Top News

Darjeeling Lok Sabha | তালিকায় পিডি ভুটিয়াও, অনীত-মমতার প্রার্থী হতে পারেন গোপাল

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: দার্জিলিং লোকসভা কেন্দ্র (Darjeeling Lok Sabha) থেকে অনীত থাপার (Anit Thapa) পছন্দ রাজ্যের এক প্রাক্তন আমলা। পাশাপাশি একজন চিকিৎসকের নামও তালিকায় রয়েছে। ইতিমধ্যেই অনীতের পার্টি ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম) (BGPM) এই তালিকা তৃণমূল কংগ্রেসের হাইকমান্ডের কাছে পৌঁছে দিয়েছে। কিছুদিন ধরেই ওই আমলাকে অনীত থাপার খুব কাছাকাছি দেখা যাচ্ছে। বিজিপিএম সূত্রের অবশ্য খবর, তালিকায় নাম থাকা চিকিৎসক সিদ্ধান্ত নিতে কয়েকটা দিন সময় চেয়েছেন। দলীয় সূত্র জানিয়েছে, দার্জিলিংয়ের প্রার্থী নিয়ে অনীত ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন।

রাজ্যে ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেস ২০১৪ সালে বাইচুং ভুটিয়া এবং ২০১৯ সালে অমরসিং রাইকে দার্জিলিং আসনে প্রার্থী করেছিল। কিন্তু বিজেপির শক্ত ভিতে লড়াই করে তৃণমূলের প্রার্থীরা পরাজিত হন। কিন্তু এবার পাহাড় পরিস্থিতি বদলেছে। তৃণমূলের জোট শরিক বিজিপিএমের হাতেই পাহাড়ের শাসন ক্ষমতা রয়েছে। প্রথম থেকেই অরাজনৈতিক ব্যক্তিত্বকে প্রার্থী করা অনীতদের লক্ষ্য ছিল। সূত্রের খবর, ২০১৯ সালে তৃণমূলের টিকিটে প্রার্থী হওয়া অমরসিং রাই পুনরায় প্রার্থী হতে রাজি হননি।

এরপরই তালিকায় গোপাল লামা (Gopal Lama) এবং ডাঃ প্রেম দোরজি ভুটিয়ার (Dr Prem Dorjee Bhutia) নাম ওঠে। গোপাল লামা রাজ্যের প্রাক্তন ডব্লিউবিসিএস অফিসার। ১৯৮৫ ব্যাচের এই আমলা কোচবিহারে বিডিও হিসাবে কর্মজীবন শুরু করে শিলিগুড়ির মহকুমা শাসক, পর্যটন দপ্তরের ডেপুটি ডিরেক্টর, দার্জিলিংয়ের অতিরিক্ত জেলা শাসক এবং জিটিএতেও দায়িত্ব সামলেছেন। পাহাড়, সমতলে সব মহলেই তাঁর ভালো পরিচিতি রয়েছে। তিনি বলেন, ‘অনীত থাপা কিছুদিন আগে প্রার্থী হওয়ার কথা বলেছেন। আমার কোনও আপত্তি নেই। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।’ এই তালিকায় শিলিগুড়ির বিশিষ্ট চিকিৎসক প্রেম দোরজি ভুটিয়ার নামও রয়েছে। ২০১৯ সালের ভোটেও তৃণমূলের প্রার্থী হিসাবে এই চিকিৎসকের নাম উঠেছিল। চিকিৎসার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত এই চিকিৎসককে রাজ্য সরকার বঙ্গরত্ন সম্মানও দিয়েছে। প্রেম বলেন, ‘গত লোকসভা ভোটেও আমার নাম নিয়ে জল্পনা হয়েছিল। চূড়ান্ত তালিকা না হওয়া পর্যন্ত কিছু বলা ঠিক নয়।’

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Sex Worker | ঘরের বৌকে যৌনকর্মী হতে চাপ! কাঠগড়ায় স্বামী-শাশুড়ি

শিলিগুড়ি: সন্তান জন্মের পর থেকেই বাড়ির বৌকে যৌন ব্যবসায় নামানোর জন্য চাপ দিচ্ছেন খোদ স্বামী…

9 hours ago

Siliguri | গৃহবধূকে দুই মেয়ে সহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে

শিলিগুড়ি: স্বামীর মৃত্যুর পর থেকেই গৃহবধূকে অত্যাচারের অভিযোগ শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। দুই কন্যা সন্তান…

11 hours ago

Manikchak | তৃণমূল অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ, কাঠগড়ায় কংগ্রেস

মানিকচক: তৃণমূল (TMC) অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল কংগ্রেসের (Congress) বিরুদ্ধে। মালদার মানিকচকের…

11 hours ago

Mamata Banerjee | সিপিএমের সঙ্গে নন্দীগ্রামে গণহত্যা ঘটিয়েছিলেন শুভেন্দু-শিশির! নাম না করেই বিস্ফোরক ইঙ্গিত মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নন্দীগ্রাম গণহত্যা নিয়ে ফের বিস্ফোরক মমতা। এবার নাম না করে…

12 hours ago

Malda news | নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন কারাদণ্ড

মালদা: নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। এছাড়া…

12 hours ago

Abhijit Ganguli | মমতাকে নিয়ে ফের ‘কুকথা’ অভিজিতের! তৃণমূলের অভিযোগে শোরগোল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিচারপতির চেয়ার ছেড়ে জনতার দরবারে হাজির হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)।…

12 hours ago

This website uses cookies.