবদুল গোফের মতো কৃষকদের।

এ নিয়ে স্থানীয় কৃষকরা কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হয়েছেন। প্রধান নিরলা ওরাওঁয়ের আশ্বাস, ‘আমরা বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের চেষ্টা করব।’

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Uttar pradesh | শিক্ষকের চড়ে শ্রবণশক্তি হারাল ছাত্র! দায়ের মামলা

বালিয়া (উত্তরপ্রদেশ): শিক্ষকের চড়ে আংশিক শ্রবণশক্তি হারাল ছাত্র। এমনই অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের উভাওন থানার পিপরাউলি…

4 mins ago

ISRO Chairman | ‘সফল চন্দ্রযান মিশনের পর গোটা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে’, মত ইসরো চেয়ারম্যানের

শিলিগুড়ি: ‘সফল চন্দ্রযান মিশনের পর গোটা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে।’ দিল্লি পাবলিক স্কুল ফুলবাড়িতে…

9 mins ago

Chhattisgarh | নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাইকের, নিহত ৩

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাইকের। ঘটনায় মৃত্যু হল ৩ তরুণের। শনিবার…

34 mins ago

Cooch Behar | সংস্কারের অভাবে ধুঁকছে কোচবিহারের জাদুঘর, উদাসীন প্রশাসন

গৌরহরি দাস, কোচবিহার: ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে ছিল শনিবার। এই বিশেষ দিনটি উপলক্ষ্যে কোচবিহারের ঐতিহ্যবাহী রাজবাড়ির…

36 mins ago

Smuggling | নেপালে পাচারের পরিকল্পনা! নজর এড়ায়নি পুলিশের, উদ্ধার বিপুল সংখ্যক কাফ সিরাপ, নেশার ট্যাবলেট

কিশনগঞ্জঃ নেপালে পাচারের আগেই ইন্দো-নেপাল সীমান্তে উদ্ধার প্রচুর পরিমাণে কাফ সিরাপ ও নেশার সামগ্রী। রবিবার…

39 mins ago

Miyazaki Mango | ‘মিয়াজাকি’ আম ফলিয়ে তাক লাগালেন ফালাকাটার শিক্ষক

ভাস্কর শর্মা, ফালাকাটা: ‘মিয়াজাকি’ (Miyazaki Mango)। জাপানের এই আম (Japanese Mango) এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে…

50 mins ago

This website uses cookies.