Top News

ভোটে জিতেই প্রতিশ্রুতি পূরণ, চাঁদা তুলে অসহায় বৃদ্ধার ঘরে বিদ্যুৎ সংযোগ করল সিপিএম

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কথা দিয়ে কথা রাখল সিপিএম। ভোট মিটতেই চাঁদা তুলে সহায় সম্বলহীন এক বৃদ্ধার ঘরে বিদ্যুৎ সংযোগ করিয়ে দিলেন সিপিএম কর্মীরা। এই ঘটনা জলপাইগুড়ির তিস্তাপারের। রবিবার সন্ধ্যায় বৃদ্ধার ঘরে হ্যারিকেনের আলোর বদলে জ্বলল টিউব লাইট। ফলে যারপরনাই খুশি অশীতিপর বৃদ্ধা।

ভোট পরবর্তী হিংসার মধ্যে এবার উল্টো ছবি। নজির গড়লেন সিপিএম কর্মীরা। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সুকান্ত নগর কলোনির বাসিন্দা সখিনা খাতুন। এই অশীতিপর বৃদ্ধার বয়স ৭৫ বছর। সহায়সম্বলহীন এই বৃদ্ধার ঘরে সামান্য কেরোসিনের কুপি জ্বালানোর সামর্থ্যটুকু ছিল না। তাই সন্ধ্যা হতে না হতেই বৃদ্ধা ঘরে ঢুকে যেতেন। আবার সকাল হলে ঘরের বাইরে আসতেন। তাঁর কপালে জোটেনি বার্ধক্য ভাতাও। বয়সের কারণে পাননা লক্ষ্মীর ভাণ্ডার। এভাবেই কাটছিলো বছরের পর বছর। অভিযোগ, গত তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সব দেখেও কিছুই করেনি। এমনকী বৃদ্ধা ভাতার ব্যাবস্থাও পর্যন্ত করে দেননি।

এবারের পঞ্চায়েত ভোটে প্রচারের সময় বিষয়টি নজরে আসে স্থানীয় সিপিএম কর্মীদের। সেইসময় তাঁরা বৃদ্ধাকে কথা দিয়েছিলেন, ‘এবারে ভোটে জিতি বা হারি আমরা তোমার ঘরে বাতি জ্বালিয়েই ছাড়ব’। ভোট পর্ব মিটেছে। এই গ্রামে জয়ী হয়েছেন সিপিএম প্রার্থী গোঁসাই সরকার। যেমনি প্রতিশ্রুতি তেমনি কাজ। শুরু হল বৃদ্ধার ঘরে বিদ্যুৎ সংযোগের কাজ। সিপিএমকর্মীরা নিজেরাই চাঁদা তুলে অর্থ সংগ্রহ করে যোগাযোগ বিদ্যুৎ সংযোগের জন্য ছুটলেন নিকটবর্তী বিদ্যুৎ নিগমের অফিসে। বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও তৎপরতার সঙ্গে বিদ্যুৎ সংযোগ করে দেন রবিবার বিকেলে।

নব নির্বাচিত সিপিএম পঞ্চায়েত সদস্য গোঁসাই সরকার বলেন, “প্রচারে বের হয়েই নজরে পরে বৃদ্ধার বাড়িতে বিদ্যুৎ নেই। সেই সময় প্রতিশ্রুতি দেওয়া হয় ভোটে আমরা জিতি বা হারি ভোটের পর তাঁর বাড়িতে আমরা বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দেব। আজ সেই প্রতিশ্রুতি পালন করা হল।”

বৃদ্ধা সখিনা খাতুন বলেন, “বিগত তৃণমূলের পঞ্চায়েত আমার এই অসহায় অবস্থা জেনেও কিছু করেনি। বৃদ্ধ ভাতার জন্য দুবার আবেদন করেছিলাম কিন্তু কিছুই পাইনি। শেষ বয়সে সিপিএম উদ্যোগে বাড়িতে আলো পেলাম।”

সিপিএম নেতা পীযুষ মিশ্র বলেন, “এতদিন আমরা সুযোগ পাইনি কাজ করার। এখন এলাকার মানুষ সুযোগ করে দিয়েছে। এই কারণে প্রথম কাজ হল আমাদের গ্রামের যেসব বাড়িতে বিদ্যুৎ নেই এরকম সব বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা করা। এছাড়া যেই সকল বাড়িতে খাদ্য সংকট রয়েছে তাঁদের সকলের সমস্যা মেটানো। আমরা এই বৃদ্ধার শুধুমাত্র বিদ্যুৎ সংযোগ করিয়ে দিয়ে থেমে থাকব না। আমরাই চাঁদা তুলে মাসের বিল মেটাবো। আজ থেকে থেকে এই উদ্যোগ শুরু হল।”

যদিও এমন ঘটনায় সিপিএমকে কৃতিত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। স্থানীয় তৃণমূল নেতা তথা খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ চন্দ বলেন, ‘বৃদ্ধা কোনও দিনই বিদ্যুৎ সংযোগের জন্য আসেননি তাঁদের কাছে। আসলে অনেক আগেই আমরা বিদ্যুৎ সংযোগ করিয়ে দিতাম। সিপিএম প্রচারে আসতে এসব করছে’।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

West bengal weather update | রাজ্যের সাত জেলায় তাপপ্রবাহের সতর্কতা, জেনে নিন বিস্তারিত…

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঝে ক’দিন স্বস্তির বৃষ্টি হয়েছে বঙ্গে। ফলে তীব্র গরম থেকে কিছুটা…

28 mins ago

NBMC | দালাল ধরে টাকা দিতেই হাতে এল মৃত্যুর শংসাপত্র! তদন্তের আশ্বাস মেডিকেল সুপারের

শিলিগুড়িঃ মৃত্যুর শংসাপত্র পেতে ১৫০০ টাকা দিতে হল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। যে পরিবার…

10 hours ago

Toy Train Joy Ride | ভিড় সামলাতে অতিরিক্ত জয়রাইড ট্রেন চলবে দার্জিলিংয়ে, সিদ্ধান্ত ডিএইচআরের

দার্জিলিংঃ পর্যটকদের অতিরিক্ত ভিড় সামাল দিতে শনিবার থেকে বাড়তি দুটি জয়রাইড টয়ট্রেন চালাবে দার্জিলিং হিমালয়ান…

10 hours ago

Siliguri | গাড়িতে বসে মদ্যপান দুই যুবকের! অভিযুক্তদের ধরতে কালঘাম ছুটল পুলিশের

শিলিগুড়িঃ রাত বাড়তেই গাড়িতে মদ খাওয়া এখন রীতিমত ট্রেন্ড। আর এই ট্রেন্ড আটকাতে গিয়ে রীতিমতন…

10 hours ago

Old Malda | তৃণমূলনেত্রীর স্বামীকে আক্রমণ করে শূন্যে গুলি, শেখ ইয়াসিনের ভাইয়ের নামে পুলিশে অভিযোগ

পুরাতন মালদাঃ নারায়ণপুরের হোটেলে মধুচক্রের আসরে গুলি চালানোর ঘটনায় আক্রান্তের পরিবারের তরফে মালদা থানায় লিখিত…

11 hours ago

EVM | উলটপুরাণ! তৃণমূলের বিরুদ্ধে ইভিএমে কারচুপির অভিযোগ, কমিশনের দ্বারস্থ বিজেপি

রায়গঞ্জঃ উলটপুরাণ! নয়তো আর কী! ইভিএম নিয়ে এতদিন ধরে বারবার অভিযোগ তুলেছে বিরোধীরা। কিন্তু এবার…

11 hours ago

This website uses cookies.