Exclusive

Cooch Behar | স্কুলছুট ঠেকাতে তিন দশক ধরে সচেষ্ট মিনু

বিশ্বজিৎ সাহা, মাথাভাঙ্গা: অর্থাভাবে নিজে বেশিদূর পড়াশোনা করতে পারেননি। তবে পচাগর গ্রাম পঞ্চায়েতের ছাট খাটেরবাড়ি এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির শিশুরা যাতে স্কুলছুট না হয় এবং পড়াশোনা চালিয়ে যেতে পারে সেজন্য গত তিন দশক ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মিনু বেগম (৫৭)। কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙ্গা (Mathabhanga) শহরের ১ নম্বর ওয়ার্ডের একটি প্রাথমিক স্কুলের মিড-ডে মিলের রান্নার সেলফ হেল্প গ্রুপের সদস্যা মিনুর কাজই হল শহর লাগোয়া ছাট খাটেরবাড়ি এলাকায় ঘুরে ঘুরে স্কুলছুট শিশুদের স্কুলে পাঠানো, তাদের রেশন কার্ড, জন্মশংসাপত্র সহ সমস্ত কাগজপত্র বের করার ক্ষেত্রে বিনা পারিশ্রমিকে কাজ করা। পাশাপাশি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এলাকার শিশুদের প্রতিদিন সকাল-সন্ধ্যা পড়ান মিনু।

প্রতিদিন সকাল-সন্ধ্যা এলাকার খুদে পড়ুয়াদের পড়িয়ে যাচ্ছেন মিনু। পড়ানোর উপযুক্ত পরিকাঠামো না থাকায় একেকদিন একেক বাড়ির উঠোনে কিংবা বারান্দায় চলে তাঁর ক্লাস। মিনুর স্বামী মারা গিয়েছেন। ছেলে বিয়ে করে আলাদা সংসার করছেন। দরিদ্র মৎস্যজীবী অধ্যুষিত ছাট খাটেরবাড়ি গ্রামের ছোট ছোট পড়ুয়াদের নিয়েই যেন মিনুর সংসার। তাঁর কথায়, ‘বিয়ের আগে জোরপাটকি হাইস্কুলে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি। ইচ্ছে ছিল আরও লেখাপড়া করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার। তবে অর্থাভাবে তা সম্ভব হয়নি। ছাট খাটেরবাড়ি মৎস্যজীবী এলাকার শিশুরা যাতে স্কুলছুট না হয় এবং পড়াশোনা চালিয়ে যেতে পারে সেজন্য এলাকার কয়েকজন আমায় বলার পর থেকেই তাদের নিয়ে ভাবতে শুরু করি। তারপর দেখতে দেখতে তিন দশক হয়ে গেল, ওদের নিয়েই আছি।’

প্রাথমিক স্তরের শিশুদের পড়ানোর পাশাপাশি তারা যাতে স্কুলছুট না হয় সেজন্য অভিভাবকদের বোঝানোর চেষ্টা করেন মিনু। হাইস্কুলগুলি এলাকা থেকে দূরবর্তী হওয়ায় এবং অভিভাবকরা সচেতন না হওয়ায় তাদের স্কুলে ভর্তির ফর্ম সংগ্রহ, ফর্ম ফিলাপ এবং স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করার কাজও তিনি করে আসছেন। পিছিয়ে পড়া এলাকার শিশুরা স্কুলমুখী হচ্ছে এটা ভেবে মানসিক শান্তি পান মিনু।

খুদে পড়ুয়া রাজকান্ত দাস, দিয়া চক্রবর্তী, লক্ষ্মী দাস, সন্ধ্যাবালা দাস, নন্দিনী দাস, রিংকি দাসদের মতো ছাট খাটেরবাড়ির জনা পঁচিশেক প্রাথমিক স্কুলের পড়ুয়াকে পড়াশোনার জন্য নিয়মিত হাজিরা দিতে হয় মিনু দিদিমণির কাছে। স্থানীয় বাসিন্দা তারামোহন দাস, রুইদাস দাসরা জানিয়েছেন, মিনু বেগমের চেষ্টায় এলাকার শিশুরা একদিকে যেমন স্কুলমুখী হচ্ছে, তেমনি পড়াশোনায় তাদের উৎসাহ এসেছে। পচাগড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কল্যাণী রায় বলেন, ‘মিনু বেগমের কথা শুনেছি। প্রত্যন্ত এলাকায় শিশুরা যাতে স্কুলছুট না হয় সেজন্য তাঁর উদ্যোগ প্রশংসনীয়।’

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

ভোটকর্মী রাজকুমার রায়ের মৃত্যুবার্ষিকী পালন, নেওয়া হল গণতান্ত্রিক অধিকার রক্ষার শপথ

রায়গঞ্জ: ২০১৮ সালের ১৫ মে পঞ্চায়েত ভোটের দিন শিক্ষক তথা ভোটকর্মী রাজকুমার রায়ের রক্তাক্ত দেহের…

12 mins ago

Cyber Crime | নেই প্রযুক্তি সম্পর্কে পর্যাপ্ত ধারণা, সাইবার প্রতারকদের ধরতে নাজেহাল পুলিশ

রায়গঞ্জ: সাইবার অপরাধ (Cyber crime) পুরোটাই প্রযুক্তি নির্ভর। অথচ এই প্রযুক্তি সম্পর্কে উত্তর দিনাজপুর (Uttar…

15 mins ago

Robbery | বাইকের ডিকি ভেঙে ৭ লক্ষ টাকা নিয়ে চম্পট দুই দুষ্কৃতীর, ধরা পড়ল সিসিটিভিতে

ডালখোলা: দিনদুপুরে বাইকের ডিকি ভেঙে ৭ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। বুধবার দুপুর…

44 mins ago

Travel | পথে পথেই ৭৫ দিন, ভিন্নধারার ভ্রমণে নজর কাড়লেন কলকাতার দম্পতি

শিলিগুড়ি: কথায় বলে বাঙালির নাকি পায়ের তলায় সর্ষে। তবে পায়ের তলায় সর্ষে না হলেও সঙ্গে…

44 mins ago

Bride torture | কন্যা সন্তান জন্ম দেওয়াই অপরাধ! স্ত্রীকে মেরে বাড়ি থেকে তাড়ালেন স্বামী

রায়গঞ্জঃ অপরাধ, কন্যা সন্তানের জন্ম দেওয়া। তাই সব সময়ই রাগ সপ্তমে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের।…

49 mins ago

Balurghat | তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের শাস্তি! স্ত্রীর চিকিৎসার জন্য মিলছে না শংসাপত্র

বালুরঘাট: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন, এটাই ছিল অপরাধ। তাই ব্রেন টিউমারে আক্রান্ত স্ত্রীর চিকিৎসার…

53 mins ago

This website uses cookies.