Saturday, April 27, 2024
HomeTop NewsCricketer died | রান নিতে গিয়ে আক্রান্ত হৃদরোগে! পিচের মধ্যেই মুখ থুবড়ে...

Cricketer died | রান নিতে গিয়ে আক্রান্ত হৃদরোগে! পিচের মধ্যেই মুখ থুবড়ে পড়ে মৃত্যু ক্রিকেটারের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ক্রিকেট (Cricket) ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত (Heart attack) হয়ে পিচের ওপরে মুখ থুবড়ে পড়ে মৃত্যু হল এক ক্রিকেটারের (Cricketer Died)। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে নয়ডায় (Noida)। মৃত ক্রিকেটারের নাম বিকাশ নেগি (Vikash Negi)। নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়েছিলেন তিনি। মাত্র ৩৪ বছর বয়সে ক্রিকেটারের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। ইতিমধ্যেই ক্রিকেটারের মৃত্যুর সময়কার একটি ভিডিও ভাইরাল (Viral video) হয়েছে সমাজ মাধ্যমে (Social Media)। মৃতের পরিজনরা জানিয়েছেন, একটা সময় করোনাভাইরাসে (Corona virus) আক্রান্ত হয়েছিলেন তিনি। পরবর্তীতে সুস্থ হয়েও ওঠেন। আপাতত ময়নাতদন্তের জন্য তাঁর দেহ নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, নয়ডায় একটি টি-২০ ক্রিকেট প্রতিযোগিতায় ব্লেজিং বুলসের বিরুদ্ধে ব্যাট করছিল ম্যাভেরিক্স একাদশ। ২০৩ রান তাড়া করতে নেমে ১৩.৪ ওভারে ম্যাভেরিক্সের স্কোর ছিল পাঁচ উইকেটে ১৩৯ রান। স্ট্রাইকে ছিলেন উমেশ কুমার। আর নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়েছিলেন বিকাশ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, উমেশ কুমার একটি চার মারেন। প্রাথমিকভাবে রান নেওয়ার জন্য দৌড়াতে থাকেন বিকাশ। তবে বলটা বাউন্ডারিতে যাচ্ছে বুঝে আর দৌড়াননি কেউই। হেঁটে-হেঁটে যেতে থাকেন। পিচের মাঝ বরাবর এসে উমেশ ও বিকাশ হাত মেলান। হাত মেলানোর পর পিছন ফিরে স্ট্রাইক নেওয়ার জন্য যেতে থাকেন উমেশ। আর সেই সময়ই পিচে লুটিয়ে পড়েন বিকাশ। প্রাথমিকভাবে বসার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু কিছুটা বসতেই মুখ থুবড়ে পিচের ওপরে পড়ে যান।

 

ঘটনাটি নজরে আসতেই মাঠের অন্যান্য ক্রিকেটাররা দৌড়ে আসেন পিচের মধ্যে। চিকিৎসকরাও ততক্ষণে মাঠে চলে আসেন। তাতে কোনও লাভ হয়নি। মাঠেই মারা যান বিকাশ। তাঁকে অচৈতন্য অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য, গত কয়েক বছরে হৃদরোগে আক্রান্ত হয়ে একাধিক ব্যক্তির মৃত্যুর খবর এসেছে। বছর খানেক আগে ক্রিকেট খেলতে গিয়ে শিলিগুড়িতেও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল শহরের এক চিকিৎসকের। ২০২১ সালের ২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লার। বয়স হয়েছিল মাত্র ৪০। শুধু তাই নয়, চূড়ান্ত ফিট ছিলেন তিনি। পরবর্তীতে কমবয়স্ক আরও অনেকের মৃত্যুর খবর এসেছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Tourism affected | তীব্র গরমে পর্যটনে প্রভাব উত্তরে, পর্যটকশূন্য মূর্তি সহ গোটা ডুয়ার্স  

0
চালসাঃ পর্যটক শূন্য ডুয়ার্সের মূর্তি। একে লোকসভা নির্বাচনের আবহ, পাশাপাশি রাজ্য জুড়ে তীব্র দাবদাহ সেই কারণেই ডুয়ার্সমুখী হচ্ছে না পর্যটকেরা। যারা উত্তরের সৌন্দর্য উপভোগ...

Chakulia | চাকুলিয়ার স্পর্শকাতর বুথে শান্তিপূর্ণ ভোট, ভেবড়ায় প্রিয় নেতার স্মরণে কাঁদলেন ভোটাররা

0
মহম্মদ আশরাফুল হক, চাকুলিয়া: প্রায় দশ মাস আগের কথা। চাকুলিয়ার (Chakulia) ভেবড়া এবং সাহাপুরের নয়াহাটের বাসিন্দাদের যদি কেউ শান্তিপূর্ণ ভোটের কথা বলতেন, তাঁরা হয়তো...

Joint war drills | বাংলাদেশ-চিনের যৌথ যুদ্ধ মহড়া! পরিস্থিতির ওপর নজর রাখছে নয়াদিল্লি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এই প্রথম চিনের সঙ্গে যৌথ যুদ্ধ মহড়ায় অংশ নেবে বাংলাদেশ। মে মাসের গোড়ায় ওই যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে। এখবর...

ফার্স্ট পোলিং অফিসারের ডায়েরি

0
কৌশিক দাম প্রায় প্রতি বছর মোবাইলে কয়েকটা ডেজিগনেশন সেভ করতে হয়। প্রিসাইডিং, সেকেন্ড পোলিং, সেক্টর ইত্যাদি শুধুই পদ। তাই সত্যি সত্যি কয়েকদিন পর নামগুলো...

রাজনীতি ও ক্রিকেট যেখানে একাকার

0
রূপায়ণ ভট্টাচার্য এত বেয়াদপ গরম সেদিন, সবারই নাকি প্রাণ যায় যায়! সোশ্যাল মিডিয়াতেই মানুষের চুইয়ে ঘাম পড়ার দশা। কলকাতা নাকি হয়ে উঠেছে জয়সলমের। অথবা...

Most Popular