Must-Read News

Darjeeling | শ্রিংলা না রাজু, দার্জিলিং আসনে প্রার্থী নিয়ে চরম বিভ্রান্তি বিজেপিতে

সানি সরকার, শিলিগুড়ি: বিড়ম্বনায় বিজেপি (BJP)। বর্তমান সাংসদ রাজু বিস্ট (Raju Bista), নাকি প্রাক্তন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা (Harsh Vardhan Shringla), লোকসভা নির্বাচনে (Loksabha election) দার্জিলিং কেন্দ্রে দলীয় প্রার্থীকে তা নিয়ে বিভ্রান্তি বাড়ছে বিজেপিতে। জনসংযোগের ক্ষেত্রে রাজনৈতিক ছোঁয়াচ বাঁচাতে সমাজসেবামূলক কর্মকাণ্ডকে প্রাক্তন বিদেশসচিব তুলে ধরতে চাইলেও, সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হচ্ছে না তিনি লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। হাইকমান্ড থেকে এখনও পর্যন্ত কোনও নির্দেশ না আসার পরেও দলের একটা অংশ শ্রিংলার হয়ে ময়দানে নামায় শিলিগুড়ির (Siliguri) বিজেপি যে দুটি ভাগে বিভক্ত, তাও বুঝতে অসুবিধা হচ্ছে না আমনাগরিকদের। যা নিয়ে সাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার যেমন সৃষ্টি হচ্ছে, তেমনই দলীয় নেতৃত্বকেও প্রশ্নের মুখেও পড়তে হচ্ছে।

এমন পরিস্থিতিতে কী করণীয় শীর্ষ নেতৃত্বর কাছে জানতে চাইল জেলা নেতৃত্ব। শ্রিংলার নাম উল্লেখ না করলেও, দলের কয়েকজন নেতা আগ বাড়িয়ে একজনকে প্রার্থী হিসেবে তুলে ধরতে চাইছে এবং এতে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে, দল সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে- এমন নানা বিষয় উল্লেখ করে রাজ্য নেতৃত্বর কাছে চিঠি পাঠানো হয়েছে বলে দলীয় সূত্রে খবর। যা স্বীকার করে নিয়ে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল বলছেন, ‘রাজ্য নেতৃত্ব সমস্তটাই জানেন। আমাদের তরফেও সমস্ত বিষয় জানানো হয়েছে। যদি কেউ দলবিরোধী কাজ করে, শীর্ষ নেতৃত্বের নির্দেশে তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।’

নিজেকে ভূমিপুত্র হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও কোথাও তিনি রাজনীতির কথা বলছেন না। বরং জনসংযোগের ক্ষেত্রে দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটির ব্যানারে সামাজিক কর্মকাণ্ডে জোর দিচ্ছেন। কিন্তু গত কয়েকদিন ধরে তাঁর শিলিগুড়ির বিভিন্ন পাড়ায় ছুটে বেড়ানোর মধ্যে দিয়ে বিজেপির কোন্দল যেন নতুন করে প্রকট হয়ে উঠেছে। কেননা, দলের শীর্ষ নেতৃত্বের তরফে এখনও কোনও নির্দেশ না এলেও মনোরঞ্জন মণ্ডল, সাম্য মুখোপাধ্যায়, বাপ্পা সাহাদের মতো কিছু নেতা তাঁর সমস্ত কর্মসূচিতে সবসময় থাকছেন। ‘ভালোবাসা ও ভালো লাগা’র টানে রয়েছেন, বলছেন তাঁরা। কিন্তু বিষয়টি নিয়ে দলীয় স্তরে অস্বস্তিতে পড়তে হচ্ছে দলের জেলা নেতৃত্বকে। প্রার্থী-প্রচার নিয়ে দলের হাইকমান্ড থেকে কোনও নির্দেশ না আসার পরেও কীভাবে জেলা কমিটির কয়েকজন সদস্য প্রাক্তন বিদেশসচিবের হয়ে মাঠে নেমেছেন তা নিয়ে দলীয় বৈঠকেও প্রশ্ন উঠেছে।

দলীয় সূত্রে খবর, গত ১২ জানুয়ারি রাজ্য কমিটির দুই সাধারণ সম্পাদক দীপক বর্মন ও জগন্নাথ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে আয়োজিত বৈঠকেও এমন প্রশ্ন তোলেন অনেকে। কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থীতালিকা প্রকাশ না করা পর্যন্ত প্রার্থী প্রচার নয় বলে স্পষ্ট করে দেন তাঁরা। পাশাপাশি তাঁরা জানান, শিলিগুড়িতে যা হচ্ছে, তা রাজ্য নেতৃত্বের নজরে রয়েছে। এখন দেখার জেলা নেতৃত্বের চিঠি পাওয়ার পর রাজ্য নেতৃত্ব কী পদক্ষেপ করে।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Rakhi Sawant | হাতে স্যালাইনের নল! হাসপাতালে ভর্তি রাখি সাওয়ান্ত, কী হয়েছে অভিনেত্রীর?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কমেডি হোক বা বিতর্ক বরাবরই খবরে থাকতে পছন্দ করেন রাখি সাওয়ান্ত…

24 seconds ago

INDIA Alliance | ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে বাইরে থেকে সমর্থন, ঘোষণা মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নির্বাচনি সভায় তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন,…

56 seconds ago

CAA | ভোটপর্বে উৎফুল্ল বিজেপি, সিএএতে আবেদন করে নাগরিকত্ব পেলেন ১৪ জন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  ১৫ মে, ২০২৪ দেশের এক 'ঐতিহাসিক দিন' হিসেবে গণ্য হল। নাগরিকত্ব…

30 mins ago

No Dues | ‘নো ডিউজ’ জমা করেননি হাজি নুরুল! বসিরহাটের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল চায় বিজেপি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বীরভূমের বদলা কি বসিরহাটে? বসিরহাটের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে কমিশনের…

42 mins ago

Jyotiraditya Scindia | ভোটের মাঝেই স্বজনহারা! প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার (Jyotiraditya Scindia) মা মাধবী রাজে সিন্ধিয়া…

42 mins ago

Road Accident | ছোট গাড়ি-বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু যুবকের

ওদলাবাড়ি: জাতীয় সড়কে ছোট চার চাকার গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের।…

49 mins ago

This website uses cookies.