Sunday, July 7, 2024
HomeMust-Read NewsMid day meal | মিড ডে মিলে দুর্নীতি করতে চাপ, অভিযোগ করে...

Mid day meal | মিড ডে মিলে দুর্নীতি করতে চাপ, অভিযোগ করে আতঙ্কে ঘরছাড়া প্রধান শিক্ষক

হরিশ্চন্দ্রপুর : মিড ডে মিলে (Mid day meal) দুর্নীতি করার জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে। আর তাতে মদত দিচ্ছেন স্কুল পরিদর্শক (School Inspector)। এমনকি বৈঠক চলাকালীন স্কুল পরিদর্শকের উসকানিতে প্রতিবাদী প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ পর্যন্ত উঠেছে কয়েকজন সহ শিক্ষকের বিরুদ্ধে। এমনই বিস্ফোরক অভিযোগ তুলে স্কুল পরিদর্শক এবং সহশিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বিশেষভাবে সক্ষম এক প্রধান শিক্ষক।

ঘটনাটা হরিশ্চন্দ্রপুরের কোরিয়ালী সার্কেলের দুবোল প্রাথমিক বিদ্যালয়ের। স্কুলের প্রধান শিক্ষক রিয়াজুল হকের অভিযোগ, তিনি এই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার আগে বর্তমান সহ-শিক্ষক সফিকুল ইসলাম প্রধান শিক্ষকের দায়িত্বভার সামলাতেন। স্কুলে রয়েছে মোট ৫০ জন ছাত্র। তার মধ্যে প্রত্যেকদিন স্কুলে আসত ৫ থেকে ১০ জন। অভিযোগ, সফিকুল ইসলাম সেই সময় স্কুল তহবিলের টাকা থেকে শুরু করে মিড ডে মিল নিয়ে ব্যাপক দুর্নীতি করেছেন। মিড ডে মিলের খরচ বেশি করে দেখানো হয়েছে। মিড ডে মিলের চাল বিক্রি করে পিকনিকে খরচ করা হয়েছে। গড়মিল করেছে গ্যাস সিলিন্ডারে।

রিয়াজুল বাবু প্রধান শিক্ষকের দায়িত্বভার নেওয়ার পর সমস্ত দুর্নীতিটা বুঝতে পারেন। সেই সময় সহশিক্ষক সফিকুল ইসলাম এবং ভাস্কর মণ্ডল গরমিল ঢাকতে স্কুলের হিসেবের একটি খাতায় স্বাক্ষর করতে চান। তাদের বাধা দিলে বিবাদের সূত্রপাত হয়। আরও বিস্ফোরক অভিযোগ, ওই সার্কেলের স্কুল পরিদর্শক মণিরুল ইসলামকে এই অভিযোগ জানালে তিনি কোন কর্ণপাত করেন নি। এরপর থেকে সফিকুল ইসলাম ক্রমাগত রিয়াজুল হককে হুমকি দিতে থাকেন। সম্প্রতি স্কুল পরিদর্শক তার দপ্তরে একটি মিটিং ডাকলে সেখানে সফিকুল ইসলাম, ভাস্কর মণ্ডল এবং কোরিয়ালি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান এবং সহ শিক্ষক নাসিমুল হক স্কুল পরিদর্শকের উস্কানিতে তার সামনেই রিয়াজুল হককে ব্যাপক মারধর করেন বলে অভিযোগ। রিয়াজুলের কথায়, ‘ওরা কয়েকজন মিলে ব্যাপকভাবে দুর্নীতি করছেন ওই সার্কেলে। আমার স্কুলেও দুর্নীতি করেছে। আমি এসব কাজে বাধা দিতে গিয়ে আক্রান্ত হয়েছি। চার দিন ধরে আতঙ্কে বাড়ি ফিরতে পারিনি। তাই সুরাহা চেয়ে ব্লক সহ জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছি।’ যদিও মণিরুল ইসলামের পালটা অভিযোগ, ওই শিক্ষক ভিত্তিহীন অভিযোগ করছেন, তিনি নিজেই দুর্নীতিতে যুক্ত। সহ শিক্ষকরাও পালটা অভিযোগ করেছেন ওর বিরুদ্ধে। এ প্রসঙ্গে বিডিও তাপস পাল জানান, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Deoghar | সুরাটের পর এবার দেওঘরে হুড়মুড়িয়ে ভাঙল বহুতল, ধ্বংসস্তূপে আটকে অনেকে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুরাটের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার ঝাড়খণ্ডের দেওঘরে (Deoghar) ভেঙে পড়ল একটি বহুতল (Multi-storey building)। ঘটনাটি ঘটেছে রবিবার...

Toy Train | টানা বৃষ্টিতে পাহাড়ে ধস, টয়ট্রেন বন্ধ রাখতে রেলকে চিঠি রাজ্যের

0
রাহুল মজুমদার, শিলিগুড়ি: ভারী বৃষ্টিতে (Heavy Rain) পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমেছে। ঘটনার জেরে বন্ধ টয়ট্রেন (Toy Train) পরিষেবা। এই পরিস্থিতিতে জোরকদমে ধস সরিয়ে...

Tiger | সিকিম থেকে বাঘের দীর্ঘ যাত্রা ভুটানে

0
শিলিগুড়ি: চম্পাবতের মানুষখেকো বাঘিনীর কথা মনে আছে? জিম করবেট যাঁরা পড়েছেন, তাঁদের নিশ্চয় মনে আছে, ঊনবিংশ শতকের শেষ থেকে বিংশ শতাব্দীর শুরুতে কীভাবে হিমালয়ের...

Teesta | ভয় বাড়াচ্ছে তিস্তাপাড়, ‘পথ খুঁজছে’ প্রশাসন

0
সানি সরকার, শিলিগুড়ি: তিস্তার(Teesta) জলের দিকে নজর থাকে ওঁদের। রাস্তা থেকে জল নামলেই তিস্তাবাজারের বাসিন্দারা ছুটে যান রসদ জোগাড়ে। কিন্তু সেই সুযোগ পাচ্ছে না...

Tourism | দুই দপ্তরের সমন্বয়ে পর্যটনে কল্যাণ, মত ব্যবসায়ীদের

0
সানি সরকার, শিলিগুড়ি: উত্তরবঙ্গের পর্যটন প্রসারে প্রয়োজন বন এবং পর্যটন দপ্তরের সমন্বয়, এই প্রস্তাব গুরুত্ব পেল বন, পরিবেশ ও পর্যটন বিষয়ক বিধানসভার স্ট্যান্ডিং কমিটির...

Most Popular