Breaking News

‘ক্ষতিকারক লোকটাকে সমর্থন করবেন না’, আরএসএসকে বার্তা মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার সরাসরি আরএসএসকে আর্জি মমতার। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দলীয় কর্মসূচি থেকে আরএসএসকে মমতার অনুরোধ,  ‘দেশের জন্য সবচেয়ে ক্ষতিকারক লোকটিকে আর সমর্থন দেবেন না।’

আরএসএসের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্বলতা নিয়ে রাজনৈতিক মহলে কানাঘুষো রয়েছে। অধীর চৌধুরী মহম্মদ সেলিমরা প্রায়শই এনিয়ে তৃণমূল নেত্রীকে আক্রমণ করেন। আরএসএস-এর একাংশের মধ্যেও মমতার প্রতি সমর্থন রয়েছে বলে জল্পনা রয়েছে। একসময় আরএসএসের মুখপত্রে মমতাকে দুর্গার সঙ্গে তুলনা করা হয়েছিল। বিরোধীরাও বারবার বলেন, মমতার রাজত্বে পশ্চিমবঙ্গে আরএসএসের সংগঠনের বাড়বাড়ন্ত চোখে পড়ার মতো। তাই এদিন মমতার আর্জিকে ধরে বিরোধী শিবিরের অনেকেই দুয়ে-দুয়ে চার করছেন।

এদিন নেতাজি ইনডোরে দলের সাংগঠনিক বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় তিনি জানান, কদিন আগে ছট পুজোর দিন গঙ্গার ঘাটে গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখেন একটা ক্যাম্পের সামনে আরএসএস লেখা। সেই প্রসঙ্গ টেনে মমতা আরএসএসের উদ্দেশে বলেন, “আপনারা ধর্ম করুন, আমার কোনও আপত্তি নেই। আমার আপনাদের বিরুদ্ধে কোনও কিছু বলার নেই। কিন্তু দেশের জন্য যে লোকটা সবচেয়ে ক্ষতিকারক তাঁকে আর সাপোর্ট দেবেন না।” গৈরিক সংগঠনটির উদ্দেশ্যে মমতা বলেন,
“আপনারা বিভিন্ন সময়ে অনেককে সমর্থন করেছেন। কিন্তু এই লোকটাকে প্লিজ আর সাপোর্ট করবেন না। জগাই আর মাধাই। দেখলেই মনে হয় খেতে আসছে!”

মুখ্যমন্ত্রী সরাসরি কারও নাম না করলেও নিশানায় কে তা বুঝতে অসুবিধে হয়নি। আরএসএসের একাংশ মোদি-শায়ের কাজে অখুশি বলেই জল্পনা রয়েছে। মমতা এই আর্জির মাধ্যমে আরএসএসের সেই অংশকেই বার্তা দিতে চাইছেন বলে মনে করা হচ্ছে। বিজেপির নীতি ও আদর্শের উপর আরএসএসের প্রভাব অনস্বীকার্য। সংগঠনের সাধারণ সম্পাদক পদেও থাকেন আরএসএসের প্রচারকরা। তবে অনেকে মনে করেন মোদি-শায়ের জমানায় সেই ব্যবস্থা কিছুটা দুর্বল হয়েছে। দলে আরএসএসের দখল কমেছে অনেকটাই। ফলে মমতা সেই জায়গাটাকেই ধরতে চেয়েছেন। মমতার মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর কথায়, ভাল তালিবান আর খারাপ তালিবান হয় না। দেশে বিভাজনের পরিবেশ তৈরির জন্য আরএসএসও সমানভাবে দায়ী। তারাও কম ক্ষতিকারক নয়।

Sabyasachi Bhattacharya

Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Part time teachers recruitment | আংশিক সময়ের শিক্ষক নিয়োগে বড় সিদ্ধান্ত! কী জানাল শিক্ষা দপ্তর?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের কোনও সরকারি বিদ্যালয়ে (Goverment school) স্কুল শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়া…

34 seconds ago

BJP | আদালতে ধাক্কা বিজেপির! নির্বাচনি বিজ্ঞাপনে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিজেপির (BJP) নির্বাচনি বিজ্ঞাপনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta…

4 mins ago

Ramakrishna Mission | রামকৃষ্ণ মিশনে জমি মাফিয়াদের হামলা, আক্রান্ত সন্ন্যাসীরা

শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি: শিলিগুড়িতে (Siliguri) জমি মাফিয়াদের (Land Mafia) হাতে আক্রান্ত রামকৃষ্ণ মিশনের (Ramakrishna Mission)…

6 mins ago

Ranveer-Deepika | অন্তঃসত্ত্বা অবস্থাতেই ভোট দিতে গেলেন দীপিকা, ক্যামেরায় প্রথমবার দেখা গেল ‘বেবিবাম্প’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ দেশে পঞ্চম দফার লোকসভা নির্বাচন। ভোট দিতে সকাল থেকেই পোলিং…

15 mins ago

Accident | ঘাতক গাড়ির নাবালক চালককে ‘অভিনব’ শাস্তি! লিখতে হবে দুর্ঘটনার ‘রচনা’, ১৫ দিনের ডিউটি ট্রাফিকে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ একটি বাইককে পিছন থেকে ধাক্কা মারে বেপরোয়া গতির একটি পোর্শে গাড়ি।…

18 mins ago

Mamata Banerjee | ‘মুর্শিদাবাদে দাঙ্গার হোতা ছিলেন উনি’, কার্তিক মহারাজকে ফের আক্রমণ মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নির্বাচনি জনসভা থেকে ফের একবার ভারত সেবাশ্রম সংঘের (Bharat Sevashram) সন্ন্যাসী…

26 mins ago

This website uses cookies.