Exclusive

Dakshin Dinajpur | জাতীয় ক্রিকেট ‌অ্যাকাডেমিতে দক্ষিণ দিনাজপুরের অঞ্জলি

পঙ্কজ মহন্ত, বালুরঘাট: ক্রিকেট (Cricket) খেলার খরচ জোগাতে একসময় দু’বিঘা জমি বন্ধক রাখতে হয়েছিল পরিবারকে। কৃষক পরিবারের সেই মেয়ে আজ ন্যাশনাল ক্রিকেট ‌অ্যাকাডেমিতে (National Cricket Academy) সুযোগ পেয়েছে। বাংলার হয়ে অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে তার অভাবনীয় সাফল্য তাকে এই জায়গায় নিয়ে এসেছে। ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলা ক্রীড়া সংস্থার সম্পাদকের সাহায্যে ‌অ্যাকাডেমিতে যাওয়ার সমস্ত প্রক্রিয়া শেষ করেছে জেলার মহিলা ক্রিকেটার অঞ্জলি বর্মন।

বালুরঘাট (Balurghat) শহর থেকে ১০ কিমি দূরে গুটিন গ্রাম। সেখানেই অঞ্জলির বেড়ে ওঠা। ভালো পড়াশোনার জন্য সে শহরের আশুতোষ বালিকা বিদ্যাপীঠে ভর্তি হয়েছিল। নবম শ্রেণির পড়ুয়া অঞ্জলি সাত বছর ধরে জেলা ক্রীড়া সংস্থায় ক্রিকেট খেলছে। তার চেষ্টা দেখে সংস্থাও তার পাশে দাঁড়িয়েছে। বাংলার হয়ে সম্প্রতি সে হরিয়ানাতে অনূর্ধ্ব ১৫ ক্রিকেট প্রতিযোগিতায় খেলে এসেছে। তার অতি দ্রুতগতির বোলিংয়ে হামেশাই ধরাশায়ী হয় ব্যাটাররা। তার এই প্রতিভা নজর এড়িয়ে যায়নি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির। তাকে বেঙ্গালুরুতে ডেকে পাঠানো হয়। তখন থেকেই প্রস্তুতি শুরু হয় তার।

অঞ্জলির পিছনে পরিবারের সমর্থনও ছিল প্রচুর। তার বাবা অসিত বর্মন ক্ষুদ্র কৃষক। দিল্লি, মুম্বইয়ে শ্রমিকের কাজও করেন। একসময় অঞ্জলির ঠাকুমার দু’বিঘা জমি বন্ধক রেখে মেয়ের ক্রিকেটের খরচ জুগিয়েছেন তিনি। এখন জাতীয় মহিলা ক্রিকেট দলে যাওয়ার আশায় দিন গুনছে অঞ্জলি।

অঞ্জলির কথায়, ‘বাড়িতে মা, বাবা ও ঠাকুমা থাকেন। বাবা কৃষিকাজ করেন। মাঝেমধ্যে ভিনরাজ্যেও কাজে যান। আমি গ্রাম থেকে বালুরঘাটে গিয়ে স্কুল ও ক্রিকেটের কোচিং নিতাম। ডিএসএ আমাকে যথেষ্ট সাহায্য করেছে।’

বাবা অসিত বর্মন বলেছেন, ‘ছোট থেকেই মেয়ের ক্রিকেটে আগ্রহ। তাই ওকে ক্রিকেটে দিয়েছি। কৃষিকাজের পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করি। আগে মুম্বইয়ে থাকতাম। এখন বাড়িতে আছি। আমাদের ইচ্ছে, মেয়ে ভারতীয় মহিলা ক্রিকেটে খেলুক।’

ডিএসএ’র ক্রিকেট সচিব তন্ময় সমাজদারের দাবি, ‘অঞ্জলির মতো পেস বোলার খুব কমই আছে। বলে ওর ভালো গ্রিপ আছে। তার প্রতিভা বুঝে তাকে অতিরিক্ত কোচিং দেওয়া হয়েছে। আমাদের পরামর্শ ও খুব মন দিয়ে শোনে। ওকে নিয়ে আমরা খুব আশাবাদী।’

জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অমিতাভ ঘোষ জানিয়েছেন, অঞ্জলির বেঙ্গালুরু যাওয়ার সমস্ত প্রক্রিয়া হয়ে গিয়েছে। ফিজিও ডাক্তারের শংসাপত্র হয়েছে। এক সপ্তাহের মধ্যেই সম্ভবত সে সেখানে চলে যাবে।’

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Tufanganj | উচ্চমাধ্যমিকে তুফানগঞ্জের যমজ দুই ভাইয়ের নজরকাড়া ফলাফল ,মহকুমায় সম্ভাব্য প্রথম অমৃতাভ পাল

তুফানগঞ্জ: অল্পের জন্য উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় স্থান পেল না তুফানগঞ্জ নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল হাইস্কুলের যমজ…

2 hours ago

Worker death | হুড়মুড়িয়ে ধসে পড়ল চাঙর! সেবক-রংপো টানেলে ফের মৃত্যু শ্রমিকের

শিলিগুড়ি: সেবক-রংপো রেল প্রকল্পে কাজ চলাকালীন ফের এক শ্রমিকের মৃত্যুর (Worker death) ঘটনা ঘটল। বৃহস্পতিবার…

2 hours ago

HS Result 2024 |  বাবা পরিযায়ী শ্রমিক, উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফল হরিশ্চন্দ্রপুরের রুকসারের

হরিশ্চন্দ্রপুর: উচ্চমাধ্যমিকে (HS Result 2024) নজরকাড়া ফল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার প্রত্যন্ত গ্রামের মেয়ে রুকসার খাতুনের।…

3 hours ago

HS Result 2024 | উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৪৬০, রাজমিস্ত্রি বাবার স্বপ্নপূরণ করতে চায় সাবানা

চ্যাংরাবান্ধা: বাবা চান মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়। আর বাবার স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে চলেছে…

3 hours ago

Matigara | অপরাধের কিনারাই শুধু নয়, গিটারেও সুর তোলেন এই পুলিশর্তা

মাটিগাড়া: যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। এই প্রবাদবাক্যকে সত্যি প্রমাণিত করে ছেড়েছেন মাটিগাড়া (Matigara) থানার…

3 hours ago

Shiv Mandir । জীবিত সদ্যজাত কন্যাসন্তান উদ্ধার শিবমন্দিরে, শিশুটি কোথা থেকে এল ?

শিবমন্দির: জীবিত সদ্যজাত কন্যাসন্তান উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল শিবমন্দিরের এক নম্বর সত্যেন…

3 hours ago

This website uses cookies.