শনিবার, ২২ মার্চ, ২০২৫

মহিষকুচিতে একশো দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে বিজেপি বিধায়কের গাড়ি আটকে বিক্ষোভ

শেষ আপডেট:

বক্সিরহাট: পুজার মুখে একশো দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে তুফানগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়কের গাড়ি আটকে বিক্ষোভে শামিল হলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। বিধায়কাকে ঘিরে চলল ‘গো ব্যাক’ স্লোগান। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে তুফানগঞ্জ-২ এর মহিষকুচি বাজার এলাকায়। এদিন বিধায়কের গাড়ির সামনে অবস্থানে বসে পড়েন মহিলা কর্মীরা। বিধায়কের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

জানা গিয়েছে, তুফানগঞ্জ বিধানসভার বিজেপির চার নম্বর মণ্ডলের উদ্যোগে স্বশক্তিকরণ কর্মসূচিতে যোগ দিতে এদিন মহিষকুচি বাজায় এলাকায় আসেন বিজেপি বিধায়ক মালতি রাভা। দলীয় কর্মসূচি শেষ করে বিধায়কের গাড়ি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। সেইসময় একশো দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। বিধায়ক সহ তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। প্রায় আধঘন্টা ধরে চলে এই বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ। পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি বেধে যায় তৃণমূল কর্মীদের। পরে পুলিশ কর্মী-সমর্থকদের জমায়েত হটিয়ে দিলে বিধায়ক গাড়ি নিয়ে বেরিয়ে যান। এদিকে গোটা ঘটনার রোষ গিয়ে পড়ে স্থানীয় বিজেপির মণ্ডল সভাপতি গৌতম দাসের ওপর। বকেয়া মেটানোর দাবিতে তাঁকে ঘিরেও চলে বিক্ষোভ। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এবিষয়ে তুফানগঞ্জ-২ এর ব্লক তৃণমূল যুব সহ সভাপতি মহেশ বর্মন জানান, পুজোর মুখে শ্রমজীবী মানুষের স্বার্থে একশো দিনের কাজের বকেয়া মেটানোর দাবি বিজেপি বিধায়কের কাছে করা হয়েছে। এদিকে তাঁদের জানানো হয়, জব কার্ড ভুয়ো। তাই সংশ্লিষ্ট দপ্তর একশো দিনের টাকা আটকে রেখেছে। টাকা মেটানোর দাবিতে বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে। বিজেপি বিধায়ক মালতী রাভা বলেন, তৃণমূলীরা একশো দিনের কাজের হিসাব না দিয়েই অন্যায়ভাবে বিক্ষোভ দেখিয়েছে। গোটা ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানান।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

CM Mamata Banerjee | ‘সর্বক্ষণ যোগাযোগ থাকবে, ভালো থাকবেন’, লন্ডন সফরের আগে রাজ্যবাসীকে বার্তা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৈদ্যুতিক সাবস্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে...

Lataguri | জনবহুল রাস্তায় দাঁড়িয়ে দাঁতাল! বুনোর হাত থেকে স্থানীয়দের প্রাণ বাঁচালেন পুলিশ কর্মী

লাটাগুড়ি: নিজের প্রাণ বিপন্ন করে জংলি হাতির হাত থেকে...

Harishchandrapur | বিক্ষোভের একদিন পরই শুরু পাইপলাইন সংযোগের কাজ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ এলাকাবাসীর

হরিশ্চন্দ্রপুর: বাসিন্দাদের বিক্ষোভের জেরে হরিশ্চন্দ্রপুরে ২৪ ঘণ্টার মধ্যেই শুরু...

Dalkhola water crisis | অমৃতধারায় নল থাকলেও নেই জল, সমস্যায় পুরবাসী  

ডালখোলা: মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে একাধিক প্রকল্প। কিন্তু নেই...