Thursday, November 30, 2023
HomeTop Newsকেন্দ্রীয় প্রকল্পের সুবিধে থেকে বঞ্চিত রাজ্যবাসী! আন্দোলনে নামছে বিজেপি

কেন্দ্রীয় প্রকল্পের সুবিধে থেকে বঞ্চিত রাজ্যবাসী! আন্দোলনে নামছে বিজেপি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:সম্প্রতি রাজ্যের শাসক দল কেন্দ্রের কাছে বকেয়া একশো দিনের কাজের টাকার দাবিতে দিল্লি ও কলকাতায় অবস্থানে বসেছিল। এবার তৃণমূলের অবস্থানের পাল্টা একশো দিনের বঞ্চিতদের নিয়ে সমাবেশ করার সিদ্ধান্ত নিল পদ্ম শিবির। সুত্রের খবর রবিবার বিজেপির কোর কমিটির বৈঠকে ঠিক করা হয়েছে সমাবেশের দিন এবং স্থান। সেইমত রাজ্য বিজেপি শিবিরে শুরু হয়েছে প্রস্তুতি।

সোমবার বিজেপি সুত্রে জানা যায়, এই সমাবেশের স্থান হিসেবে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনের জায়গাটিকে বেছে নেওয়া হয়েছে। প্রতি বছর ২১ শে জুলাই শহিদ দিবস এই জায়গায় পালন করে রাজ্যের শাসক দল।বিজেপিও তাঁদের সমাবেশের জন্য এই জায়গাটিকে বেছে নিয়েছেন।আগামী ২৯ নভেম্বর ভিক্টোরিয়া হাউসের সামনে একশো দিনের কাজের বকেয়া টাকা না পাওয়াদের নিয়েই সমাবেশ করবে গেরুয়া শিবির।রবিবার সন্ধ্যায় বিজেপির সল্টলেক দপ্তরে কোর কমিটির বৈঠক বসে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ও কেন্দ্রীয় নেতাদের মধ্যে ছিলেন রাজ্যের পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে এবং অমিত মালব্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments