উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ডিকে শিবকুমারের (D. K. Shivakumar) বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল বিজেপি (BJP)। বিজেপির দাবি, বেঙ্গালুরু গ্রামীণ লোকসভা কেন্দ্রের কিছু এলাকায় গিয়ে শিবকুমার ভোটারদের বলেছেন, কংগ্রেসকে (Congress) ভোট দিলে তবেই পানীয় জলের সমস্যার সমাধান করে দেওয়া হবে।
প্রসঙ্গত, আগামী ৭ মে তৃতীয় দফায় বেঙ্গালুরু গ্রামীণ লোকসভা কেন্দ্রে ভোট (Lok Sabha Election 2024)। বেঙ্গালুরু গ্রামীণ কেন্দ্রে প্রার্থী হয়েছেন শিবকুমারের ভাই ডিকে সুরেশ। তাঁর সমর্থনে প্রচারে নেমেছেন উপমুখ্যমন্ত্রী। সেখানেই এমন মন্তব্য করে বসেন তিনি। এই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়ে যায়। যদিও সেই ভিডিও’র সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ। এই ভিডিও’কে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। কমিশনের কাছে গেরুয়া শিবিরের দাবি, আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে।