রাজ্য

Dhupguri | মোদির সভায় নষ্ট চাষের জমি! ক্ষতিপূরণ নিয়ে ধোঁয়াশায় চাষিরা

ধূপগুড়িঃ রবিবার ধূপগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা হয়েছে। ব্যক্তিগত জমিতে ওই জনসভা হয়েছিল। কিন্তু জমির ক্ষতিপূরণ পাওয়া নিয়ে ধোঁয়াশায় জমি মালিকরা। কত টাকা ক্ষতিপূরণ কবে মিলবে তা নিয়ে নির্দিষ্ট কোনও আশ্বাস না মেলায় ক্ষোভ দানা বাঁধছে জমি মালিকদের মধ্যে। গোদের ওপর বিষফোঁড়ার মতো এই ক্ষোভে ঘৃতাহুতি দিয়েছে অস্থায়ী হেলিপ্যাডের জমি মালিকদের টাকা পেয়ে যাওয়ার খবর। মোদির সভার উলটোদিকে মোট সাড়ে উনিশ বিঘা জমিতে তৈরি হওয়া অস্থায়ী হেলিপ্যাডে নেমেছিল ভারতীয় বায়ুসেনার তিন তিনটি হেলিকপ্টার। সেখানে মোট ১৩ জন জমির মালিক ইতিমধ্যেই বিঘা প্রতি ৬০ হাজার টাকা নগদে গুণে নিয়েছেন। হেলিপ্যাড তৈরির জন্য জমি দিয়েছিলেন ফারুক হোসেন। তিনি বলেন, ‘সভার পরে পরিস্থিতি কী হবে তা নিয়ে ধন্দ থাকায় আগেভাগেই বিঘা প্রতি ষাট হাজার টাকা বুঝিয়ে দেওয়ার শর্তেই আমরা জমি দিয়েছিলাম।’

হেলিপ্যাড তৈরির ক্ষেত্রে আগেভাগে টাকা বুঝিয়ে দেওয়া হলেও সভাস্থলের জন্যে ঘিরে ফেলা প্রায় পঞ্চাশ-ষাট বিঘা জমির মালিকদের সঙ্গে সভার আগে ক্ষতিপূরণের বিষয়ে নির্দিষ্ট কোনও সিদ্ধান্ত হয়নি বিজেপি নেতাদের। জমি মালিকরা জানান, আলুর পর যারা পাট চাষ শুরু করেছিলেন তাঁদের বিষয়ে আলাদা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন পদ্ম নেতারা। তবে এখনও নির্দিষ্ট কোনও অঙ্কের কথা না জানানোয় ধোঁয়াশা এবং ক্ষোভ বাড়ছে তাদের। মোদির সভাস্থলের জন্য দুই বিঘা জমি দিয়েছিলেন কৃষক আনন্দ মোদক। তিনি বলেন, ‘কেউই তো কিছু খোলসা করে বলেননি আজও। প্রধানমন্ত্রীর সভা হয়েছে ভালো কথা তবে জমির আল সীমা সবই তো মুছে গিয়েছে। তাছাড়া লাখো মানুষের পায়ের চাপ এবং রোলারের চাপে জমি একেবারে পাথর হয়ে গিয়েছে।’

সভাস্থলের পাশেই বাড়ি রিঙ্কু রায়ের। মোদির সভার জন্যে তার সাড়ে তিন বিঘা জমির পাট চাষ নিশ্চিহ্ন করতে হয়েছে। পাটের দামের পাশাপাশি জমির ক্ষয়ক্ষতির জন্যেও আলাদা করে দাবি রয়েছে তাঁর। রিঙ্কুর বক্তব্য, ‘চাষ করলে বিঘায় গড়ে চার পাঁচ মন পাট পাই আমরা। তার যেমন বাজারদর আছে তেমনি তিন ফসলি এই জমির বর্তমান যা অবস্থা তাতে আগামী একবছর চাষ সম্ভব কিনা বুঝতে পারছি না। ফলে সেটা সহ ক্ষতিপূরণ পেলে ন্যায্য হবে।’

সভাস্থলের জন্যে ঘিরে ফেলা অংশের বাইরেও ভিড়ের চাপে আরও বেশ কিছু জমির ক্ষতি হয়েছে বলেই দাবি বহু জমি মালিকদের। তারাও চাইছেন ক্ষয়ক্ষতি অনুসারে ক্ষতিপূরণ দিক বিজেপি। এদিকে, পর্যাপ্ত ক্ষতিপূরণ না দিলে কৃষক এবং জমি মালিকদের পাশে যে তৃণমূল দাঁড়াবে তা স্পষ্ট করে দিয়েছেন জোড়াফুল নেতারা। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক রাজেশকুমার সিং বলেন, ‘কাজ ফুরোলেই পাততাড়ি গুটিয়ে নেওয়া বিজেপির স্বভাব। কৃষকরা কোনওভাবে বঞ্চিত হলে আমরা তাদের হয়েই সওয়াল করব।’

বিজেপি নেতারা দ্রুত ক্ষতিপূরণ নিয়ে আশার কথা শোনালেও কী হারে কিংবা কবে তা বাস্তবায়িত হবে তা স্পষ্ট করেননি। বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, ‘কাজ করিয়ে টাকা না দেওয়া তৃণমূলের সংস্কৃতি, আমাদের নয়। হেলিপ্যাডের টাকা যেমন বুঝিয়ে দেওয়া হয়েছে, তেমনি সভাস্থলের জমি মালিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা এবং হিসেব কষে দ্রুত ক্ষতিপূরণ বুঝিয়ে দেওয়া হবে।’

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Sitalkuchi shootout | ভোট মিটতেই উত্তপ্ত শীতলকুচি, গুলিবিদ্ধ তৃণমূল প্রধান

শীতলকুচি: ভোট মিটতেই উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের (Cooch Behar) শীতলকুচি (Sitalkuchi)। লালবাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল…

6 mins ago

Israel-Hezbollah Conflict | ইজরায়েলের সেনাঘাঁটিতে রকেট হামলা হিজবুল্লার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালাল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লা।…

50 mins ago

Aishwarya Rai Bachchan | ভাঙা হাতেই কানের রেড কার্পেটে দ্যুতি ছড়ালেন ঐশ্বর্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে রেড কার্পেটে নজর কাড়লেন বলিউড…

2 hours ago

Weather Report | তীব্র তাপপ্রবাহে বাড়ছে অস্বস্তি, সোমেই হাওয়া বদল বঙ্গে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের তীব্র গরমে পুড়ছে রাজ্যবাসী। শনি ও রবিবার উত্তর ও দক্ষিণ…

3 hours ago

Sex Worker | ঘরের বৌকে যৌনকর্মী হতে চাপ! কাঠগড়ায় স্বামী-শাশুড়ি

শিলিগুড়ি: সন্তান জন্মের পর থেকেই বাড়ির বৌকে যৌন ব্যবসায় নামানোর জন্য চাপ দিচ্ছেন খোদ স্বামী…

13 hours ago

Siliguri | গৃহবধূকে দুই মেয়ে সহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে

শিলিগুড়ি: স্বামীর মৃত্যুর পর থেকেই গৃহবধূকে অত্যাচারের অভিযোগ শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। দুই কন্যা সন্তান…

14 hours ago

This website uses cookies.