কোচবিহার: বিদ্যুতের বিল কমানো, স্মার্ট মিটার বাতিল সহ নানা দাবিতে কোচবিহারে (Coochbehar) আন্দোলনে নামল সিপিএম (CPM)। বুধবার কোচবিহার-দিনহাটা রাজ্য সড়কের নিউটাউন এলাকায় অবরোধে শামিল হয় সিপিএমের কোচবিহার শহর লোকাল এরিয়া কমিটি। এদিন বিদ্যুৎ দপ্তরের নিউটাউন শাখার সামনে এই অবরোধ (Road Blockade) করেন কমিটির সদস্যরা।
সিপিএম নেতা সুজিত দাস জানান, রাজ্য ও কেন্দ্র সরকার মিলে সাধারণ মানুষকে লুটে খাচ্ছে। বিদ্যুৎ বিলের নামে সাধারণ মানুষের উপর টাকার বোঝা চাপানো হচ্ছে। তারই প্রতিবাদে এই আন্দোলন। পথ অবরোধে কাজ না হলে আগামীতে বড়সড়ো আন্দোলনে নামা হবে বলে জানিয়েছেন তাঁরা।