রাজ্য

Coochbehar | মোবাইল ফিল্ম প্রতিযোগিতায় কোচবিহারের শাওন রক্ষিতের তৈরি শর্ট ফিল্ম

দেবদর্শন চন্দ, কোচবিহার: দশম কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে ‘মোবাইল ফিল্ম প্রতিযোগিতা’-য় (Mobile Film Competition) মনোনীত হয়েছে কোচবিহার (Coochbehar) শহরের ঘোষপাড়ায় বাসিন্দা শাওন রক্ষিতের তৈরি শর্ট ফিল্ম (Short Film) ‘ভাঙা বড়শি’। শাওন কোচবিহারের জেনকিন্স স্কুলের দশম শ্রেণির ছাত্র। পড়াশোনার পাশাপাশি নাটক তার ভালোলাগার বিষয়। সে কারণে তাকে ছোটদের থিয়েটার স্কুলে ভর্তি করিয়ে দেন শাওনের বাবা-মা। গত তিন বছর ধরে সেখানে অভিনয় শিখছে সে। তার তৈরি শর্ট ফিল্মটি মনোনীত হওয়ায় দারুণ খুশি শাওনের পরিবারের সকলে। এ বিষয়ে কোচবিহারের ‘ছোটদের থিয়েটার স্কুল’-এর পক্ষে সোমনাথ ভট্টাচার্য জানান, ‘রবিবার খবরটি জানতে পেরেছি। এত ছোট বয়সে মোবাইলে ছবি তৈরি করে তা মনোনীত হওয়াটা অনেক বড় প্রাপ্তি।’

জানা গিয়েছে, আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব কমিটির পক্ষ থেকে ১৩-১৬ বছর বয়সি ছাত্রছাত্রীদের মোবাইলে শর্ট ফিল্ম তৈরি করে পাঠাতে বলা হয়েছিল। এর মধ্যে নয়টি মোবাইলে তৈরি স্বল্পদৈর্ঘ্যের ছবি দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে স্থান পেয়েছে শাওনের শর্ট ফিল্মটিও। নয়টি ছবির মধ্যে সেরা তিনটি শর্টফিল্মকে সম্মাননা দেওয়া হবে। শাওন জানায়, ‘গত ২৮ তারিখ কলকাতা থেকে ফোন করে বিষয়টি আমাকে জানানো হয়। আমাকে যেতে বলা হলেও কোচবিহারে আমাদের অনুষ্ঠান থাকায় যেতে পারিনি।’

পরীক্ষা শেষের পর ব্যস্ত শহর থেকে বেরিয়ে গ্রামীণ এলাকার রস আস্বাদন করতে যাওয়া এক বালককে নিয়েই তৈরি শাওনের শর্ট ফিল্মটি। গ্রামবাংলার চিরসবুজ দৃশ্য, মাঠ, কুল গাছ, আঁকাবাকা কাঁচা গলি, পুকুর, মেঠোপথের দৃশ্য সেখানে ফুটে উঠেছে। শহুরে এবং গ্রামীণ এলাকার দুই বন্ধুর কথোপকথন, ভাববিনিময়, খেলা, জলকেলি সেই ছবিতে ফুটে উঠেছে। শাওনের সঙ্গে কথা বলে জানা যায়, কোচবিহারের ছড়ার কুঠি এবং সোনারি এলাকায় তারা ছবির শুটিং করে। কোচবিহার রামভোলা উচ্চবিদ্যালয়ের ছাত্র কুন্তল রায়ও ছবিতে অভিনয় করেছে। শাওন জানায়, ‘ফিল্মটি তৈরি করতে সময় লেগেছে একদিন। স্ক্রিপ্ট এবং এডিটিং আমার নিজেরই করা। আমি আর কুন্তল মিলে সেখানে অভিনয় করেছি। এবারই প্রথম মোবাইলে শর্ট ফিল্ম তৈরি করে পাঠিয়েছিলাম। সেটা মনোনীত হয়েছে জেনে ভালো লাগছে। মায়ের উৎসাহেই এটি সম্ভব হয়েছে।’

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

আত্মহননের ঝোঁক বেশি অবিবাহিতদের! কী বলছেন মনোবিদরা?

(যুগ বদলায়। বদলায় প্রেমের ধরনও। আজকাল কৈশোরেই সোশ্যাল মিডিয়ায় প্রেমে মজে নতুন প্রজন্ম। ধোঁকা, বিচ্ছেদ…

53 seconds ago

Jalpaiguri | ভারী বৃষ্টিতে চিন্তা বাড়াচ্ছে তিস্তা, বন্যা রোধে বৈঠক সেচ দপ্তরের

জলপাইগুড়ি: গতবছর সিকিম বিপর্যয়ের পর তিস্তা অববাহিকায় তৈরি হয়েছে একাধিক চ্যানেল। বহু জায়গায় পড়েছে বালির…

14 mins ago

PM Narendra Modi | পুরীতে রোড-শো মোদির, জনসমুদ্র দেখে আপ্লুত নমো

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু মাথা। গলি থেকে বড় রাস্তা চারদিকে…

17 mins ago

Alipurduar | বক্সা, জয়ন্তীতে পড়ুয়া কমছে নেপালি স্কুলে

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের (Alipurduar) বক্সা, জয়ন্তী পাহাড়ি এলাকায় আঞ্চলিক ভাষায় পড়াশোনা করার আগ্রহ কমছে…

31 mins ago

Bangaon | বনগাঁয় তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে বাধা! কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নালিশ কমিশনে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তৃণমূলের প্রার্থীকে বুথে ঢুকতে দিল না কেন্দ্রীয় বাহিনী। সোমবার সকালে এমনই…

35 mins ago

Cooch Behar | কোচবিহারে আপেল চাষে পাইলট প্রোজেক্ট

 চাঁদকুমার বড়াল, কোচবিহার: কোচবিহারে (Cooch Behar) কৃষি ব্যবস্থায় নতুন দিক খুলতে চলেছে। এবার কৃষি দপ্তরের…

47 mins ago

This website uses cookies.