রাজ্য

দিনমজুরের জমি জবরদখল, কাঠগড়ায় তৃণমূল

রায়গঞ্জ: বছর পঞ্চাশের দিনমজুর সুশীলচন্দ্র রবিদাস। যেদিন কাজ জোটে, সেদিনই পেট ভরে। নিজের সম্পত্তি বলতে ১৩ শতক জমি। সেখানেই রয়েছে বেড়ার বাড়ি। মাথায় টিনের ছাউনি। সামনে যেটুকু জায়গা আছে সেখানে সামান্য শাক-সবজি লাগিয়েছেন নিজের জন্য। কিন্তু ওই সামান্য জায়গার উপরে নজর পড়েছে এলাকার তৃণমূল নেতাদের। সুশীলবাবুর অভিযোগ, ওই জায়গা জবরদস্তি দখল করে গড়ে তোলা হচ্ছে একটি মাদ্রাসা।

এমনই অভিযোগ ঘিরে তোলপাড় চাকুলিয়া। ইতিমধ্যে সুশীলবাবু এলাকার ১৬ জনের বিরুদ্ধে কানকি পুকিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন। শুধু তাই নয় নালিশ জানিয়েছেন পুলিশ ও জেলা প্রশাসনের পাশাপাশি রাজ্যপাল, এসসি কমিশনের চেয়ারম্যানের কাছে। তিনি প্রশ্ন তুলেছেন, অন্যের রায়ত জমি দখল করে কাঠামো নির্মাণ করা যায় কিনা?

আরও অভিযোগ, সুশীলবাবু ১৬ জনের নামে কানকি পুলিশ ফাঁড়িতে লিখিত নালিশ জানালেও কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। উলটে অভিযুক্তরা বাঁশের খুঁটি পুঁতে টিনের ছাউনি দিয়ে ওই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

বুধবার সুশীলবাবু বলেন, ‘আমার দখলে থাকা রেজিষ্ট্রি করা জমি জোর করে দখল করে পিলার ও টিন দিয়ে ঘর তুলে দেওয়া হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি আমি আসামীদের বাধা দিতে গেলে আমাকে ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখায়। পুলিশকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই খুব আতঙ্কের মধ্যে আছি। তাই আমার জমি ফিরিয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসনের পাশাপাশি রাজ্যপালের কাছে আবেদন জানিয়েছি।’

এই পরিস্থিতিতে সুশীলবাবুর পাশে দাঁড়িয়েছেন আইনজীবী মনতোষ সরকার। তিনি বলেন, ‘একজন দুঃস্থ মানুষের জমি এভাবে জোর করে দখল করা যায় না। আমরা ওঁনাকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছি। অভিযুক্তরা প্রত্যেকেই এলাকার পরিচিত তৃণমূলকর্মী। তাই পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না।’ এদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা বলেন, ‘চাকুলিয়া ব্লকের নেতাদের কাছে বিষয়টি খোঁজখবর নিয়ে দ্রুত সমাধানের জন্য নির্দেশ দেব।’

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Gangarampur | সম্প্রীতির নিদর্শন, বখতিয়ার খিলজির মাজারে ভিড় হিন্দু-মুসলিমদের

গঙ্গারামপুর: জমজমাট সম্প্রীতির মেলা। বখতিয়ার খিলজির মাজারে পুজো দিলেন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষজন। প্রতিবছর…

2 mins ago

Fire | আগুনে পুড়ে ছাই ভুট্টা ক্ষেত, মাথায় হাত চাষিদের

মানিকচক:  আগুনে ভস্মীভূত হল ২০০০ বিঘা ভুট্টার ক্ষেত। বুধবার দুপুরে মানিকচকের চর এলাকার ভুট্টার জমিতে…

17 mins ago

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক

18 mins ago

Madhyamik Result 2024 | মাধ্যমিকে দার্জিলিং জেলায় মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম সৌমি জানা

শিলিগুড়ি: মাধ্যমিকে (Madhyamik Result 2024) দার্জিলিং জেলায় মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম সৌমি জানা। শিলিগুড়ির (Siliguri)…

28 mins ago

হারিয়ে যাওয়া ৮১ হাজার টাকা ফেরানো হল মালিককে

চালসা: হারিয়ে যাওয়া ৮১ হাজার টাকা সহ ব্যাগ ফেরানো হল মালিককে। গত মঙ্গলবার মেটেলির বিডিও…

43 mins ago

GTA Recruitment Corruption | জিটিএ নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জিটিএ (গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে) নিয়োগ দুর্নীতিতে (GTA Recruitment Corruption) কলকাতা হাইকোর্টের…

45 mins ago

This website uses cookies.