Sunday, June 30, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গUnderpass Waterlogged | বেহাল আন্ডারপাস, এনজেপিতে বর্ষার জমা জলে দুর্ভোগ

Underpass Waterlogged | বেহাল আন্ডারপাস, এনজেপিতে বর্ষার জমা জলে দুর্ভোগ

শিলিগুড়ি: গুটিগুটি পায়ে বর্ষা হাজির হতেই ভোগান্তি বাড়ছে নিউ জলপাইগুড়ির বিভিন্ন এলাকায়। একদিকে যেমন হয়রানির শিকার এনজেপি স্টেশনে আসা পর্যটক ও যাত্রীরা, অপরদিকে রেলের উদাসীনতায় সমস্যা তৈরি হয়েছে শিলিগুড়ি পুরনিগমের ৩৩, ৩৪, ৩৫ নম্বর ওয়ার্ডগুলিতে। এই কয়েকদিন ট্রলি হাতে জমা জল এড়িয়ে হাঁটতে দেখা গিয়েছে বহু পর্যটককে।

এদিকে, সামান্য বৃষ্টিতেই ফুলবাড়ি-১ ও ২ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের ভোগান্তি চরমে। অম্বিকানগর আন্ডারপাসে হাঁটুজল। বারবার বিভিন্ন মহলে সমস্যার কথা জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। বৃহস্পতিবার রেলের নিউ জলপাইগুড়ির এডিআরএম সঞ্জয় চিলওয়ারওয়ারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। ‘এডিআরএম ব্যস্ত রয়েছেন, তাই দেখা করতে পারবেন না’ বলে এক কর্মী মারফত জানিয়ে দেওয়া হয়।

অম্বিকানগর, সাউথ কলোনি, মাইকেল মধুসূদন কলোনি, সিপাহিপাড়া সহ ফুলবাড়ি-১ ও ২ গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষ অম্বিকানগর আন্ডারপাস হয়ে নিয়মিত যাতায়াত করেন। অথচ সামান্য বৃষ্টিতেই আন্ডারপাসে জমেছে জল। ওই এলাকায় জলনিকাশি ব্যবস্থা বেহাল প্রায় দেড় বছর ধরে। মেরামতের অভাবে জলের নীচে থাকা গর্ত দেখা যাচ্ছে না। ফলে বৃষ্টিতে জল জমে প্রায়ই বাইক, স্কুটার, টোটো উলটে দুর্ঘটনা ঘটছে। গত এক মাসে এরকম প্রায় ৫০-৫৫টি দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।
পুরনিগমের ওয়ার্ডগুলিতে বেশ কয়েকটি রাস্তা ভাঙাচোরা অবস্থায় রয়েছে। দেড়-দুই বছর ধরে সেগুলো মেরামত করা হচ্ছে না। গতবছর দুর্গাপুজোর আগে মেরামত করা হবে বলে জানিয়েছিলেন এডিআরএম। কিন্তু এতদিনেও সূর্য সেন কলোনি, সেন্ট্রাল কলোনি, মোড় বাজার এলাকার ভাঙা রাস্তাগুলি সংস্কারের কাজ শুরু হয়নি।

সূর্য সেন কলোনির বাসিন্দা তনিমা হালদারের অভিযোগ, ‘আমরা সাধারণ নাগরিক সরকারকে ট্যাক্স দিই। অথচ আমাদের রাস্তা দিয়ে চলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে।’ ভাঙা রাস্তা মেরামত করা হচ্ছে না কেন, প্রশ্ন তুলেছেন তিনি। ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান আনন্দ সিনহা বলেন, ‘আদর্শ আচরণবিধি উঠে গেলে রেলের কাছে আবেদন করা হবে।’

নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরের হালও তথৈবচ। পার্কিং এলাকা থেকে প্রচুর যাত্রী গাড়িতে চাপেন। সাউথ কলোনির দিক থেকে শিলিগুড়িতে আসার জন্য বহু মানুষ টোটো কিংবা অটোতে চাপেন। স্টেশন চত্বর থেকে ট্রাকস্ট্যান্ডের রাস্তা দিয়ে বের হতে গেলে ভাঙা রাস্তার সম্মুখীন হন সকলে। একই অবস্থা পার্কিং এলাকা ও ভিআইপি রোডের। ফলে পর্যটকদের কাছে এই এলাকা সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীদের একাংশ। গোটা বিষয়ে রেল প্রশাসন উদাসীন বলে অভিযোগ করছেন তাঁরা।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
সুবীর মহন্ত, বালুরঘাট, ৩০ জুন: পয়সার অভাবে পড়াশোনা বন্ধ, মায়ের চিকিৎসা বন্ধ। প্রবল অনটনে দিন কাটছে বালুরঘাট ব্লকের বলদার গ্রাম পঞ্চায়েতের দোগাছি গ্রামের বিধবা উর্মিলা...

PWD | পিডব্লিউডি’র জমিতে অবৈধভাবে গড়ে উঠছে বহুতল, কাঠগড়ায় প্রশাসন

0
ফাঁসিদেওয়া: হুঁশ নেই প্রশাসনের। ফাঁসিদেওয়াতে রাজ্য সড়কের উপর এগিয়ে আসছে দোকান। অভিযোগ, ফাঁসিদেওয়া-মেডিকেল মোড় রাজ্য সড়কের ধারে বাজার সংলগ্ন এলাকায় অবৈধভাবে পিডব্লিউডি'র(PWD) জমিতে গড়ে...

Rishi Sunak | ‘ধর্মই অনুপ্রেরণা জোগায়’, লন্ডনের মন্দিরে হিন্দুত্ব নিয়ে বললেন ঋষি সুনাক

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হিন্দু ধর্মই তাঁকে ‘অনুপ্রেরণা ও স্বস্তি জোগায়’। নির্বাচনের আগে লন্ডনের একটি মন্দিরে এসে এমনটাই জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক (Rishi...

Heavy Rain | প্রবল বর্ষণে বিপর্যস্ত পাহাড়, ধসে গেল জাতীয় সড়কের একাংশ

0
শিলিগুড়ি: কোথাও গাছ উপড়ে পড়া, কোথাও আবার ধস এবং ভূমিধস। প্রবল বর্ষণে(Heavy Rain) বিপর্যস্ত পাহাড় সহ সংলগ্ন এলাকা। প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা সাধারণ মানুষ। রবিবার...

Rohit sharma | ‘এর চেয়ে ভালো সময় আর হবে না’, অবসরের কথা ঘোষণা করে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘দেশের হয়ে এটাই আমার শেষ টি ২০ ম্যাচ’, বিশ্বকাপ জিতেই টি ২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতের অধিনায়ক রোহিত...

Most Popular