উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আবাসন থেকে একই পরিবারের চারজনের পচাগলা দেহ উদ্ধার। ঘটনাটি উত্তর ২৪ পরগনার খড়দার। স্বামী, স্ত্রী এবং দুই সন্তানের দেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্ত্রী ও দুই সন্তানকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী। অন্তত দু’দিন আগে তাঁদের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। মৃতদেহের পাশ থেকে মিলেছে একটি সুইসাইড নোটও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চারজনের দেহ উদ্ধারের পাশাপাশি একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। সেখানে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কিত সম্পর্ক ছিল বলে উল্লেখ করা হয়েছে। সেকারণেই রাগের বশে স্ত্রী ও সন্তানদের খুন করে স্বামী আত্মঘাতী হয়েছেন বলে মনে করছে পুলিশ।
জানা গিয়েছে, স্ত্রী, ৮ বছরের ছেলে এবং ১৬ বছরের মেয়েকে নিয়ে ওই আবাসনে ভাড়া থাকতেন কাপড় ব্যবসায়ী বৃন্দাবন কর্মকার। প্রায় এক বছর ধরে ওই আবাসনে ভাড়া থাকতেন তাঁরা। গত দু-তিনদিন ধরে তাঁদের বাড়ির বাইরে দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। রবিবার সকালে আবাসনের মালিকের সন্দেহ হয়। তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে দেহগুলি উদ্ধার করে। উদ্ধার হওয়া সুইসাইড নোটে সমস্ত সম্পত্তি কোনও স্বেচ্ছাসেবী সংস্থাকে দান করে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।