Monday, June 17, 2024
HomeExclusiveCoochbehar | ফ্যাসাড আলোয় সাজ বাণেশ্বর মন্দিরের, ধর্মশালা সংস্কারের পরিকল্পনা

Coochbehar | ফ্যাসাড আলোয় সাজ বাণেশ্বর মন্দিরের, ধর্মশালা সংস্কারের পরিকল্পনা

গৌরহরি দাস, কোচবিহার: বাণেশ্বরে পর্যটন ব্যবস্থার প্রসারে নতুনভাবে সাজিয়ে তোলা হবে দেবত্র ট্রাস্ট বোর্ডের অধীনে থাকা কোচবিহারের (Coochbehar) ঐতিহ্যবাহী বাণেশ্বরের শিব মন্দিরকে (Baneshwar Temple)। তবে শুধু মন্দিরকে অত্যাধুনিক আলোকমালায় সাজিয়ে তোলা নয়, পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে মন্দির চত্বরে থাকা গেস্টহাউস এবং ধর্মশালাটিকে সংস্কারের পরিকল্পনাও নেওয়া হয়েছে। দেবত্র ট্রাস্ট বোর্ড সূত্রে খবর, খুব তাড়াতাড়ি এই কাজ শুরু হবে।

কী কী পরিকল্পনা নেওয়া হয়েছে? দেবত্র ট্রাস্ট বোর্ডের (Debuttor Trust Board) অন্যতম সদস্য তথা কোচবিহারের সদর মহকুমা শাসক কুণাল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাণেশ্বরের শিব মন্দিরকে ফ্যাসাড লাইটে সাজিয়ে তোলা হবে। মন্দির চত্বরে গেস্টহাউস রয়েছে। সেখানে সামনের দিকে থাকা ডর্মিটরিগুলিকে পেছনের দিকে নিয়ে যাওয়া হবে। গেস্টহাউসটিকে সংস্কার করে অত্যাধুনিক করে তোলা হবে।’

কোচবিহার-২ ব্লকের বাণেশ্বরে রয়েছে জেলার অন্যতম ঐতিহ্যবাহী শিব মন্দির। এই মন্দির চত্বরে থাকা শিবদিঘির বাসিন্দা মোহনের টানে দূরদূরান্ত থেকে পর্যটকরা বাণেশ্বরে ভিড় জমান। ফলে বাণেশ্বর জায়গাটি কোচবিহারের অন্যতম পর্যটনকেন্দ্র হয়ে উঠেছে। দিনের বেলা মন্দির এবং মন্দির চত্বর ভালোভাবে ঘুরে দেখা গেলেও পর্যাপ্ত আলোর অভাবে রাতের বেলায় মন্দিরে ঘুরতে সমস্যা হত। এ নিয়ে পর্যটকরা অনেকদিন ধরে অভিযোগ জানাচ্ছিলেন। সেই সমস্যা মেটাতেই শিব মন্দিরটি ফ্যাসাড আলোয় মুড়ে ফেলার পরিকল্পনা নিয়েছে দেবত্র ট্রাস্ট বোর্ড।

সেইসঙ্গে বাণেশ্বরে পর্যটকদের থাকার মতো তেমন কোনও ভালো গেস্টহাউস কিংবা লজও সেরকম নেই। সেজন্য পর্যটকদের থাকার ইচ্ছা থাকলেও জায়গার অভাবে অনেকেই সেখানে থাকতে পারতেন না। মন্দির চত্বরের গেস্টহাউস এবং ধর্মশালাটিকে সংস্কার করে অত্যাধুনিক করে তোলার দাবি অনেকদিনের। সেই দাবি মেনে গেস্টহাউসের ঘরগুলোর আয়তন বাড়ানো হবে। সেইসঙ্গে নতুন কিছু আসবাবপত্র যোগ করে ঘরগুলোর ভোল বদলে দেওয়া হবে।

দেবত্র ট্রাস্ট বোর্ডের এই সিদ্ধান্তে খুশি কোচবিহারের আমজনতা। তাঁদের মধ্যে একজন দীপ কার্জি বলেন, ‘বাণেশ্বরের অর্থনীতির একটা বড় অংশ পর্যটন ব্যবস্থার ওপর দাঁড়িয়ে রয়েছে। আর এই পর্যটন ব্যবস্থা মূলত বাণেশ্বরের শিবমন্দির এবং মোহনকে ঘিরে গড়ে উঠেছে। বাণেশ্বরের শিব মন্দিরকে ফ্যাসাড আলোয় সাজানো এবং গেস্টহাউসটির সংস্কার করা হলে এলাকার পর্যটন ব্যবস্থার যথেষ্ট প্রসার ঘটবে বলে মনে করি।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Rahul-Priyanka | ওয়েনাড ছাড়তে চলেছেন রাহুল, লড়বেন প্রিয়াংকা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেরলের ওয়েনাড আসন ছাড়তে চলেছেন রাহুল গান্ধি। বরং গান্ধি পরিবারে পুরোনো গড় বলে পরিচিত রায়বরেলি আসনটিই রাখতে চাইছেন তিনি। রাহুল...

Raiganj | দিদির বিয়ে দেখা হল না ভাইয়ের, নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু...

0
রায়গঞ্জ: দিদির বিয়ে আর দেখা হল না ভাইয়ের, কুলিক নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল এক কিশোরের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের...

Raiganj BJP | বিজেপির জেলা সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে দলকে চিঠি বাসুদেবের

0
রায়গঞ্জ: রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা হতেই অব্যাহতি চেয়ে দলকে চিঠি দিলেন উত্তর দিনাজপুর বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে...

Arrested | ৩ নাবালিকা বোনকে একাধিকবার ধর্ষণ! পুলিশের জালে ৩ তরুণ

0
পালঘর (মহারাষ্ট্র): ৩ নাবালিকা বোনকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ। মহারাষ্ট্রের পালঘর জেলার ঘটনা। তিন অভিযুক্ত দত্ত ক্ষীরসাগর (৩৫), নিশাদ খান...

Kanchenjunga Express accident | ‘উনি রিল তৈরিতে ব্যস্ত’, রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে অশ্বিনী বৈষ্ণবকে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘উনি রিল তৈরিতে ব্যস্ত, যাত্রী নিরাপত্তা নিয়ে আলোচনা করার জন্য তাঁর কাছে সময় নেই’, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর এভাবেই রেলমন্ত্রী...

Most Popular