Friday, December 1, 2023
HomeMust-Read Newsরসগোল্লার গামলায় ভাসছে মরা মাছি, মহকুমা শাসকের নির্দেশে ড্রেনে ফেলা হল মিষ্টি

রসগোল্লার গামলায় ভাসছে মরা মাছি, মহকুমা শাসকের নির্দেশে ড্রেনে ফেলা হল মিষ্টি

আলিপুরদুয়ার: রসগোল্লার গামলায় ভনভন করছে মাছি। রসগোল্লার রসে ভেসে রয়েছে মরা মাছি। মিষ্টির দোকানে অভিযান চালিয়ে এমনটা দেখতেই গামলা ভর্তি রসগোল্লা নর্দমায় ফেলে দিতে নির্দেশ দিলেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার। শুক্রবার বিকেলে আচমকাই বিভিন্ন খাবারের দোকানে হানা দেন মহকুমা শাসক। তিনি জানান, অস্বাস্থ্যকর মিষ্টি, বিরিয়ানি, রান্না করা খাবার কেউ বিক্রি করবে সেটা বরদাস্ত করা হবে না। খাবারের দোকানের পাশাপাশি মিষ্টির দোকানেও এদিন কোথাও কোথাও এমন ব্যবস্থা নজরে আসায় তাদেরকে সতর্ক করা হয়েছে এবং পরবর্তীতে নির্দেশ না মানলে প্রয়োজনে দোকান সিল করে দেওয়া হবে। এদিন মহকুমা শাসক বেলতলা মোড় এলাকাতেও একটি নামি মিষ্টির দোকানের কারখানাতে পরিদর্শনে যান। সেখানে মশা মাছি না থাকলেও অনেক মিষ্টি খোলা ঢাকনা ছাড়াই রাখায়, ওই দোকান মালিককেও সতর্ক করেন।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments