রাজ্য

BJP | বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষোভ দলেই, প্রতিবাদে অবরোধ

রায়গঞ্জ: বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে শামিল দলেরই উপপ্রধান সহ অন্যান্য সদস্যরা। লোকসভা নির্বাচনের এহেন ঘটনায় কপালে ভাঁজ পড়েছে বিজেপি নেতৃত্বের। বুধবার বিকেলে রায়গঞ্জ ব্লকের ৬ নম্বর রামপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখান তাঁরা। পরে প্রধান সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা আন্দোলনরত উপপ্রধান ও সঞ্চালকদের সঙ্গে কথা বলেন এবং আগামীতে তাদের দাবি মতো সিদ্ধান্ত গ্রহণের আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেন।

বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ফুলমনি মার্ডি বলেন, আমাদের এলাকায় যে সমস্ত পথবাতি লাগানো হয়েছে খুবই নিম্নমানের। একটু রাত হলেই বাতিগুলো নিভে যায়। গ্রামবাসীরা আমাদের এসে চাপ সৃষ্টি করছে। প্রায় ৯৭ হাজার টাকা খরচ করে বাতিগুলো লাগানো হলেও আমরা কিছুই জানিনা। খুবই নিম্নমানের বাতিগুলো। বাজেট অনুযায়ী বাতিগুলো কেনা হয়নি। প্রধান আমাদের কিছুই জানায়না। নিজে নিজে সব কাজ করেন। ট্যাক্স বাড়িয়ে দেওয়ায় গ্রামবাসীরা আমাদের চাপ দিচ্ছেন। তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। তবে দলের প্রতি ক্ষোভ নেই, ক্ষোভ আমাদের প্রধানের বিরুদ্ধে। প্রধান সাধারণ মানুষের বিরুদ্ধে কাজ করছেন। প্রধান আমাদের দাবি দাওয়া না মেনে নিলে আন্দোলন চলবে।

বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য প্রদীপ বর্মনের অভিযোগ, রাস্তার বাতিগুলো কেনা নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। প্রধান দুই একজনকে সঙ্গে নিয়ে সব কাজ করছে। আমাদের সঙ্গে বিরোধী দলের সদস্যদের মতো আচরণ করছে। তাই আজ রাস্তায় নামতে বাধ্য হলাম। অন্যদিকে, স্থানীয় বিজেপি নেতা তথা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মলয় সরকার বলেন, তৃণমূল কংগ্রেসের উস্কানি দিয়ে কয়েকজনকে ভুল বুঝিয়ে এই আন্দোলন করিয়েছে। আমরা বসে সব ঠিকঠাক করে নেব। এতে তৃণমূল কংগ্রেসের কোনও লাভ হবে না। যদিও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দীপঙ্কর বর্মনের কথায়, রামপুর গ্রাম পঞ্চায়েতে যে দুর্নীতি চলছে তা তাদের দলের লোকজন বলছে। আমরা তো বলিনি। সাধারণ মানুষ এবার যোগ্য জবাব দেবে।

এদিকে দুর্নীতির ইস্যুকে ঘিরে নিজেদের জমি ফিরে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে সিপিএম। ইতিমধ্যে তারা পঞ্চায়েতগুলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ডেপুটেশন কর্মসূচি নিয়েছে। সিপিএম নেতা প্রদ্যুৎ নারায়ণ ঘোষ বলেন, বিজেপি ও তৃণমূল দুটোই দুর্নীতিগ্রস্ত দল। তাই আগামী সপ্তাহে গ্রাম পঞ্চায়েত ঘেরাও করব। রামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা বর্মন রায়ের দাবি, আমরা সবাইকে জানিয়ে কাজের টেন্ডার করি। কিছু জানাই না ভুল কথা। বাতি কেনা নিয়েও কোনও দুর্নীতি হয়নি। জেলা থেকে এস্টিমেট আসার পর কাজ করেছি, নিজেরা করতে পারিনা। তিনি বলেন, ‘আমি ওদের মীমাংসা করার জন্য বসতে বলেছিলাম, কিন্তু তা সত্ত্বেও ওরা বসেনি। রাস্তা অবরোধ করে ভুল করেছে। সাধারণ মানুষ সমস্যায় পড়ছে। ওদের উদ্দ্যেশ্যে আসলে কি বুঝতে পারছি না।‘

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Weather Report | তীব্র তাপপ্রবাহে বাড়ছে অস্বস্তি, সোমেই হাওয়া বদল বঙ্গে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের তীব্র গরমে পুড়ছে রাজ্যবাসী। শনি ও রবিবার উত্তর ও দক্ষিণ…

24 mins ago

Sex Worker | ঘরের বৌকে যৌনকর্মী হতে চাপ! কাঠগড়ায় স্বামী-শাশুড়ি

শিলিগুড়ি: সন্তান জন্মের পর থেকেই বাড়ির বৌকে যৌন ব্যবসায় নামানোর জন্য চাপ দিচ্ছেন খোদ স্বামী…

10 hours ago

Siliguri | গৃহবধূকে দুই মেয়ে সহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে

শিলিগুড়ি: স্বামীর মৃত্যুর পর থেকেই গৃহবধূকে অত্যাচারের অভিযোগ শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। দুই কন্যা সন্তান…

12 hours ago

Manikchak | তৃণমূল অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ, কাঠগড়ায় কংগ্রেস

মানিকচক: তৃণমূল (TMC) অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল কংগ্রেসের (Congress) বিরুদ্ধে। মালদার মানিকচকের…

13 hours ago

Mamata Banerjee | সিপিএমের সঙ্গে নন্দীগ্রামে গণহত্যা ঘটিয়েছিলেন শুভেন্দু-শিশির! নাম না করেই বিস্ফোরক ইঙ্গিত মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নন্দীগ্রাম গণহত্যা নিয়ে ফের বিস্ফোরক মমতা। এবার নাম না করে…

13 hours ago

Malda news | নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন কারাদণ্ড

মালদা: নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। এছাড়া…

13 hours ago

This website uses cookies.