Friday, May 17, 2024
HomeTop NewsCriminals ransacked | এক রাতে পর পর দুষ্কৃতী তাণ্ডব, তিন তরুণকে মারধর...

Criminals ransacked | এক রাতে পর পর দুষ্কৃতী তাণ্ডব, তিন তরুণকে মারধর করে বাইক ছিনতাই

কাজিগ্রামঃ রাতের অন্ধকারে ফের দুষ্কৃতী (Criminals) তাণ্ডব মালদায় (Malda)। সোমবার গভীর রাতে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে পরপর তিনজন তরুণকে মারধর করে বাইক, মোবাইল সহ নগদ টাকা ছিনতাই করল একদল দুষ্কৃতী। এমনই ঘটনায় ইংরেজবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর সংলগ্ন তালবোনা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই তিন তরুণকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে মালদা মেডিকেলে।

আহতদের একজন হলেন সুব্রত মণ্ডল (৩০)। তাঁর বাড়ি অমৃতি গ্রাম পঞ্চায়েতের মোহনপাড়া এলাকায়। অপর দুজনের নাম নাবিউল হক (৩৬) এবং মহম্মদ তাসলেম শেখ (৩৮)। এই দুইজনের বাড়ি মোথাবাড়ি থানার সাদিপুর এবং উত্তর লক্ষ্মীপুর এলাকায়। ঘটনার অভিযোগ পেয়ে কাজিগ্রামে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ।

আক্রান্ত সুব্রত মণ্ডল জানিয়েছেন, ‘সোমবার রাতে আত্মীয়ের বাড়ির অনুষ্ঠান থেকে চণ্ডীপুর এলাকার রাজ্য সড়ক ধরেই বাড়ি ফিরছিলাম। হঠাৎ করে কাজিগ্রামের তালবোনা এলাকার সড়কে ৮ থেকে ১০ জন সশস্ত্র দুষ্কৃতী আমাকে ঘিরে ধরে। আচমকা বাইক থামিয়ে বাঁশ দিয়ে মারতে শুরু করে। আমার সঙ্গে থাকা দামি বাইক ছিনতাই করে দুষ্কৃতীরা। কোনওরকমে দুষ্কৃতীদের হাত থেকে পালিয়ে বেঁচেছি আমি। দুষ্কৃতীদের প্রত্যেকের হাতেই ছিল ধারাল অস্ত্র।’

আহত নাবিউল হক এবং মহম্মদ তাসলেম শেখ জানিয়েছেন, মালদা শহর থেকে ব্যবসার কাজ থেকে বাড়ি ফিরছিলেন তাঁরা। প্রায় দিনই চণ্ডীপুরের ওই রাস্তা দিয়ে তাঁরা মোথাবাড়ি যান। কিন্তু হঠাৎ করে গতকাল রাতে একদল দুষ্কৃতী তাঁদের ঘিরে ধরে। বাইক ছিনতাই করে ব্যাপক মারধর করে দুষ্কৃতীরা। অন্ধকারের মধ্যে আমবাগানে টেনে নিয়ে যাওয়া হয়। তাঁদের কাছে থাকা নগদ ৩২ হাজার টাকা এবং তিনটি মোবাইল ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় কোনওরকমে সেখান থেকে তাঁরা খানিকটা পথ হেঁটে গ্রামবাসীদের সাহায্য নেন। খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের। দুই পরিবারের সদস্যরা এসে নাবিউল হক ও মহম্মদ তাসলেম শেখকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে দুষ্কৃতীদের খোঁজ শুরু করা হয়েছে। মোটরবাইকগুলি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। এদিকে গ্রামবাসীর অভিযোগ, এমন ছিনতাইয়ের ঘটনায় এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি তুলেছে এলাকাবাসীরা। যদিও এই ঘটনার পর ইংরেজবাজার থানার পুলিশ তল্লাশি অভিযান চালায়।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Sex Worker | ঘরের বৌকে যৌনকর্মী হতে চাপ! কাঠগড়ায় স্বামী-শাশুড়ি

0
শিলিগুড়ি: সন্তান জন্মের পর থেকেই বাড়ির বৌকে যৌন ব্যবসায় নামানোর জন্য চাপ দিচ্ছেন খোদ স্বামী ও শাশুড়ি। আর এই অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে...

Siliguri | গৃহবধূকে দুই মেয়ে সহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে

0
শিলিগুড়ি: স্বামীর মৃত্যুর পর থেকেই গৃহবধূকে অত্যাচারের অভিযোগ শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। দুই কন্যা সন্তান সহ তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল...

Manikchak | তৃণমূল অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ, কাঠগড়ায় কংগ্রেস

0
মানিকচক: তৃণমূল (TMC) অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল কংগ্রেসের (Congress) বিরুদ্ধে। মালদার মানিকচকের (Manikchak) গোপালপুরের ঘটনা। জানা গিয়েছে, দলীয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন...

Mamata Banerjee | সিপিএমের সঙ্গে নন্দীগ্রামে গণহত্যা ঘটিয়েছিলেন শুভেন্দু-শিশির! নাম না করেই বিস্ফোরক ইঙ্গিত...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নন্দীগ্রাম গণহত্যা নিয়ে ফের বিস্ফোরক মমতা। এবার নাম না করে নন্দীগ্রাম গণহত্যার দায় চাপালেন অধিকারী পরিবারের উপরে। বৃহস্পতিবার পূর্ব...

Malda news | নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন কারাদণ্ড

0
মালদা: নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। এছাড়া এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের...

Most Popular