Exclusive

Cooch Behar Panchayat Office | শূন্যপদে নিয়োগ বন্ধ, কর্মীসংকটে ভুগছে পঞ্চায়েত দপ্তর

কোচবিহার: রাজ্য সরকারের বিভিন্ন প্রশাসনিক পদে স্থায়ী কর্মী নিয়োগ বন্ধ রয়েছে। সেই তালিকায় রয়েছে কোচবিহার জেলার গ্রাম পঞ্চায়েতগুলি (Cooch Behar Panchayat Office)। এখানেও নিয়োগ বন্ধ থাকায় ঘাটতি হচ্ছে পরিষেবায়। গ্রাম পঞ্চায়েতের তিনটি স্তরেই দেখা দিয়েছে কর্মীসংকট। পরিস্থিতি এমনই যে কোথাও একজন কর্মীকে দুই থেকে তিনটি গ্রাম পঞ্চায়েতে কাজের জন্য যেতে হচ্ছে। কোথাও আবার শনি ও রবিবার এমনকি ছুটির দিনেও কাজ করতে হচ্ছে। বেশ কয়েকটি জায়গায় গভীর রাত পর্যন্ত কাজ করতে বাধ্য হচ্ছেন কর্মীরা। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতিগুলির একটি যৌথ কমিটি রয়েছে। তার কোচবিহার জেলা সম্পাদক উৎপল চক্রবর্তীর দাবি, অবিলম্বে শূন্যপদে কর্মী নিয়োগ করতে হবে। অন্যদিকে, অতিরিক্ত জেলা শাসক সৌমেন দত্তের আশ্বাস, ‘কর্মীসংকটের বিষয়টি রিপোর্ট আকারে রাজ্যে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।’

সবমিলিয়ে কোচবিহার (Cooch Behar) জেলার ১২৮টি গ্রাম পঞ্চায়েত, ১২টি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ মিলে স্থায়ী কর্মী থাকার কথা ১ হাজার ২০৮ জন। কিন্তু ৮৬৮ জনকে দিয়েই চলছে কাজ। ৩৪০টি শূন্যপদ পূরণ করার ব্যাপারে কোনও উদ্যোগ নেই সরকারের। উৎপল বলেন, ‘গত তিন-চার বছর ধরে কোনও স্থায়ী কর্মী নিয়োগ করা হয়নি। একজনকেই একাধিক গ্রামে ঘুরে কাজ করতে হচ্ছে। ফলে ব্যাপক চাপ পড়ছে। তার প্রভাব পড়ছে পরিবারে।’ তাঁরা কোনও কথাই শুনছেন না বলে অভিযোগ করেন তিনি।

কোচবিহার জেলায় ১২৮টি গ্রাম পঞ্চায়েতে ৩৮৪ জন কর্মী থাকার কথা। তারমধ্যে রয়েছেন ২৭৩ জন। এখানে শূন্যপদ ১১১টি। গ্রাম পঞ্চায়েতে সহায়ক থাকার কথা ২৫৬ জন, রয়েছেন ১৮২ জন। শূন্যপদ ৭৪টি। সচিব থাকার কথা ১২৮ জন, রয়েছেন ৮২ জন। শূন্যপদ ৪৬টি। নির্মাণসহায়ক ১২৮ জনের মধ্যে ১১৪ জন রয়েছেন। শূন্যপদ ১৪টি। নির্বাহীসহায়ক ১২৮ জনের মধ্যে ৮৫ জন রয়েছেন। এখানে শূন্যপদের সংখ্যা ৪৩।

জেলার ১২টি পঞ্চায়েত সমিতিতে (Panchayat samiti) সবমিলিয়ে ১০৮ জন কর্মী থাকার কথা। রয়েছেন ৯০ জন। ১৮টি পদ খালি। সবচেয়ে খারাপ পরিস্থিতি জেলা পরিষদে। কারণ পঞ্চায়েত ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা পরিষদ। জেলার গ্রামীণ এলাকার সিংহভাগ কাজের সূচনা হয় এখান থেকেই। এখানে ৭৬ জন স্থায়ী কর্মীর মধ্যে রয়েছেন ৪২ জন। শূন্যপদ ৩৪টি। গত কয়েক বছরে এখানে অনেকেই অবসর নিয়েছেন। কিন্তু পূরণ হয়নি পদ। আর এই নিয়েই কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি উত্তমকুমার রায় জানান, রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী খুব শীঘ্রই কর্মী নিয়োগ হবে।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

হাতির হামলায় ভাঙল দোকান ঘর,ক্ষতি ফসলের সুভাষ বর্মন,ফালাকাটা,১৯ মে:হাতির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হল ফালাকাটার বালুরঘাট,বংশীধরপুর,রাইচেঙ্গা…

8 mins ago

Balurghat | শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে নীলগাই! তল্লাশি বন দপ্তরের

বালুরঘাট: বর্তমানে নীলগাই বিপন্ন প্রজাতিতে পরিণত হয়েছে। অনেকে এই নীলগাই দেখে বাছুর ও হরিণের মিশ্রণ…

10 mins ago

নতুন মডেল

  দেবাশিস দাশগুপ্ত গত ৭ মে নিজের মুর্শিদাবাদ কেন্দ্রে বিভিন্ন বুথে ঘুরে ঘুরে ভূত তাড়িয়েছেন।…

1 hour ago

‘স্পটার’ প্রণবের নির্বাচিতের অগ্নিপরীক্ষা

  সুমন ভট্টাচার্য সুকান্ত মজুমদার যদি রাজ্য বিজেপির সভাপতি হন, তাহলে শুভেন্দু অধিকারী বিধানসভায় বিরোধী…

1 hour ago

সবার দায় আর নেওয়া নয়

  দেবদূত ঘোষঠাকুর  দলের নীচুতলার উপরে তাঁর একচ্ছত্র আধিপত্য বা নিয়ন্ত্রণ যে অনেকটাই চলে গিয়েছে,…

1 hour ago

Terror Attack | ফের রক্তাক্ত ভূস্বর্গ! জোড়া জঙ্গি হামলায় মৃত ১, আহত পর্যটক দম্পতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের মুখেই ফের রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার কাশ্মীরে (Kashmir) জোড়া হামলা চালায়…

1 hour ago

This website uses cookies.