উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কাতারে বন্দি ৮ ভারতীয় প্রাক্তন নৌসেনা কর্মীর স্বস্তি। তাঁদের ফাঁসি রদ করল আদালত। গত অক্টোবরে সাজা শোনানো হয়েছিল। কাতার আদালতের এই নির্দেশের পর ভারত সরকারের তরফে এই রায়কে ‘অপ্রত্যাশিত’ বলা হয়। মৃত্যুদণ্ড প্রাপ্তদের পরিবারের অনুরোধে ভারত সরকার কাতারের আদালতে রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল গত সপ্তাহে। সেই আর্জি মঞ্জুর করা হয়েছে বলে দিল্লির পররাষ্ট্রমন্ত্রক জানিয়েছিল। অবশেষে তাঁদের ফাঁসি রদ করা হয়েছে। ফাঁসির বদলে কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, বিস্তারিত রায় এখনও পাওয়া যায়নি। তবে কেন্দ্র আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রেখে চলছে। কোন শর্তে তাঁদের সাজা কমানো হল সে বিষয়টিও স্পষ্ট নয়।
২০২২ সালের অগাস্টে ভারতীয় নৌসেনার প্রাক্তন ৮ কর্মীকে গ্রেপ্তার করে কাতারের গোয়েন্দা বিভাগ। তাঁরা সকলেই একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ওই সংস্থা কাতার সেনাকে প্রশিক্ষণের কাজ করত। ভারত সরকারের অভিযোগ, ওই আটজন প্রাক্তন নৌসেনা কর্মীকে কী কারণে কাতার পুলিশ গ্রেপ্তার করেছিল, সে সম্পর্কে স্পষ্ট কোনও তথ্য জানানো হয়নি। তবে কাতারের দাবি, অভিযুক্তরা অত্যন্ত গোপনীয় ও সংবেদনশীল তথ্যের আদানপ্রদান করছিল। অনেক গুপ্ত খবর নাকি তাঁরা বাইরে পাচার করেছিল। একাধিকবার শুনানির পর অক্টোবরে ৮ জনকে মৃত্যুদণ্ড দেয় কাতারের আদালত। এরপর নৌসেনা কর্মীদের হয়ে ভারতের তরফে আইনি পদক্ষেপ শুরু হয়। অবশেষে মিলল স্বস্তি।