Monday, May 20, 2024
HomeBreaking Newsআউশগ্রামে সিপিএম কর্মী খুন, গ্রেপ্তার দুই তৃণমূল কর্মী

আউশগ্রামে সিপিএম কর্মী খুন, গ্রেপ্তার দুই তৃণমূল কর্মী

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: পঞ্চায়েত ভোটের আগের দিন ভোটকর্মীদের সৌজন্য জানাতে যাওয়া সিপিএম কর্মী শেখ রাজিবুলকে হত্যার দায়ে গ্রেপ্তার হল তৃণমূলের দুই কর্মী। পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম জালালউদ্দিন মোল্লা ও শেখ আবুল হোসেন ওরফে কচি। আউশগ্রাম থানার বেলেমাঠ এলাকা জালালউদ্দিনের বাড়ি। অপরজনের বাড়ি আউশগ্রাম থানারই বিষ্ণুপুর গ্রামে। পুলিশ শনিবার রাতে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। রবিবার ধৃতদের পেশ করা হয় বর্ধমান সিজেএম আদালতে। তদন্তের প্রয়োজনে ধৃতদের ৭ দিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার। ভারপ্রাপ্ত সিজেএম ধৃতদের ৫ দিনের পুলিশ হেপাজত মঞ্জুর করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল ৫টা নাগাদ বিষ্ণুপুর গ্রামে সিপিএমের কর্মীরা ৭, ৭এ ও ৮ নম্বর বুথের ভোটকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। ভোটকর্মীদের কাছে তাঁরা সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। সেখান থেকে ফেরার সময় তৃণমূলের লোকজন রড, শাবল, লাঠি, ধারাল অস্ত্র প্রভৃতি নিয়ে সিপিএমের কর্মীদের উপর হামলা চালায়। হামলায় সাদেক আলি ও শেখ রজবউদ্দিন জখম হন। শেখ রাজিবুল মাথায় গুরুতর আঘাত পান। জখমদের সবাইকে বননবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাজিবুলকে বর্ধমান হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার এনআরএসে স্থানান্তরিত করা হয়। শনিবার সকাল ৯টা নাগাদ সেখানেই রাজিবুল মারা যান।

রাজিবুলের ভাই শেখ আজাহারউদ্দিন ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে খুনের মামলা রুজু করে আউশগ্রাম থানার পুলিশ। এফআইআরে তৃণমূলের এক প্রধান ও এক প্রভাবশালী নেতা সহ ১৭ জনের নাম রয়েছে। তাদের মধ্যে দু’জন বাদে বাকি কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে আউশগ্রামের বাম কর্মীরা।

ময়নাতদন্ত শেষে এদিন বিকেলে সিপিএম কর্মী রাজিবুলের মৃতদেহ সিপিএমের বর্ধমান জেলা পার্টি অফিসে পৌঁছায়। সেখানে নিহত বাম কর্মীকে শেষ শ্রদ্ধা জানান দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সহ দলের রাজ্য ও জেলা নেতৃত্ব। এরপর মৃতদেহ নিয়ে তারা আউশগ্রামের বিষ্ণুপুর গ্রামের বাড়ির দিকে রওনা দেন। সেখানেও যান সেলিম।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

weather-update-west bengal

West bengal weather update | উত্তরে প্রাক বর্ষার বৃষ্টি, দক্ষিণবঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পঞ্চম দফার ভোট শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। ভোটের বাংলা দুর্যোগের পূর্বাভাস (West bengal weather update) দিল আবহাওয়া দপ্তর। সোমবার রাজ্যজুড়ে বৃষ্টির...

5th phase election | বিক্ষিপ্ত অশান্তি, বাংলায় ৭ কেন্দ্রে চলছে ভোট  

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সোমবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। দেশ জুড়ে ৬টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে...

Lok Sabha Election 2024 | আজ সারা দেশে পঞ্চম দফার ভোট, রাজ্যের কোন কোন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ দেশের ছ’টি রাজ্য ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৪৯ আসনে ভোটগ্রহণ। তার মধ্যে পশ্চিমবঙ্গের ৭টি লোকভা আসন রয়েছে। এগুলি...

Ebrahim Raisi। ইরানের প্রেসিডেন্টকে নিয়ে ভেঙে পড়ল কপ্টার, খারাপ আবহাওয়ায় বিঘ্নিত উদ্ধারকার্য

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজারবাইজান সীমান্ত থেকে ফেরার পথে দূর্ঘটনার কবলে পড়ল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার। কপ্টারে তাঁর সঙ্গে ইরানের বিদেশমন্ত্রীও ছিলেন বলে...

Money seized | হাওয়ালা ব্যবসায়ীদের ডেরায় হানা বিহার পুলিশের, নেপাল সীমান্ত রকসলে উদ্ধার ৯৪...

0
কিশনগঞ্জঃ নির্বাচনের মাঝেই ফের লক্ষ লক্ষ দেশি-বিদেশি টাকা উদ্ধার করল বিহার পুলিশ। রবিবার এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয় ইন্দো-নেপাল সীমান্ত পূর্ব চম্পারণ জেলার...

Most Popular