Top News

Cricketer died | রান নিতে গিয়ে আক্রান্ত হৃদরোগে! পিচের মধ্যেই মুখ থুবড়ে পড়ে মৃত্যু ক্রিকেটারের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ক্রিকেট (Cricket) ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত (Heart attack) হয়ে পিচের ওপরে মুখ থুবড়ে পড়ে মৃত্যু হল এক ক্রিকেটারের (Cricketer Died)। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে নয়ডায় (Noida)। মৃত ক্রিকেটারের নাম বিকাশ নেগি (Vikash Negi)। নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়েছিলেন তিনি। মাত্র ৩৪ বছর বয়সে ক্রিকেটারের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। ইতিমধ্যেই ক্রিকেটারের মৃত্যুর সময়কার একটি ভিডিও ভাইরাল (Viral video) হয়েছে সমাজ মাধ্যমে (Social Media)। মৃতের পরিজনরা জানিয়েছেন, একটা সময় করোনাভাইরাসে (Corona virus) আক্রান্ত হয়েছিলেন তিনি। পরবর্তীতে সুস্থ হয়েও ওঠেন। আপাতত ময়নাতদন্তের জন্য তাঁর দেহ নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, নয়ডায় একটি টি-২০ ক্রিকেট প্রতিযোগিতায় ব্লেজিং বুলসের বিরুদ্ধে ব্যাট করছিল ম্যাভেরিক্স একাদশ। ২০৩ রান তাড়া করতে নেমে ১৩.৪ ওভারে ম্যাভেরিক্সের স্কোর ছিল পাঁচ উইকেটে ১৩৯ রান। স্ট্রাইকে ছিলেন উমেশ কুমার। আর নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়েছিলেন বিকাশ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, উমেশ কুমার একটি চার মারেন। প্রাথমিকভাবে রান নেওয়ার জন্য দৌড়াতে থাকেন বিকাশ। তবে বলটা বাউন্ডারিতে যাচ্ছে বুঝে আর দৌড়াননি কেউই। হেঁটে-হেঁটে যেতে থাকেন। পিচের মাঝ বরাবর এসে উমেশ ও বিকাশ হাত মেলান। হাত মেলানোর পর পিছন ফিরে স্ট্রাইক নেওয়ার জন্য যেতে থাকেন উমেশ। আর সেই সময়ই পিচে লুটিয়ে পড়েন বিকাশ। প্রাথমিকভাবে বসার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু কিছুটা বসতেই মুখ থুবড়ে পিচের ওপরে পড়ে যান।

 

ঘটনাটি নজরে আসতেই মাঠের অন্যান্য ক্রিকেটাররা দৌড়ে আসেন পিচের মধ্যে। চিকিৎসকরাও ততক্ষণে মাঠে চলে আসেন। তাতে কোনও লাভ হয়নি। মাঠেই মারা যান বিকাশ। তাঁকে অচৈতন্য অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য, গত কয়েক বছরে হৃদরোগে আক্রান্ত হয়ে একাধিক ব্যক্তির মৃত্যুর খবর এসেছে। বছর খানেক আগে ক্রিকেট খেলতে গিয়ে শিলিগুড়িতেও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল শহরের এক চিকিৎসকের। ২০২১ সালের ২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লার। বয়স হয়েছিল মাত্র ৪০। শুধু তাই নয়, চূড়ান্ত ফিট ছিলেন তিনি। পরবর্তীতে কমবয়স্ক আরও অনেকের মৃত্যুর খবর এসেছে।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

বন দপ্তরের আপত্তি, বন্যজন্তুর করিডরে রেলের বাঁধ নির্মাণ থমকে

বিন্নাগুড়ি: বর্ষার মরশুমে ভুটান পাহাড় সহ বানারহাট ব্লকের বিভিন্ন এলাকায় হওয়া প্রবল বৃষ্টির জেরে হাতিনালায়…

8 mins ago

CV Ananda Bose | পুলিশকে নয়, নাগরিকদের রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখাবেন রাজ্যপাল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যপালের (Governor) বিরুদ্ধে রাজভবনেই শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন সেখানকার এক অস্থায়ী মহিলা…

31 mins ago

Fire | অগ্নিকাণ্ডে ভস্মীভূত চারটি কুঁড়েঘর, ক্ষতিপূরণের আশ্বাস প্রশাসনের

কিশনগঞ্জঃ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল দুই ভাইয়ের চারটি কুঁড়ে ঘর। বুধবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা…

36 mins ago

Dead Body Recovered | বন্ধ ঘর থেকে গৃহবধূর পচাগলা দেহ উদ্ধার

হরিশ্চন্দ্রপুর: বন্ধ ঘর থেকে গৃহবধূর পচাগলা দেহ উদ্ধার। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার…

52 mins ago

Arjun Kapoor | রাস্তায় রোল বিক্রি করছে পিতৃহারা ১০ বছরের জসপ্রীত! সাহায্যের আশ্বাস অর্জুনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সদ্য প্রয়াত হয়েছেন বাবা। তাই সংসারের হাল ধরেছে মাত্র ১০ বছরের…

1 hour ago

Gajole | গোরুতে খেয়েছে জমির ফসল! প্রতিবাদ করায় কৃষকের বাড়িতে হামলা গো-পালকদের

গাজোলঃ দীর্ঘদিন ধরে জমির ফসল খেয়ে নষ্ট করে দিচ্ছিল এলাকার গবাদিপশু। বিষয়টি নিয়ে গ্রামবাসীরা জোরালোভাবে…

1 hour ago

This website uses cookies.