Thursday, May 2, 2024
HomeExclusiveDarjeeling Lok Sabha | তালিকায় পিডি ভুটিয়াও, অনীত-মমতার প্রার্থী হতে পারেন গোপাল

Darjeeling Lok Sabha | তালিকায় পিডি ভুটিয়াও, অনীত-মমতার প্রার্থী হতে পারেন গোপাল

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: দার্জিলিং লোকসভা কেন্দ্র (Darjeeling Lok Sabha) থেকে অনীত থাপার (Anit Thapa) পছন্দ রাজ্যের এক প্রাক্তন আমলা। পাশাপাশি একজন চিকিৎসকের নামও তালিকায় রয়েছে। ইতিমধ্যেই অনীতের পার্টি ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম) (BGPM) এই তালিকা তৃণমূল কংগ্রেসের হাইকমান্ডের কাছে পৌঁছে দিয়েছে। কিছুদিন ধরেই ওই আমলাকে অনীত থাপার খুব কাছাকাছি দেখা যাচ্ছে। বিজিপিএম সূত্রের অবশ্য খবর, তালিকায় নাম থাকা চিকিৎসক সিদ্ধান্ত নিতে কয়েকটা দিন সময় চেয়েছেন। দলীয় সূত্র জানিয়েছে, দার্জিলিংয়ের প্রার্থী নিয়ে অনীত ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন।

রাজ্যে ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেস ২০১৪ সালে বাইচুং ভুটিয়া এবং ২০১৯ সালে অমরসিং রাইকে দার্জিলিং আসনে প্রার্থী করেছিল। কিন্তু বিজেপির শক্ত ভিতে লড়াই করে তৃণমূলের প্রার্থীরা পরাজিত হন। কিন্তু এবার পাহাড় পরিস্থিতি বদলেছে। তৃণমূলের জোট শরিক বিজিপিএমের হাতেই পাহাড়ের শাসন ক্ষমতা রয়েছে। প্রথম থেকেই অরাজনৈতিক ব্যক্তিত্বকে প্রার্থী করা অনীতদের লক্ষ্য ছিল। সূত্রের খবর, ২০১৯ সালে তৃণমূলের টিকিটে প্রার্থী হওয়া অমরসিং রাই পুনরায় প্রার্থী হতে রাজি হননি।

এরপরই তালিকায় গোপাল লামা (Gopal Lama) এবং ডাঃ প্রেম দোরজি ভুটিয়ার (Dr Prem Dorjee Bhutia) নাম ওঠে। গোপাল লামা রাজ্যের প্রাক্তন ডব্লিউবিসিএস অফিসার। ১৯৮৫ ব্যাচের এই আমলা কোচবিহারে বিডিও হিসাবে কর্মজীবন শুরু করে শিলিগুড়ির মহকুমা শাসক, পর্যটন দপ্তরের ডেপুটি ডিরেক্টর, দার্জিলিংয়ের অতিরিক্ত জেলা শাসক এবং জিটিএতেও দায়িত্ব সামলেছেন। পাহাড়, সমতলে সব মহলেই তাঁর ভালো পরিচিতি রয়েছে। তিনি বলেন, ‘অনীত থাপা কিছুদিন আগে প্রার্থী হওয়ার কথা বলেছেন। আমার কোনও আপত্তি নেই। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।’ এই তালিকায় শিলিগুড়ির বিশিষ্ট চিকিৎসক প্রেম দোরজি ভুটিয়ার নামও রয়েছে। ২০১৯ সালের ভোটেও তৃণমূলের প্রার্থী হিসাবে এই চিকিৎসকের নাম উঠেছিল। চিকিৎসার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত এই চিকিৎসককে রাজ্য সরকার বঙ্গরত্ন সম্মানও দিয়েছে। প্রেম বলেন, ‘গত লোকসভা ভোটেও আমার নাম নিয়ে জল্পনা হয়েছিল। চূড়ান্ত তালিকা না হওয়া পর্যন্ত কিছু বলা ঠিক নয়।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

চোখের সামনে ধ্বংস হচ্ছে শিল্প সম্ভাবনা

0
  রণজিৎ ঘোষ উত্তরবঙ্গে একের পর এক সরকারি লাভজনক সংস্থা পঙ্গু হয়ে যাচ্ছে। অথচ এই সংস্থাগুলির দিকে একটু নজর দিলে, একটু পরিকল্পনামাফিক চালানোর চেষ্টা হলে...
west bengal weather update

Weather Upadate | বঙ্গে বৃষ্টি কবে? স্বস্তির খবর শোনালো হাওয়া অফিস

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী। বৃষ্টি কবে হবে তা জানতেই যেন বেশি আগ্রহী প্রত্যেকে। কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টির ফোঁটাও নেই বঙ্গে।...

হল অফ ফেমের সেই মুখগুলো কোথায়

0
  সন্দীপন নন্দী আবার একটি দিন সমাগত। বিদ‍্যার্থী জীবনে সকলের অগ্নিপরীক্ষার সেই মাধ‍্যমিক ফল। এ যেন মেধা অন্বেষণের এক বার্ষিক গতি সমাপ্তির প্রত্যুষকাল। পাড়ায় পাড়ায়, অলিগলির...

সাগিনা মাহাতোদের বক্তৃতার দিন শেষ

0
সুমন ভট্টাচার্য আর কি কেউ সাগিনা মাহাতোর মতো সিনেমা বানাবেন? উত্তরবঙ্গের চা-বাগানের শ্রমিক আন্দোলনের লড়াইকে তুলে ধরতে দিলীপকুমারের মতো বলিউডের কোনও সুপারস্টার রাজি হয়ে...

Madhyamik Result | মাধ্যমিকে প্রথম কোচবিহারের চন্দ্রচূড়, দ্বিতীয় পুরুলিয়ার সাম্যপ্রিয়

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। এবছর মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহার রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয়...

Most Popular