Friday, May 17, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গকোচবিহার মজেছে বিহারের তালের শাঁসে

কোচবিহার মজেছে বিহারের তালের শাঁসে

কোচবিহার: বিহার থেকে লরিতে চেপে কোচবিহারে ঢুকছে কচি তাল। বেশকিছুদিন ধরেই কোচবিহার শহরের নানা জায়গায় ফুটপাথে বসে সেই তালের শাঁস বিক্রি করছেন কয়েকজন বিক্রেতা। এখানে আগে খুব একটা তালশাঁস পাওয়া যেত না। তবে ডাওয়াগুড়ির কয়েকজন বাসিন্দার সৌজন্যে এখন তা মিলছে। পাইকারের মাধ্যমে তাঁরা বিহার থেকে তাল কিনে নিয়ে আসছেন। কাটারি দিয়ে সেগুলি দক্ষ হাতে কেটে বিক্রি করছেন তাঁরা। কোচবিহারের সিলভার জুবিলি রোড সহ কয়েকটি জায়গায় এরকম দোকান রয়েছে।

গরমের মরশুমে মাস দুয়েক তালের শাঁস পাওয়া যায়। কোচবিহার ও সংলগ্ন এলাকায় তাল চাষ সেভাবে না হলেও দক্ষিণবঙ্গের নানা জেলা ও বিহারে বাণিজ্যিকভাবে প্রচুর তালের চাষ হয়। সেখান থেকেই লরিতে চেপে কোচবিহারে তাল নিয়ে আসা হচ্ছে। দাঁ দিয়ে কচি তাল কেটে ভিতর থেকে সাদা অংশটি বের করা হয়। গরমে সেই শাঁস স্বাস্থ্যের পক্ষে উপকারী বলেই বিক্রেতাদের দাবি।

কয়েকবছর আগে পর্যন্ত কোচবিহারে তালের শাঁস সেভাবে জনপ্রিয়তা পায়নি। ডাওয়াগুড়ির কয়েকজন বাসিন্দা, যাঁদের কেউ টোটোচালক আবার কেউ গাছ কাটার পেশায় যুক্ত, তাঁরা উদ্যোগ নিয়ে এই সময় তাল নিয়ে আসেন। বিক্রেতারা জানান, প্রতি পিস তাল ৩০ টাকায় বিক্রি হচ্ছে। সেই তালে ৩-৪টি করে শাঁস থাকে। আবার খোলা শাঁস খেতে চাইলে একটি শাঁস ১০ টাকায় মিলছে। যাঁরা দোকানে শাঁস কিনে খাচ্ছেন তাঁরা খোলা শাঁসই কিনছেন। আবার যাঁরা বাড়িতে কিনে নিয়ে যাচ্ছেন তাঁরা গোটা তাল কিনে সেটি কেটে নিয়ে যাচ্ছেন। বিক্রেতা সফিকুল মিয়াঁ জানান, গরমের সময় মাস দুয়েক তালের শাঁস বিক্রি হয়। প্রতিদিন ৩০০-৪০০টি তাল বিক্রি হচ্ছে।

পুষ্টিবিদদের কথায়, কচি তালের শাঁস রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে। এতে পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, সালফার, ম্যাঙ্গানিজ, কপার ও ম্যাগনেসিয়ামের মতো বেশকিছু উপাদান রয়েছে, যা চোখের জন্য অত্যন্ত উপকারী। এছাড়াও চোখের অ্যালার্জি কমায়। গরমে শরীর ঠান্ডা রাখতেও তালের শাঁস কাজে দেয়।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Sex Worker | ঘরের বৌকে যৌনকর্মী হতে চাপ! কাঠগড়ায় স্বামী-শাশুড়ি

0
শিলিগুড়ি: সন্তান জন্মের পর থেকেই বাড়ির বৌকে যৌন ব্যবসায় নামানোর জন্য চাপ দিচ্ছেন খোদ স্বামী ও শাশুড়ি। আর এই অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে...

Siliguri | গৃহবধূকে দুই মেয়ে সহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে

0
শিলিগুড়ি: স্বামীর মৃত্যুর পর থেকেই গৃহবধূকে অত্যাচারের অভিযোগ শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। দুই কন্যা সন্তান সহ তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল...

Manikchak | তৃণমূল অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ, কাঠগড়ায় কংগ্রেস

0
মানিকচক: তৃণমূল (TMC) অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল কংগ্রেসের (Congress) বিরুদ্ধে। মালদার মানিকচকের (Manikchak) গোপালপুরের ঘটনা। জানা গিয়েছে, দলীয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন...

Mamata Banerjee | সিপিএমের সঙ্গে নন্দীগ্রামে গণহত্যা ঘটিয়েছিলেন শুভেন্দু-শিশির! নাম না করেই বিস্ফোরক ইঙ্গিত...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নন্দীগ্রাম গণহত্যা নিয়ে ফের বিস্ফোরক মমতা। এবার নাম না করে নন্দীগ্রাম গণহত্যার দায় চাপালেন অধিকারী পরিবারের উপরে। বৃহস্পতিবার পূর্ব...

Malda news | নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন কারাদণ্ড

0
মালদা: নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। এছাড়া এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের...

Most Popular