Saturday, May 18, 2024
HomeTop NewsCV Ananda Bose | আমার বিরুদ্ধে তদন্ত করার এক্তিয়ার নেই পুলিশের, হুংকার...

CV Ananda Bose | আমার বিরুদ্ধে তদন্ত করার এক্তিয়ার নেই পুলিশের, হুংকার রাজ্যপালের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সাংবিধানিক রক্ষাকবচ (constitutional safeguards) আছে, তাই আমার বিরুদ্ধে তদন্ত করা যাবে না। রবিবার এমনই হুংকার দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (West Bengal Governor CV Ananda Bose)। তিনি জানিয়েছেন, যতদিন তিনি রাজ্যপালের পদে থাকবেন, ততদিন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনওরকম তদন্ত করতে পারবে না রাজ্যের পুলিশ। দায়ের করতে পারবে না এফআইআরও। শুধু তাই নয়, রাজভবনের কোনও কর্মীকেও জিজ্ঞাসাবাদ করার এক্তিয়ার নেই পুলিশের। পুলিশের তরফে কোনও বার্তা দেওয়া হলেও সেটা ‘উপেক্ষা’ করতে নির্দেশ দিয়েছেন আনন্দ বোস।

উল্লেখ্য, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন রাজভবনের এক অস্থায়ী কর্মী। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে লালবাজার থানার পুলিশ। এই ঘটনার তদন্তে গঠন করা হয়েছে কলকাতা পুলিশের আট জনের বিশেষ তদন্তকারী দল। নেতৃত্বে রয়েছেন ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়। লালবাজারের তরফে রাজভবনের ওসির কাছে এ নিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে ঘটনার দিনের রাজভবনের ভিতরের সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে। রাজভবনের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে তাতে লেখা হয়েছে।

গত বৃহস্পতিবার রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী। এ ঘটনায় তিনি হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা। শুরু হয় রাজনৈতিক চাপানউতর। এই ঘটনার পর থেকেই বিভিন্ন নির্বাচনি সভায় সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘একটা মেয়ে রাজভবনে চাকরি করত। তার সঙ্গে কী ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল? আমার কাছে একটা নয়, হাজারটা ঘটনা আসছে। কিন্তু কালকের মেয়েটির কান্নায় আমার বুক ফেটে গিয়েছে।’’ পাশাপাশি, এ নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দিয়ে বলেন, ‘‘সেখানেই (রাজভবনে) তো কাল রাতে থেকে এলেন। কিছু তো বললেন না?’’

রাজ্যপালের বিরুদ্ধে মাললা করতে পারে পুলিশ? সংবিধান অনুযায়ী দায়িত্বে থাকাকালীন রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না। তবে রাজ্যপালের পদ ইস্তফা দেওয়ার পর সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারবে পুলিশ। এদিকে ঘটনার পর দিনই বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস গিয়েছেন চেন্নাই। এই সফর পূর্বনির্ধারিত ছিল বলে রাজভবন সূত্রে খবর। রাজ্যপাল বোস চেন্নাই যাওয়ার আগে একটি অডিওবার্তায় বলেছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তিনি তা মোকাবিলা করতে প্রস্তুত। তিনি বলেন, ‘‘আমি লড়তে জানি। পালাতে নয়।’’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Dakshin Dinajpur | আদিবাসী কিশোরীকে শ্লীলতাহানি! গ্রেপ্তার পঞ্চাশোর্ধ্ব মিল মালিক

0
বুনিয়াদপুর: ধান ভাঙার মিলঘরে ১৩ বছরের আদিবাসী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে (Harassment Case) পঞ্চাশোর্ধ্ব মিল মালিককে গ্রেপ্তার করল দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) বংশীহারি থানার (Banshihari...

Kyrgyzstan | কিরঘিজস্তানে হামলার শিকার বিদেশি পড়ুয়ারা, ভারতীয়দের সতর্ক করলেন জয়শংকর

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিদেশি পড়ুয়ারা (Foreign students) হামলার শিকার হচ্ছেন কিরঘিজস্তানে (Kyrgyzstan)। হামলাকারীদের মূল নিশানায় রয়েছেন ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের পড়ুয়ারা। ইতিমধ্যেই কয়েকজন...

Flight Emergency Landing | ১৩৭ যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যান্ত্রিক গোলযোগের কারণে ১৩৭ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের (Air India Express) বেঙ্গালুরগামী বিমান (Flight Emergency...

Afghanistan flood | প্রবল বর্ষণ, বন্যায় আফগানিস্তানে ৫০ জনের মৃত্যু

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রবল বর্ষণের জেরে বন্যায় আফগানিস্তানে ৫০ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায়...

Government Tripal | ত্রাণের ত্রিপল বিকোচ্ছে হাটে! তুমুল বিতর্ক মালদায়

0
মানিকচক: খোলা হাটে চড়া দামে দেদারে বিক্রি হচ্ছে সরকারি সিলমোহর লাগানো ত্রিপল। একটি দুটি নয় একেবারে শয়ে শয়ে ত্রিপলের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। শনিবার...

Most Popular