Tuesday, July 2, 2024
HomeTop NewsCopa America | চোটের কারণে মাঠের বাইরে মেসি, পেরুর বিপক্ষে আর্জেন্টিনাকে ২...

Copa America | চোটের কারণে মাঠের বাইরে মেসি, পেরুর বিপক্ষে আর্জেন্টিনাকে ২ গোলে জেতালেন মার্তিনেজ  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মেসি ও কোচ স্কালোনিকে ছাড়াই কোপা আমেরিকায় পেরুর বিপক্ষে জয় পেল আর্জেন্টিনা। মেসি চোটের কারণে এবং স্কালোনি ছিলেন না নিষেধাজ্ঞায় পড়ে। কিন্তু নিয়মিত অধিনায়ক ও কোচকে ছাড়া আর্জেন্টিনা পেরুর বিপক্ষে ২–০ গোলে জিতেছে। মেসিবিহীন এদিনের ম্যাচেও দারুণ ছন্দে ছিলেন লাওতারো মার্তিনেজ। এদিনের ম্যাচে দুটি গোলই করেন মার্তিনেজ।

ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকায় গ্রুপ ‘এ’র শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। রবিবার শুরু থেকেই আক্রমণকে পাখির চোখ করে তারা। ম্যাচের প্রথম মিনিটেই আক্রমণে গিয়ে পেরুর রক্ষণে আঘাত হানেন আর্জেন্টিনার আলেহান্দ্রো গারনাচো। গোলের জন্য মরিয়া আর্জেন্টিনা বলের দখল রেখে বারবার চেষ্টা করছিল পেরুর রক্ষণ দুর্গ ভেঙে গোল আদায়ের। কিন্তু আর্জেন্টিনার এই আক্রমণ রুখে দেয় পেরুর রক্ষণভাগ।  ফলে আক্রমণ ও বল দখলে এগিয়ে থেকেও শুরুতে তেমন কোনও সুযোগ তৈরি করতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচের ২৬ মিনিটে ফ্রি–কিক থেকে লিয়ান্দ্রো পারাদেসের নেওয়া দুর্দান্ত শট দক্ষতার সঙ্গে সেভ করেন পেরুর গোলরক্ষক পেদ্রো গায়াসি। ফের ৪৪ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ আসে আর্জেন্টিনার সামনে। এবারও জিওভানি লো সেলসোর নেওয়া শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেন পেরু গোলরক্ষক গায়াসি।

বিরতির পর মাঠে নেমে শুরুতেই অবশ্য আর্জেন্টিনাকে এগিয়ে দেন মার্তিনেজ। দলীয় সমন্বয়ের এক আক্রমণ থেকে দি মারিয়ার পাসে গোলটি করেন ইন্টার মিলান স্ট্রাইকার। ম্যাচের ৬৯ মিনিটে আক্রমণ ঠেকাতে গিয়ে বক্সের ভেতর হ্যান্ডবল করে আর্জেন্টিনাকে পেনাল্টি উপহার দেয় পেরু। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন পারেদেস। গোলরক্ষক ভুল দিকে ঝাঁপ দিলেও পারেদেসের শট ফিরে আসে পোস্টে লেগে। ৮৬ মিনিটে আর্জেন্টিনা অবশ্য ঠিকই দ্বিতীয় গোলটি পেয়ে যায়। নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মার্তিনেজ। এ নিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ ৬ ম্যাচে ৭ গোল করলেন মার্তিনেজ। ম্যাচের বাকি সময়ে আর কোনও দল গোল না পেলে ২–০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এই জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দিনের অন্য ম্যাচে চিলিকে রুখে দিয়ে এই গ্রুপ থেকে আর্জেন্টিনার সঙ্গী হয়েছে কানাডা।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

NEET-PG | পরীক্ষার শুরুর দু’ঘণ্টা আগে তৈরি হবে প্রশ্নপত্র ! নেট-পিজি নিয়ে নয়া সিদ্ধান্ত

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিট ও পিজিতে (NEET-PG) প্রশ্ন ফাঁসের ঝুঁকি এড়াতে নেওয়া হল নয়া সিদ্ধান্ত। পরীক্ষা শুরুর দু’ঘণ্টা আগে তৈরি হবে প্রশ্নপত্র (Question...

Sikkim Landslide | মাঝেমধ্যেই ধস, ক্ষতি সিকিম ও কালিম্পংয়ের পর্যটনশিল্পে

0
সাগর বাগচী, শিলিগুড়ি: ১০ নম্বর জাতীয় সড়কের (NH 10) ওপর থেকে বিপদের মেঘ যেন কাটছেই না। প্রবল ধসের জেরে সোমবারও দিনভর বন্ধ থাকল সিকিমের...

Recruitment Case | প্রাথমিকের ওএমআর শিট নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, কী বলল আদালত?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রাথমিকের নিয়োগে (Recruitment Case) ওএমআর শিট সংক্রান্ত মামলায় সিবিআইয়ের কাছে অরিজিনাল সার্ভার বা হার্ড ডিস্কের তথ্য চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta...

The Sherpa Trail | দার্জিলিংয়ের অবলুপ্ত ‘টাইগার’ অধ্যায়ের কাহিনী

0
অনিমেষ দত্ত, শিলিগুড়ি: টাইগার শব্দটা বললেই প্রথমে বাঘের কথা মাথায় আসে। তবে প্রচণ্ড শারীরিক দক্ষতা কিংবা সাধারণের ধরাছোঁয়ার বাইরে, এমন কিছু অর্জন করা বোঝাতেও...

পাহাড়পথে ডিজিটাল কিয়স্ক থেকে সেলফি জোন, জবরদখল সরিয়ে ‘স্মার্ট’ হতে উদ্যোগী ডিএইচআর

0
শিলিগুড়ি: ঐতিহ্য ধরে রেখে দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে (ডিএইচআর) আধুনিকতার মোড়ক দিতে চাইছে রেল। তাই পাহাড়পথে ডিজিটাল কিয়স্ক থেকে সেলফি জোন তৈরি, রেললাইনের ধারের জবরদখল...

Most Popular