Breaking News

বিকৃত উত্তরপত্র! একাদশ-দ্বাদশের ৯০৭ শিক্ষকের নামের তালিকা প্রকাশ করল কমিশন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উত্তরপত্রে কারচুপি! আদালতের নির্দেশে একাদশ-দ্বাদশ শ্রেণির কর্মরত ৯০৭ জন শিক্ষকের নামের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। অভিযোগ এই শিক্ষকদের চাকরির পরীক্ষার উত্তরপত্রে কারচুপি করা হয়েছে। তাঁদের নামের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে তিনি এই শিক্ষকদের উত্তরপত্রও প্রকাশ করতে বলেছিলেন। যদিও মঙ্গলবার সুপ্রিম কোর্ট উত্তরপত্র প্রকাশের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। তবে বুধবার ৯০৭ জনের নাম এবং রোল নম্বর প্রকাশ করেছে কমিশন।

একাদশ – দ্বাদশ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বেআইনিভাবে নিযুক্ত ৯০৭ জন প্রার্থীর তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। বুধবার ওই প্রার্থীদের নাম ও রোল নম্বর প্রকাশ করা হয়েছে। ববিতা সরকারের করা একটি মামলায় গত ৭ জুলাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, ২০১৬ সালে একাদশ-দ্বাদশ শ্রেণিতে যে ৫,৫০০ জনকে চাকরি দেওয়া হয়েছিল, তাঁরা-সহ ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের ওএমআর শিট প্রকাশ করতে হবে কমিশনকে। উত্তরপত্রের পাশাপাশি নাম, বাবার নাম, ঠিকানা, স্কুলের নাম-সহ ৯০৭ জনের তালিকাও প্রকাশ করতে হবে। এই ৯০৭ জনের বিকৃত ওএমআর শিট উদ্ধার করেছিল সিবিআই।

এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই রায় অপরিবর্তিত থাকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এর পর এসএসসি এবং চাকরিপ্রার্থীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এর পর সুপ্রিম কোর্টে যায় কমিশন। বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ নির্দেশ দেয়, এখনই ওএমআর শিট প্রকাশ করার দরকার নেই। তবে সেগুলি মুখবন্ধ খামে জমা দিতে হবে আদালতে। সঙ্গে ওয়েটিং লিস্টে থাকা ব্যক্তিদের ওএমআর শিটও জমা দিতে হবে। সঙ্গে প্রকাশ করতে হবে ৯০৭ জনের নামের তালিকা। তবে নামের তালিকায় বাড়ির ঠিকানার অংশটি বাদ দিতে নির্দেশ দেন বিচারপতিরা। তার পরদিনই আদালতের নির্দেশে ওয়েবসাইটে ৯০৭ জনের নামের তালিকা প্রকাশ করল এসএসসি। এদের প্রায় সবাই চাকরি পেয়ে গিয়েছেন বলে কমিশন সূত্রে খবর।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

PM Narendra Modi | কাশীতে এখনও মোদিই কালভৈরব

রূপায়ণ ভট্টাচার্য, বারাণসী: দশাশ্বমেধ ঘাটের কাছে বোর্ডিং হাউসের তিন নম্বর ঘরের জানলা থেকে ফেলুদা-জটায়ু-তোপসে যে…

9 mins ago

Jammu and Kashmir | ভোটের আবহে নাশকতার ছক ভূস্বর্গে! কাশ্মীরে এনকাউন্টারে খতম দুই জঙ্গি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের আবহে ফের নাশকতার ছক ভূস্বর্গে! নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে খতম দুই জঙ্গি।…

25 mins ago

Sitalkuchi shootout | ভোট মিটতেই উত্তপ্ত শীতলকুচি, গুলিবিদ্ধ তৃণমূল প্রধান

শীতলকুচি: ভোট মিটতেই উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের (Cooch Behar) শীতলকুচি (Sitalkuchi)। লালবাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল…

34 mins ago

Israel-Hezbollah Conflict | ইজরায়েলের সেনাঘাঁটিতে রকেট হামলা হিজবুল্লার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালাল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লা।…

1 hour ago

Aishwarya Rai Bachchan | ভাঙা হাতেই কানের রেড কার্পেটে দ্যুতি ছড়ালেন ঐশ্বর্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে রেড কার্পেটে নজর কাড়লেন বলিউড…

2 hours ago

Weather Report | তীব্র তাপপ্রবাহে বাড়ছে অস্বস্তি, সোমেই হাওয়া বদল বঙ্গে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের তীব্র গরমে পুড়ছে রাজ্যবাসী। শনি ও রবিবার উত্তর ও দক্ষিণ…

3 hours ago

This website uses cookies.